১. আকাশ নীল দেখায় কেন?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।
উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।
২. মুখ্য রং কোন তিনটি?
উত্তর : লাল, নীল, সবুজ।
উত্তর : লাল, নীল, সবুজ।
৩. দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
উত্তর : বেগুনি।
৪. দৃশ্যমান বর্ণালির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
উত্তর : লাল।
উত্তর : লাল।
৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে?
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।
৬. বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী কে?
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি)।
৭. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়?
উত্তর : একই হয়।
উত্তর : একই হয়।
৮. সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর : নাইট্রোজেন।
৯. বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?
উত্তর : বিজ্ঞানী ভোল্ট।
উত্তর : বিজ্ঞানী ভোল্ট।
১০. শুষ্ক কোষে তড়িৎ চালক শক্তি কত?
উত্তর : ১.৫ ভোল্ট।
উত্তর : ১.৫ ভোল্ট।
১১. বৈদ্যুতিক একক কী?
উত্তর : ওয়াট।
উত্তর : ওয়াট।
১২. বৈদ্যুতিক এক ইউনিট সমান?
উত্তর : এক কিলোওয়াট/আওয়ার।
উত্তর : এক কিলোওয়াট/আওয়ার।
১৩. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কী?
উত্তর : ওহম।
উত্তর : ওহম।
১৪. চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?
উত্তর : মেরু বিন্দুতে।
উত্তর : মেরু বিন্দুতে।
১৫. মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?
উত্তর : নিউটন।
উত্তর : নিউটন।
১৬. বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী?
উত্তর : ফোটার চারদিকে বাতাসের সমান চাপ।
উত্তর : ফোটার চারদিকে বাতাসের সমান চাপ।
১৭. কে প্রথম রোবট আবিষ্কার করেন?
উত্তর : উইলিয়াম গে ওয়ালটার।
উত্তর : উইলিয়াম গে ওয়ালটার।
১৮. সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
উত্তর : পরমাণু ফিউশন।
উত্তর : পরমাণু ফিউশন।
১৯. প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?
উত্তর : ৫০টি।
উত্তর : ৫০টি।
২০. উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কী?
উত্তর : ট্যাকমিটার।
উত্তর : ট্যাকমিটার।
২১. নাসাউ কোন দেশের রাজধানী?
উত্তর: বাহামা দ্বীপপুঞ্জ।
উত্তর: বাহামা দ্বীপপুঞ্জ।
২২. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
উত্তর: সনোরা লাইন।
উত্তর: সনোরা লাইন।
২৩. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
উত্তর: ৫১টি দেশ।
উত্তর: ৫১টি দেশ।
২৪. মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?
উত্তর: ৬টি।
উত্তর: ৬টি।
২৫. শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে?
উত্তর: লি ডাক থো।
উত্তর: লি ডাক থো।
২৬. ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেদ্দা।
উত্তর: জেদ্দা।
২৭. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হেনরি ডুনান্ট।
উত্তর: হেনরি ডুনান্ট।
২৮. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: ম্যানিলা।
উত্তর: ম্যানিলা।
২৯. আমেরিকার স্বাধিনতা ঘোষণা করা হয় কোন সালে?
উত্তর: ১৭৭৬ সালে।
উত্তর: ১৭৭৬ সালে।
৩০. ‘হামস’ কোন দেশের সংগঠন?
উত্তর: ফিলিস্তিন।
উত্তর: ফিলিস্তিন।
৩১. ‘অান্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ভিয়েনা।
উত্তর: ভিয়েনা।
৩২. আকুপাংচার হলো….
উ্ত্তর: চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
উ্ত্তর: চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
৩৩. ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
উত্তর: ব্রাসেলস-এ।
উত্তর: ব্রাসেলস-এ।
৩৪. ‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?
উত্তর: ভারতের।
উত্তর: ভারতের।
৩৫. ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি?
উত্তর: হিটলারের।
উত্তর: হিটলারের।
৩৬.বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৪ এপ্রিল ১৯৮৬ সালে।
উত্তর: ১৪ এপ্রিল ১৯৮৬ সালে।
৩৭. কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতেছিল?
উত্তর: ১৯৯৮ সালে।
উত্তর: ১৯৯৮ সালে।
৩৮. একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়?
