◾সংসদ সদস্যদের মাসিক ভাতা ৫৫,০০০ টাকা
◾নির্বাচনী এলাকার ভাতা প্রতিমাসে ১২,৫০০ টাকা
◾সম্মানী ভাতা প্রতিমাসে ৫,০০০ টাকা
◾শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা
◾মাসিক পরিবহন ভাতা ৭০,০০০ টাকা
◾নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতিমাসে ১৫,০০০ টাকা
◾প্রতিমাসে লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা
◾মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ৬,০০০ টাকা
◾দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ ১২০,০০০ টাকা
◾স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক পাঁচ লাখ টাকা
◾বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতিমাসে ৭,৮০০ টাকা
◾সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল আছে।
এছাড়া ২০১৫ -২০১৯ সাল পর্যন্ত একজন সংসদ সদস্য প্রতিবছর চার কোটি টাকা করে থোক বরাদ্দ পাবেন। এই থোক বরাদ্দের পরিমাণ আগে ছিল দুই কোটি টাকা।
No comments:
Post a Comment