কিসের অভাবে কোন রোগ হয়?

#প্রাইমারিতে এখান থেকে একটা আসে এবং সকল চাকরি ও বিসিএস এ আসে।
***কিসের অভাবে কোন রোগ হয়?
*একসাথে গুছিয়ে দিলাম পড়ার সুবির্ধাথে*
.
১। কিসের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয় ?
উত্তর: আমিষের
২। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উত্তর: ভিটামিন সি
৩। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তর: ভিটামিন এ
৪। কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ?
উত্তর: ভিটামিন বি
৫। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
উত্তর: ভিটামিন ডি
৬। আয়োডিনের অভাবে কি রোগ হয়?
উত্তর: গলগণ্ড রোগ।
৭। কোনটির অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
উত্তর: লৌহ।
৮। চর্মরোগ হয় কিসের অভাবে?
উত্তর: চর্বি বা স্নেহ।
৯। কিসের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
উত্তর: ভিটামিন বি
১০। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়?
উত্তর: ভিটামিন বি১২।
১১। পানি কম পান করলে কী রোগ হয়?
উত্তর: কোষ্ঠকাঠিন্য।
১২। ভিটামিন ‘এ’ এর অভাবে কোন রোগগুলো হয়।
উঃ ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা, উদরাময়, সুতিকা, সর্দিকাশি, মূত্রপাথরি, কানের রোগ, চোখের রোগ হয়ে থাকে।
১৩। ভিটামিন ‘বি’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?
উঃ ভিটামিন ‘বি’ এর অভাবে বেরিবেরি, নার্ভের রোগ, হৃৎপিণ্ড সংক্রান্ত রোগ ইত্যাদি হয়ে থাকে।
১৪। ভিটামিন ‘সি’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?
উঃ ওজন কমে যাওয়া, স্কার্ভি রোগ ইত্যাদি হয়ে থাকে।
১৫। ভিটামিন ‘ডি’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?
উঃ কুঁজো হওয়া, শিশুদের রিকেট রোগ, দাতের ক্ষয় ইত্যাদি হয়ে থাকে।
১৬। ভিটামিন ‘ই’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?
উঃ গর্ভস্থ সন্তানের মৃত্যু, গর্ভপাত ও গর্ভস্রাব, হৃৎপিণ্ড ও ধমনীর কর্মক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি হয়ে থাকে।
১৭। ভিটামিন ‘কে’ এর অভাবে কোন কোন রোগের সৃষ্টি হয়?
উঃ ভিটামিন কে এর অভাবে জন্ডিস, যকৃতের রোগ ইত্যাদি হয়ে থাকে।
#ধন্যবাদ
#গুছিয়ে টেকনিক এ পড়া মানেই আপনি আরেক জন এর থেকে এগিয়ে পার্থক্য এটুকুই।

No comments:

Post a Comment