উত্তর: ১৯৭১ সাল থেকে।
উত্তর: ১৯৭১ সাল থেকে।
৩৯. মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
উত্তর: উত্তর আমেরিকা।
উত্তর: উত্তর আমেরিকা।
৪০. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
উত্তর: তাহমিনা হক ডলি।
উত্তর: তাহমিনা হক ডলি।
৪১. জাপান পার্লহারবার আক্রমন করে কবে?
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১ সালে।
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১ সালে।
৪২. সিরডাপ (CIRDAP)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকা।
উত্তর: ঢাকা।
৪৩. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
উত্তর: নয়াদিল্লীতে।
উত্তর: নয়াদিল্লীতে।
৪৪. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: দক্ষিণ আমেরিকা।
উত্তর: দক্ষিণ আমেরিকা।
৪৫. মঙ্গলগ্রহে প্রেরতি নভোযানটির নাম কী?
উত্তর: ভাইকিং।
উত্তর: ভাইকিং।
৪৬. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে ?
উত্তর: ৮২টি
উত্তর: ৮২টি
৪৭. বাংলাদেশে কোন জাতের ধান সবচেয়ে বেশি আবাদ হয়?
উত্তর: বি আর ২৮
উত্তর: বি আর ২৮
৪৮. বর্তমানে BEPZA’র অধীনে সরকারি আটটি ইপিজেডে কতটি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে ?
উত্তর: ৩৬টি
উত্তর: ৩৬টি
৪৯. বাংলাদেশে কোথায় বাঘ প্রজনন কেন্দ্র চালু হতে যাচ্ছে ?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক (কক্সবাজার)
৫০. বাংলাদেশ কোন দেশে সর্বাধিক পাটজাত পণ্য রপ্তানি করে ?
উত্তর: তুরস্ক
উত্তর: তুরস্ক
৫১. শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিজস্ব ভবন কোথায় ?
উত্তর: আগারগাঁও
উত্তর: আগারগাঁও
৫২. মজু চৌধুরীরহাট নদীবন্দর ঘোষণা হয় কবে ?
উত্তর: ১২ জানুয়ারি ২০১৭
উত্তর: ১২ জানুয়ারি ২০১৭
৫৩. মজু চৌধুরীরহাট নদীবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: লক্ষ্মীপুর সদর
উত্তর: লক্ষ্মীপুর সদর
৫৪. বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
উত্তর: ২৯টি
উত্তর: ২৯টি
৫৫. বাংলাদেশে প্রথম নদীবন্দর ঘোষণা করা হয় কবে?
উত্তর: ৯ সেপ্টেম্বর, ১৯৬০
উত্তর: ৯ সেপ্টেম্বর, ১৯৬০
৫৬. বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: রাজারবাগ, ঢাকা
উত্তর: রাজারবাগ, ঢাকা
৫৭. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?
উত্তর: ফরিদপুর
উত্তর: ফরিদপুর
৫৮. ৯ জানুয়ারী ২০১৭ নিকার-এর ১১তম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেয়া হয়?
উত্তর: লালমাই, কুমিল্লা
উত্তর: লালমাই, কুমিল্লা
৫৯. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত ?
উত্তর: ৪৯১টি
উত্তর: ৪৯১টি
৬০. দেশের ৪৯১তম উপজেলার নাম কি ?
উত্তর: লালমাই (কুমিল্লা)
উত্তর: লালমাই (কুমিল্লা)
৬১. বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত ?
উত্তর: ৩২৭টি
উত্তর: ৩২৭টি
৬২. দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
উত্তর: দোহজারি (চট্টগ্রাম)
উত্তর: দোহজারি (চট্টগ্রাম)
৬৩. চাঁদের বুকে অবতরণকারী র্সবশেষ নভোচারীর নাম কি ?
উত্তর: ইউজিন সারনেন
উত্তর: ইউজিন সারনেন
৬৪. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে?
উত্তর: ডোনাল্ট ট্রাম্প
উত্তর: ডোনাল্ট ট্রাম্প
৬৫. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর: মাইক পেন্স
উত্তর: মাইক পেন্স
৬৬. যুক্তরাষ্ট্রের বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর: বেক্স টিলারসন
উত্তর: বেক্স টিলারসন
৬৭. WTO’র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১১-১৪ ডিসেম্বর ২০১৭
উত্তর: ১১-১৪ ডিসেম্বর ২০১৭
৬৮. মানবদেহের ৭৯তম অঙ্গ কোনটি ?
