চূড়ান্ত প্রশ্নসমূহ আফ্রিকা মহাদেশ থেকে

∆∆চূড়ান্ত প্রশ্নসমূহ আফ্রিকা মহাদেশ থেকে। আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন∆∆
’Dead Heart of Africa’ বলা হয় ’শাদ’ কে।
’বাংলাদেশ স্কয়ার’ অবস্থিত লাইবেরিয়া।
লাইবেরিয়াকে আফ্রিকার মুক্তভূমি বলা হয়।
নাইজেরিয়ার গৃহযুদ্ধের সময়কাল 1967-1970
'মাও মাও' বিদ্রোহী গোষ্ঠির সাথে জড়িত কেনিয়া।
’City of flowering trees’ বলা হয় হারারে শহরকে।
হারারের পূর্ব নাম সলসবেরি।
জিম্বাবুয়েতে Million টাকার নোট প্রচলন আছে।
ঘানার প্রধান জনগোষ্ঠীর নাম আকান।
আইভরি কোস্টের জাতিসংঘের নাম United Nations Operation in Cote d'Ivore.
মিশর সোমালিয়া দখল করে 1875 সালে ।
উগান্ডাকে 'Pearl of Africa' বলেছিলেন উইনস্টন চার্চিল(যুক্তরাজ্য)।
রোবেন দ্বীপে বন্দি থাকা বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রিজন নম্বর 46664.
দক্ষিন আফ্রিকার 'মাদার অব দ্য নেশন' বলা হয় উইনি ম্যান্ডেলাকে।
দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনে ছিল 342 বছর ।
♪দক্ষিণ সুদানের ভৌগলিক উপনাম পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি।
♪দাহোমি হল বেনিনের পূর্ব নাম।
♪ক্লিওপেট্রা মিশরের রাণী ছিল ।
♪ইসরাইলকে স্বীকৃতদানকারী প্রথম আরব দেশ মিশর।
♪বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষ দেশ মিশর।
ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদার হুড এর রাজনৈতিক দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি।
'তাহরির স্কোয়ার' অবস্থিত কায়রো, মিশর।
আফ্রিকা ও আরব বিশ্বের দীঘ মেয়াদের শাসক গাদ্দাফি (42 বছর) লিবিয়া।
'গ্রিন বুক' গ্রন্থের লেখক কর্ণেল মুয়াম্মার গাদ্দাফি।
শহীদ স্কয়ার অবস্থিত ত্রিপোলি,লিবিয়া।
§আরব বসন্তের সূতিকাগার তিউনিশিয়া।
§তিউনিশিয়ায় জুঁই বিপ্লব ঘটে 14 জানুয়ারী,2011.
§সাহারা মরুভূমি অবস্থিত আফ্রিকায়।
§আফ্রিকার বৃহত্তম দ্বীপ মাদাগাস্কার।
§আয়তনে বড় দেশ আলজেরিয়া।
√পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানা বলা হয় আফ্রিকা মহাদেশকে।
√পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ।
√প্রাচীনকালে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত আফ্রিকা কে ।
'যে নিজের মন কে নিয়ন্ত্রন করতে পারবে সে অবশ্যই সফল হতে পারবে।'
ডেল কার্ণেগী

No comments:

Post a Comment