সাধারন জ্ঞান বাংলাদেশ মুক্তিযুদ্ধ

সাধারন জ্ঞান বাংলাদেশ মুক্তিযুদ্ধ
১। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় দিয়েছিলেন?
= ইংরেজীতে
২।বঙ্গবন্ধু কিসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দেন ?
= ওয়্যারলেস
৩।বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সকল স্থানে প্রচার করা হয় কিসের মাধ্যমে?
=ট্রান্সমিটার, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টারের মাধ্যমে
৪।বাংলাদেশ ছাত্রলীগ কবে প্রতিষ্ঠিত হয়?
= ১৯৪৮ সালের ৪ ঠা জানুয়ারী
৫।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী কর্তৃক বাংলাদেশের কত লক্ষ নারী ধর্ষিত হয়?
=৩ লক্ষ
৬।বঙ্গবন্ধুর সফল পররাষ্ট্র নীতির কারণে স্বল্প সময়ের মধ্যে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়?
= ১৪০টি( সূত্র:৯-১০ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ) । ১৩০টি (সূত্র:৯-১০ শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা)
৭।স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন পায়?
= ৩০৬টি।
৮।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিল
=১ কোটি বাঙালি
৯।মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লোকসংখ্যা ছিল কত ?
=সাড়ে ৭ কোটি।
১০।২০১৭ সালের বৈশ্বিক মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ কোনটি?
= নরওয়ে । সর্বনিম্ন : ইয়েমেন। বাংলাদেশ ১৩৯তম
১১।চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির কত শতাংশ হয় আনা নেয়া করা হয় ?
= ৯৩% । আপডেট তথ্য এটি ।
১২।অভ্যন্তরীন নৌ পথে দেশের মোট বাণিজ্যিক মালামালের আনা নেয়া হয় শতকরা কত ভাগ?
=৭৫%
১৩। বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে?
=১৯৭২ সালে
১৪।চিরহরিৎ বনকে বলা হয় –
=চির সবুজ বন
১৫।স্রোতজ বা গরান বনভূমি প্রধানত জন্মে কোথায়?
= সুন্দরবনে।পরিমাণ – ৪,১৯২বর্গ কি.মি
১৬।ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ কোনটি?
=শাল
১৭।একটি দেশের শিক্ষা খাতে মোট জাতীয় আয়ের (জিডিপি) কত শতাংশ বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডে আদর্শ হিসেবে বিবেচিত?
== ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ । বাংলাদেশে জাতীয় আয়ের ২ শতাংশের একটু বেশি।
১৮। ১৯৭২ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল ?
= ৭২%
১৯।ভিশন -২০২১ কবে থেকে যাত্রা শুরু করে ?
= ২০১০
২০।জাতীয় শিশু নীতি-২০১১ অনুযায়ী বাংলাদেশে শিশু বয়স কত?
= ১৮ বছরের কম বয়সী সকল ব্যক্তিই শিশু।

No comments:

Post a Comment