৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি - যে কোন পরীক্ষার জন্য সংখ্যা ৫ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি 
যে কোন পরীক্ষার জন্য সংখ্যা ৫ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন :
.
১. বাক্য কত প্রকার.?
→ ৫ প্রকার।
২. পদ কত প্রকার.?
→ ৫ প্রকার।
৩. বাংলা উপভাষা কত প্রকার.?
→ ৫ প্রকার।
৪. ই-বুক কে কয়টি ভাগে ভাগ করা যায়.?
→ ৫ ভাগে।
৫. পৃথিবীততে মহাসাগর কয়টি.?
→ ৫ টি।
৬. বর্তমানে দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?
→ ৫টি।
৭. ইসলাম ধর্মে কয়টি স্তম্ভ আছে ?
→ ৫ টি।
৮. সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে.?
→ ৫ টি।
৯. বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে.?
→ ৫ টি।
১০. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি.?
→ ৫টি।
১১. নজরুল কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন.?
→ ৫ বার।
১২. অভিবাসী হওয়ার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ কত তম?
→ ৫ম।
১৩. দেশে সরকারি সিমেন্ট কারখানা কয়টি?
→ ৫ টি।
১৪. দেশে কয়লা ক্ষেত্র কয়টি.?
→ ৫ টি।
১৫. বিশ্ব পরিবেশ দিবস কখন.?
→ ৫ জুন।
১৬. আন্তর্জাতিক শান্তি দিবস কখন.?
→ ৫ সেপ্টেম্বর।
১৭. একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
→ ৫ টি।
১৮. স্থানীয় সরকারের মোট স্তর কতটি.?
→ ৫টি।
১৯. ঢাকা বাংলার রাজধানী হয় কতবার.?
→ ৫বার।
২০. বিশ্ব শিক্ষক দিবস কখন?
→ ৫ অক্টোবর।
২১. অলিম্পিক গেমসের প্রতিকে কয়টি বৃত্ত আছে?
→ ৫ টি।
২২. বাংলাদেশে কতটি মোবাইল ফোন কোম্পানি আছে.?
→ ৫টি।
২৩. নেপালের বিভাগ কয়টি?
→ ৫ টি।
২৪. কর্মধারয় সমাস প্রধানত কত প্রকার?
→ ৫ প্রকার।
২৫. ক্রোমাটিন কত প্রকার?
→ ৫ প্রকার।
২৬. আমাজন নদী কয়টি দেশ দিয়ে প্রবাহিত হয় ?
→ ৫ টি দেশ।
২৭. সিঙ্গাপুরের জাতীয় পতাকায় কয়টি তারা আছে.?
→ ৫ টি।
২৮. প্রথম নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছিল কয়টি বিভাগে.?
→ ৫ টি।
২৯. আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার কয়টি শাখা রয়েছে.?
→ ৫ টি।
৩০. রাজা বলির পুত্র ছিল কয় জন?
→ ৫ জন।
৩১. তুর্কমেনিস্তানের জাতীয় পতাকায় কয়টি তারা আছে.?
→ ৫ টি।
৩২. সাতক্ষিরা জেলার শ্যামনগর উপজেলার
পঞ্চবেণী কয়টি নদী মিলিত হয়েছে.?
→ ৫ টি।
৩৩. বর্তমানে চীনে কয়টি স্বায়ত্তশাসিত অঞ্চল আছে.?
→ ৫ টি।
৩৪. উৎস অনুসারে শব্দ কত প্রকার.?
→ ৫ প্রকার।
৩৫. কম্পিউটারের অংশ কয়টি?
→ ৫ টি।
৩৬. এক লিটার পানিতে অক্সিজেন থাকা প্রয়োজন কত মিলিগ্রাম.?
→ ৫ মিলিগ্রাম।
৩৭. পানির PH মান কত থেকে কম হলে মাছে ডিম নষ্ট হয়ে যায়.?
→ ৫ এর কম।
৩৮. নালজুরি নদীটির দৈর্ঘ্য কত কিলোমিটার.?
→ ৫ কিলোমিটার।
৩৯. বোরন পারমানবিক সংখ্যা কত.?
→ ৫
৪০. প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছে কত জন.?
→ ৫ জন।
৪১. বিসিএস পরীক্ষার ধাপ কয়টি.?
৫ টি।
৪২. বাংলার প্রেসিডেন্সির কয়টি প্রদেশ ছিল.?
৫ টি।

No comments:

Post a Comment