ইং‌রে‌জি‌তে পারদর্শী হওয়ার টিপস

📖 ইং‌রে‌জি‌তে পারদর্শী হওয়ার টিপস
🔔 প্রথ‌মেই ব‌লে রা‌খি , এর জন্য আপনা‌কে সামান্য প‌রিশ্রম কর‌তে হ‌বে । ত‌বে এর ফল ভোগ কর‌তে পার‌বেন সারা জীবন ।
💾 প্রাথ‌মিক পর্যা‌য়ের এই চার‌টি টিপস আপনা‌কে সহ‌জেই ইং‌রে‌জি‌তে পারদর্শী ক‌রে তুল‌বে
✒️১. ইং‌রে‌জি‌তে য‌দি পারদর্শী হ‌তে চান ত‌বে সবার প্রথ‌মে আপনা‌কে যেটা কর‌তে হ‌বে তা হ‌লো ১২ টি Tense আর এদের Structure মুখস্ত করা । এটা সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ কাজ । আর এই মুখস্ত যেমন-‌তেমন হ‌লে হবে না । এমনভা‌বে মুখস্ত কর‌বেন যেন ম‌নে কর‌তে কো‌নো সময়ই না লা‌গে , যেটা‌কে ব‌লে ঠোঁটস্ত করা । যে‌কো‌নো সময় যে‌কো‌নো Tense আর এর Structure যেন ম‌নে কর‌তে পা‌রেন । আর Structure মুখস্ত কর‌বেন এক‌টি ক‌রে উদাহরণসহ । এমনভা‌বে মুখস্ত কর‌বেন , যেন উদাহরণ‌টিও বাংলা অর্থ সহ সারা জীবন ম‌নে থা‌কে ।
✒️ ২. Tense মুখস্ত করার পর যে কাজ‌টি কর‌তে হবে তা হ‌লো Right Form Of Verbs শেখা । Right Form Of Verbs এর অনেক নিয়ম আছে বি‌ভিন্ন বই‌তে । আপ‌নি যে‌কো‌নো বই থে‌কে ৩৭ টি নিয়ম শি‌খে নি‌বেন । আর ঐ ৩৭ নিয়ম হ‌বে উদাহরণসহ । আর এমনভা‌বে মুখস্ত কর‌বেন যেন উদাহরণ সহ ৩৭ টি নিয়ম বই না দে‌খেই বল‌তে পা‌রেন ।
✒️ ৩. ইং‌রে‌জি পারদর্শী হ‌তে হ‌লে আপনার Vocabulary ( শব্দভান্ডার ) হ‌তে হ‌বে সমৃদ্ধ । কিন্তু Vocabulary ভা‌লো কর‌তে হ‌লে যে‌কো‌নো নিয়ম চল‌বে না । এর জন্য এক‌টি বি‌শেষ পদ্ধ‌তি অনুসরণ কর‌তে হ‌বে । কিছু ইং‌রে‌জি Text Book সংগ্রহ করুন । সেগু‌লো ক্লাস 6 - 8 এর হ‌লে ভা‌লো হয় । এক‌টি Text Book নিন । সেটা ক্লাস 6 এর হোক , Text Book এর সবগু‌লো Passege অর্থসহ মুখস্ত ক‌রে ফেলুন । এই মুখস্ত এর উদ্দেশ্য হ‌লো আপনার Vocabulary সমৃদ্ধ করা আর আপনার Sentence বানা‌নোর দক্ষতা বৃ‌দ্ধি করা । এটা সব‌চে‌য়ে কার্যকর পদ্ধ‌তি । ত‌বে এটি বি‌শেষ নিয়‌মে কর‌তে হ‌বে । খেয়াল করুন ,
Passage এমনভা‌বে মুখস্ত কর‌বেন যেন ঐ বই এর যে‌কো‌নো Passage থে‌কে শূণ্যস্থানপূরণ দি‌লেও লিখ‌তে পা‌রেন । আর প্র‌ত্যেক passage এর প্র‌ত্যেকটি Word এর বাংলা অর্থ আলাদাভা‌বে মুখস্ত কর‌বেন ।
‌আর অর্থসহ Passage মুখস্ত করার সময় কখ‌নো এমনভাবে পড়‌বেন না -
The boy plays football
= বালক‌টি ফুটবল খে‌লে ×
এমনভা‌বে পড়‌বেন -
The boy ( বালক‌টি ) plays ( খে‌লে ) football (ফুটবল ) .
অর্থাৎ এক‌টি ক‌রে word বল‌বেন , তারপর ঐ word এর অর্থ বল‌বেন । শেষ হ‌লে অর্থটা সম্পূর্ণ একবার বল‌বেন ।
এভা‌বে ৩ টি বই মুখস্ত ক‌রে ফেল‌বেন । এতে আপনার Vocabulary কতটা সমৃদ্ধ হ‌য়ে‌ছে তা নি‌জেই বুঝ‌তে পার‌বেন ।
আর এক‌টি কাজ কর‌বেন এই ধা‌পে । Passage এর যে Sentence টি পড়‌বেন সে‌টি কোন Tense এর Structure এ পড়‌ছে তা খেয়াল রাখ‌বেন ।
✒️ ৪. উপ‌রের তিন‌টি ধাপ শেষ করার পর ফেসবুক চ্যাট বা অন্য কিছু‌তে ইং‌রে‌জি‌তে চ্যাট করার চেষ্টা করুন । আপ‌নি য‌দি ফাঁ‌কি না দি‌য়ে থা‌কেন ত‌বে আপনার নি‌জের কা‌ছেই ভা‌লো লাগ‌বে , কারণ আপ‌নি দেখ‌বেন যে আপ‌নি প্রাথ‌মিক সব কথা ইং‌রে‌জি‌তে বল‌তে পার‌ছেন । এমন‌কি আপনার Sentence বানা‌তেও কো‌নো সমস্যা হ‌চ্ছে না । Chat এ practice কর‌তে থাকুন , দক্ষতা আরো বাড়‌বে ।
🔰 উপ‌রের চার‌টি টিপস আপনার ম‌ধ্যে ইং‌রে‌জির যে ভয় তার দূর ক‌রে দি‌বে । সেই সা‌থে Voice, Narration সহ ইং‌রে‌জির অন্য যে‌কো‌নো নিয়ম সহ‌জে শেখার , বোঝার ও গ্রহণ করার উপ‌যোগী ক‌রে তুল‌বে ।
 এখা‌নে মুখস্ত করার প্র‌তি বে‌শি গুরুপ্ত আরোপ করা হ‌য়ে‌ছে , কারণ এটা বাই‌রের ভাষা ; তাই এটা বোঝার উপ‌যোগী হওয়ার জন্য প্রাথ‌মিক পর্যা‌য়ে কিছু মুখস্ত জ্ঞান থাকার বিকল্প নেই । এক কথায় বল‌তে গে‌লে এর চে‌য়ে কো‌নো সহজ পন্থা আর নেই ।

No comments:

Post a Comment