৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।
১। ‘‘কাআ তরুবর পাঞ্চ বি ডাল
চঞ্চল চীএ পইঠা কাল ।। ‘’
– পঙক্তিটি কার ?
= লুইপা ।চর্যাপদের ১ম পদ ।
২। চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি ?
= ২৩ এর অর্ধেক , ২৪, ২৫, ৪৮
৩। চর্যার কবিদের মধ্যে কোন কবি সর্বাপেক্ষা প্রাচীন বলে মনে করা হয় ?
= শবরপা ( ড. শহীদুল্লাহর মতে)
৪। ড. শহীদুল্লাহর মতে চর্যার কোন কোন কবি বঙাল দেশের লোক
= ভুসুকুপা ও শবরপা
৫। চর্যাপদের কবিদের মধ্যে কোন কবির কোন পদ পাওয়া যায়নি ?
= তন্ত্রী পা
৬। বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ কোনটি ?
= ১৭৬০-১৮৬০
৭ । চম্পুকাব্য কী ?
=গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে । যেমন:রামাই পণ্ডিতের শূন্যপুরাণ
৮ । ‘নিরঞ্জনের উষ্মা’ কার লেখা ?
= সহদেব চক্রবর্তী
৯ । বাংলা সাহিত্যের কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য হল ‘ স্বাজাত্যবোধ, স্বদেশপ্রেম , ব্যক্তিস্বাধীনতা, নারী স্বাধীনতা ?
= আধুনিক যুগের
১০ । বাংলা সাহিত্যের মধ্যযুগের ১ম কাব্য বড়ু চন্ডীদাস রচিত ‘শ্রীকৃষ্ণকীর্তন ‘ কবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বলভ এর সম্পাদনায় প্রকাশিত হয় ?
= ১৯১৬ ( আবিষ্কার ১৯০৯ )
১১। শ্রীকৃষ্ণকীর্তন কোন শতকের রচিত হয়েছে ?
= পঞ্চদশ শতকে ( ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে)
১২।‘ কানু ছাড়া গীত নাই‘ কোন যুগে সত্য ছিল ?
= মধ্যযুগে
১৩ । ‘শ্রীকৃষ্ণকীর্তন‘ কাব্য কয় খন্ডের ?
= ১৩
১৪। কোন মহাপুরুষ বাংলা সাহিত্যে একটি পঙক্তি না লিখলেও তাঁর নামে একটি যুগের সৃষ্টি হয়েছে ?
= শ্রীচৈতন্যদেব । তাঁর ডাক নাম ‘নিমাই’।
১৫। কড়চা কী ?
= দিনলিপি বা ডায়েরী
১৬ । ‘ধূয়া’ কী ?
= একটানা নির্দিষ্ট স্তরে একটি পদ গান করাকে ধূয়া বলে
১৭ । গৌরচন্দ্রিকা কী ?
= গৌরলীলার পদাবলী
১৮ । বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে ?
= জয়দেব । ‘গীতগোবিন্দম
১৯ । পূ্র্বরাগ কী ?
= মিলনের পূর্বে দর্শন , নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে । শ্রেষ্ঠ পদকর্তা > চন্ডীদাস
২০ । অভিসার কী ?
= প্রেমিক বা প্রেমিকা গোপনে কোনো একটি স্থানে পরস্পরের সাথে মিলিত হবার যাত্রা । বৈষ্ণব পদাবলীতে ৮প্রকার অভিসারের উল্লেখ রয়েছে ।
২১। বিপ্রলম্ভ শৃঙ্গার কী ?
= রাধা কৃষ্ণের সাময়িক বিচ্ছেদ বা বিরহ ।
২২। মাথুর কী ?
= চির বিরহ আর্তিমূলক পদাবলী
২৩। ভণিতা কী ?
= প্রাচীন কাবে কবিতার শেষে কবিরা নিজের নাম যোজনা করে যে আত্মপরিচয় দিতেন সেটিই ভণিতা
২৪। খণ্ডিতা কী ?
= নায়িকা সাজসাজ্জা করে সারারাত কুঞ্জবনে নায়কের জন্য প্রতীক্ষারত । নায়ক প্রতিনায়িকার সান্নিধ্যে নিশিযাপন করে প্রভাতে নায়িকার নিকট আগমন করলে নায়িকা অত্যন্ত কুপিতা হন । এই অবস্থাকে বলা হয় ‘খণ্ডিতা
২৫ । মঙ্গলকাব্যের প্রধান শাখা কয়টি ?
