৪০তম বিসিএসের জন্য অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু প্রশ্ন

০১. সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার শিকার হন তুরস্কের ইস্তান্বুলে।
০২. রোহিঙ্গাদের উপর নির্মিত "A pair of sandal" চলচ্চিত্রটির নির্মাতা জসীম অাহমদ।
০৩. চিলির সান্টিয়াগোতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য ১১টি দেশ নতুন করে "Comprehensive & Progressive Agreement for Trans-Pacific Partnership" (পূর্বে ছিল TPP, বর্তমানে CPTPP) চুক্তিটি স্বাক্ষর করেন ৮ মার্চ, ২০১৮।
০৪. স্যাটেলাইট .......বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫৭তম
০৬. বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল - সুসানে গীতি
০৭. টেস্টে ২য় বারের মতো ডাবল সেঞ্চুরি করেন উইকেটরকিপার ও ব্যাটসম্যান - মুশফিকুর রহিম (সর্বোচ্চ রান 219 দলের পক্ষে)
০৮. সম্প্রতি নতুন কোন উদ্ভিদের জিনোম আবিষ্কার করা হয়েছে - ধইঞ্চা (বিজেঅারঅাই কর্তৃক)
০৯. টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে সবচেয়ে কম বয়সে এক ইনিংসে ৫ উইকেট নেন - নাইম হাসান
১০. এ পি জে অাবুল কালাম অাজাদের লেখা সর্বশেষ বই - Advantage India : From Challenge to Opportunity.
১১. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য 'স্ট্যাচু অব ইউনিটি' (৩১ শে অক্টোবর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী)।
১২. ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করা নাদিয়া মুরাদ ইরাকের ইয়াজিদি কুর্দি মানবাধিকার কর্মী।
১৩. "চাবাহার" ইরানের একটি সমুদ্রবন্দর। গোয়াদার পাকিস্তানের সমুদ্রবন
১৪. বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে অাফ্রিকার শিং নামে পরিচিত "জিবুতিতে"।
১৫. অান্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) পঞ্চম রিজার্ভ মুদ্রা হিসেবে মর্যাদা লাভ করে চীনের মুদ্রা ইউয়ান।
১৬. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টি।
১৭. সম্প্রতি আলোচিত ইভিএম (EVM) পদ্ধতি প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে ২০০৭ সালে ঢাকার
অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদের
নির্বাচনে এ পদ্ধতি প্রথম ব্যবহার করা হয়।
আইনগতভাবে আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া,
ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জাপান,
কাজাখস্তান, পেরু, সংযুক্ত আরব আমিরাত,
ভেনিজুয়েলায় চালু রয়েছে ইভিএম প্রযুক্তির
মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি। পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (Electronic Voting Machine-EVM).
১৮. নতুন জাতীয় পদক হিসেবে ‘মাদার অব হিউম্যানিটি পাঁচটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ প্রদান করবে সরকার।
১৯.বঙ্গবন্ধু স্যাটালাইট সেবা প্রদান শুরু করে-৪ সেপ্টেম্বর ২০১৮
২০. বিবিসির জরিপে সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্রে একমাত্র বাংলা সিনেমা ১৫ নম্বরে স্থান পেয়েছে সত্যাজিৎ রায়ের পথের প্যাঁচালী।
সেটি সহজ করে দিল ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইংরেজি ভাষারর বাইরে পৃথিবীর নানা ভাষার সেরা ১০০ সিনেমার সবার ওপরে আছে জাপানি চলচ্চিত্রকার 'আকিরা কুরোসাওয়ার' চলচ্চিত্র সেভেন সামুরাই। তিন বছর ধরে চলচ্চিত্রের এই তালিকা তৈরি করছে বিবিসির সংস্কৃতি বিভাগ। এর আগে করেছে ‘গ্রেটেস্ট আমেরিকান ফিল্মস’, ‘দ্য বেস্ট ফিল্মস অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ ও ‘গ্রেটেস্ট কমেডিস এভার মেড’। এবার তালিকা করল ‘১০০ গ্রেটেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মস’ (সর্বকালের সেরা ১০০ বিদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র)।
২১. Brexit কার্যকর হবে লিসবন চুক্তির অার্টিকেল ৫০ অনুসারে ২৯ মার্চ, ২০১৯।
২২. পারমাণবিক সমঝোতার লক্ষ্যে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের হোটেল দ্যা ক্যাপেলোতে।
২৩. অঙ্গীকার অনুসারে উত্তর কোরিয়া তাদের একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র 'পুঙ্গেরি' ধ্বংস করে ২৪মে ২০১৮।
২৪. যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয় ১৯ জুন ২০১৮।
২৫. NAFTA এর পরিবর্তিত রূপ (নতুন রূপে) USMCA. এই চুক্তি অনুসারে যদি কোন সদস্য (মোট সদস্য ৩টি) চীনের মতো "বাজার অর্থনীতি নয়" এমন দেশের সাথে মুক্ত বাণিজ্য নীতিতে পৌঁছায়, তাহলে পক্ষভুক্ত অন্য দু'দেশ এ ত্রিপক্ষীয় চুক্তিটি বাতিল করে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে রূপান্তর করতে পারবে।
২৬. বিশ্বের কার্বনমুক্ত প্রথম দেশ ভুটান।
২৭. ১ম বিশ্বযুদ্ধের ১০০ বছর ফুর্তি হয় ২০১৮ সালের ১১ নভেম্বর।
২৮. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ Memory of the World কর্মসূচির অাওতায় "International Documentary Herritage" হিসেবে UNESCO এর International Advisory Committee এর তৎকালীন প্রধান ইরিনা বোকোভা ঘোষণা দেয় ৩০ অক্টোবর ২০১৭। এর পর UNESCO অানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
২৯. ১৭ অক্টোবর, ২০১৮ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ২০১৮ সালের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ করে। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৮ অনুসারে ~
#বিশ্বের_মোট জনসংখ্যা : ৭৬৩.৩০ কোটি।
#নারী_প্রতি প্রজনন হার : ২.৫০ জন।
#নারী_প্রতি সর্বাধিক প্রজনন হার : নাইজার (৭.১০)
#জনসংখ্যা_বৃদ্ধির হার : ১.২০ শতাংশ।
#জনসংখ্যায়_বাংলাদেশ বিশ্বে : অষ্টম।

No comments:

Post a Comment