উত্তর: মেসেনটরি
উত্তর: মেসেনটরি
৬৯. তুলা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: ভারত
উত্তর: ভারত
৭০. পশম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
উত্তর: চীন
৭১. কোকো উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: আইভরি কোস্ট
উত্তর: আইভরি কোস্ট
৭২. চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ব্রাজিল
উত্তর: ব্রাজিল
৭৩. গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
উত্তর: চীন
৭৪. সয়াবিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্রের
উত্তর: যুক্তরাষ্ট্রের
৭৫. সয়াবিন ব্যবহারে শীর্ষ দেশ ?
উত্তর: চীন
উত্তর: চীন
৭৬. ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: যুক্তরাষ্ট্র
উত্তর: যুক্তরাষ্ট্র
৭৭. টেস্টে যে কোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি কত ?
উত্তর: ৩৫০ রানের
উত্তর: ৩৫০ রানের
৭৮. টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস কার ?
উত্তর: সাকিব-আল-হাসান
উত্তর: সাকিব-আল-হাসান
৭৯. টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান কত ?
উত্তর: ২১৭ রান
উত্তর: ২১৭ রান
৮০. বর্ষসেরা ফুটবলার কে ?
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনাল্দো
উত্তর: ক্রিশ্চিয়ানো রোনাল্দো
৮১. বর্ষসেরা নারী ফুটবলার কে ?
উত্তর: কার্লা লয়েড
উত্তর: কার্লা লয়েড
৮২. স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দটি বিভাগ গঠিত হয় কবে ?
উত্তর: ১৯ জানুয়ারি, ২০১৭। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ
উত্তর: ১৯ জানুয়ারি, ২০১৭। জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ
৮৩. জননিরাপত্তা বিভাগ এর ইংরেজি নাম কি ?
উত্তর: Publicc Security Division
উত্তর: Publicc Security Division
৮৪. স্র্বর্ণদীপ কোথায় অবস্থিত?
উত্তর: হাতিয়া, নোয়াখালী।
উত্তর: হাতিয়া, নোয়াখালী।
৮৫. স্বর্ণদ্বীপের অপর নাম কি ছিল ?
উত্তর: জাহাইজ্জার চর।
উত্তর: জাহাইজ্জার চর।
৮৬. দেশের ১১তম শিক্ষা বোর্ড কোনটি ?
উত্তর: ময়মনসিংহ
উত্তর: ময়মনসিংহ
৮৭. দেশের উঠ পাখির ছানা জন্ম নেয় কবে ?
উত্তর: ১৬ জানুয়ারী, ২০১৭। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক
উত্তর: ১৬ জানুয়ারী, ২০১৭। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক
৮৮. বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি ?
উত্তর: বেইপানজিয়াং, চীন।
উত্তর: বেইপানজিয়াং, চীন।
৮৯. Android-এর উদ্ভাবক কে ?
উত্তর: অ্যান্ডি রুবিন (যুক্তরাষ্ট্র)
উত্তর: অ্যান্ডি রুবিন (যুক্তরাষ্ট্র)
৯০. শীর্ষ দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি ?
উত্তর: সোমালিয়া (স্কোর ৯০)
উত্তর: সোমালিয়া (স্কোর ৯০)
৯১. কম দৃর্নীতিগ্রস্থ দেশ কোনটি ?
উত্তর: ডেনমার্ক ও নিউজিল্যান্ড (স্কোর ৯০)
উত্তর: ডেনমার্ক ও নিউজিল্যান্ড (স্কোর ৯০)
৯২. কয়লা উৎপাদনে শীর্ষ দেশ?
উত্তর: চীন
উত্তর: চীন
৯৩. স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: চীন
উত্তর: চীন
৯৪. প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ও ব্যবহারে শীর্ষ দেশ ?
উত্তর: যুক্তরাষ্ট্র
উত্তর: যুক্তরাষ্ট্র
৯৫. ডট বাংলা (.bangla) ডোমেইন উদ্বোধন হয় কবে ?
উত্তর: ৩১ ডিসেম্বর, ২০১৭।
উত্তর: ৩১ ডিসেম্বর, ২০১৭।
No comments:
Post a Comment