= ৩টি । মনসামঙ্গল , চন্ডীমঙ্গল , অন্নদামঙ্গল
২৬ । সুকবি বল্লভ কার উপাধি ?
= কবি নারায়ন দেবের
২৭ । একটি মঙ্গলকাব্যে সাধারণত কতটি অংশ থাকে ?
= ৫টি
২৮ । মঙ্গলকাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায় ?
= ৬২ জন ।
২৯ । চন্ডীমঙ্গলকাব্যের কোন কবিকে ‘স্বভাবকবি’ বলা হয় ?
= দ্বিজমাধবকে
৩০ । বাইশা কী ?
= বাইশজন কবি রচিত মনসামঙ্গলের বিভিন্ন অংশের সংকলন ।
৩১। চৌতিশা কী ?
= বিপন্ন নায়ক -নায়িকা চৌত্রিশ অক্ষরে ইস্টদেবতার যে স্তব রচনা করে
৩২। বারোমাসী বা বারোমাস্যা কী ?
= প্রাচীন বাংলা সাহিত্যের লৌকিক কাহিনি বর্ণনায় নায়ক- নায়িকার বারো মাসের সুখ -দুঃখের বিবরণ ।
৩৩ ।মনসামঙ্গলের অন্য নাম কী ?
= পদ্মপূরাণ
৩৪ । মনসামঙ্গলের আদি কবি কে ?
= কানা হারিদত্ত
৩৫। চন্ডীমঙ্গলের আদি কবি কে ?
= মানিক দত্ত ( শ্রেষ্ঠ কবি > মুকুন্দরাম চক্রবর্তী )
৩৬। অন্নদামঙ্গলের প্রধান কবি কে ?
= ভারতচন্দ্র রায় গুণাকর । ( মধ্যযুগের শেষ ও শ্রেষ্ঠ কবি )
৩৭ । ধর্মমঙ্গলের আদি কবি কে ?
= ময়ুর ভট্ট ( শ্রেষ্ঠকবি > ঘনরাম চক্রবর্তী )
৩৭ । মনসামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্রগুলো হল
= চাঁদ সওদাগর , বেহুলা, লখিন্দর ।
৩৮ । চন্ডীমঙ্গলের উল্লেখযোগ্য চরিত্রগুলো হল
= কালকেতু , ফুল্লরা , ধনপতি , ভাঁড়ুদ্ত্ত , মুরারী শীল
৩৯ । অন্নদামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্রগুলো হল
= মানসিংহ , ভবানন্দ , বিদ্যাসুন্দর , মালিনী
৪০ । মনসামঙ্গলের উপখ্যান ছিল
= ২টি
৪১ । অন্নদামঙ্গল কাব্য কত খণ্ডে বিভক্ত?
= ৩ ।
৪২। ধর্মমঙ্গলের কাহিনী কয়টি ?
= ২টি । লাউসেনের গল্প ও রাজা হরিশচন্দ্রের গল্প ।
৪৩। কালিকামঙ্গল কী ?
= দেবী কালীর মাহাত্ম্য বর্ণনামূলক গ্রন্থ ( আদি কবি > কবি কঙ্ক )
৪৪ । বিদ্যাসুন্দর কাব্য কী ?
= পুরুষ বিদ্যা খোঁজে আর নারী প্রত্যাশা করে সুন্দর পতি – এই কাহিনির উপর ভিত্তিকে রচিত কাব্য ।
৪৫। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ ও শেষ কবি ভারতচন্দ্র কে রায়গুণাকর উপাধি দেয় কে ?
= মহারাজ কৃষ্ণচন্দ্র ( গোপাল ভাঁড়ে রাজা’)
৪৬। অন্নদা মঙ্গলকাব্যে ভারতচন্দ্র রায়গুণাকরের কিছু বিখ্যাত উক্তি
১। আমার সন্তান যেন থাকে দুধেভাতে ( ইশ্বরীপাটনির মুখ দিয়ে বলানো হয় )
২। জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী
৩। নগর পুড়িলে দেবালয় কি এড়ায় ?
৪। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন
৫। বড়র পীরিত বালির বাঁধ
ক্ষণে হাতে খড়ি , ক্ষণেক চাঁদ
No comments:
Post a Comment