পাখি নিয়ে কিছু গুরুত্বপুর্ণ তথ্য

পাখি নিয়ে কিছু গুরুত্বপুর্ণ তথ্য
………………………………………………
১। বিশ্বের সবচেয়ে বড় শিকারি পাখি কোনটি?
উঃ ক্যানডোর।
২। বিশ্বের সর্ববৃহৎ পাখি কোনটি?
উঃ উট পাখি।
৩। সবেচেয় দ্রুততম পাখি কোনটি?
উঃ সুইফট বার্ড।
৪। সবচেয়ে ছোট পাখি কোনটি?
উঃ হামিং বার্ড।
৫। কোন পাখি বেশিক্ষণ উড়তে পারে?
উঃ পায়রা।
৬। স্কেভেনজিং পাখি বলা হয় কাকে?
উঃ কাক ও শকুন।
৭। কোন পাখি পাথর ও লোহার টুকরা খায়?
উঃ অস্ট্রিচ পাখি।
৮। কোন পাখি পেছন দিকে উড়তে পারে?
উঃ হামিং বার্ড।
৯। যে পাখি বাসা তৈরি করে না?
উঃ কোকিল।
১০। কোন পাখি আকাশে ডিম পারে এবং মাটিতে
পড়ার আগে উড়তে পারে?
উঃ হোমা পাখি।
.
১. প্রশ্ন : রূপান্তরিত মূল কোনটি?
উত্তর : মিষ্টি আলু।
২. প্রশ্ন : পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
উত্তর : ঈস্ট।
৩. প্রশ্ন : বাংলাদেশের জাতীয় ফল কী?
উত্তর : কাঁঠাল।
৪. প্রশ্ন : বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
উত্তর : পানি-তাপ-বায়ু।
৫. প্রশ্ন : পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
উত্তর : জবা।
৬. প্রশ্ন : ব্যাঙের ছাতা এক ধরনের-
উত্তর : ছত্রাক জাতীয় উদ্ভিদ।
৭. প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস-
উত্তর : বাঁশ।
৮. প্রশ্ন : সয়াবিন কি জাতীয় শস্য?
উত্তর : তেল জাতীয়।
৯. প্রশ্ন : পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
উত্তর : তিন প্রকার।
১০. প্রশ্ন : কোনটি অপুষ্পক উদ্ভিদ?
উত্তর : ব্যাঙের ছাতা।
১১. প্রশ্ন : মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে উদ্ভিদ কেমন দেখায়?
উত্তর : পাতা হলুদ দেখায়।
১২. প্রশ্ন : কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
উত্তর : ফসফরাস।
১৩. প্রশ্ন : কীসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
উত্তর : সালফার।
১৪. প্রশ্ন : ক্লোরোফিলের মধ্য কোন ধাতব আয়ন আছে?
উত্তর : ম্যাগনেসিয়াম।
১৫. প্রশ্ন : গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?
উত্তর : অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য।
১৬. প্রশ্ন : পাতা পীতবর্ণ ধারণ করে কীসের অভাবে?
উত্তর : নাইট্রোজেনের।
১৭. প্রশ্ন : ক্লোরোফিল অণুর উপাদান কী?
উত্তর : ম্যাগনেসিয়াম।
১৮. প্রশ্ন : গাছের খাদ্যতালিকায় আছে-
উত্তর : N, P, K, S & Zn.
১৯. প্রশ্ন : কীসের অভাবে একটি পাতা ফ্যাকাশে রঙের হতে পারে?
উত্তর : ম্যাগনেসিয়াম এবং লৌহ।
২০. প্রশ্ন : উদ্ভিদ কোন মৌলিক উপাদান মাটি থেকে বেশি পরিমাণে গ্রহণ করে?
উত্তর : নাইট্রোজেন।
.
প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তরঃ টমাস আলবা এডিসন, আবিষ্কারের সাল-১৮৭৯ ইং, আবিষ্কারকের জন্ম- ১৮৩৭ ইং, আবিষ্কারকের মৃত্যু-১৯৩১ইং।
প্রশ্নঃ ঘাস কাটার যন্ত্রের নাম কি?
উত্তরঃ লন মেয়ার।
প্রশ্নঃ সাইকোলজি (Psychology) কি?
উত্তরঃ মনোবিদ্যা।
প্রশ্নঃ বোটানি (Botany) কি?
উত্তরঃ উদ্ভিদ বিদ্যা।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তরঃ তিহানে-১।
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি?
উত্তরঃ লাইব্রেরি অফ কংগ্রেস।
প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি?
উত্তরঃ নীল তিমি।
প্রশ্নঃ পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২১ শে জুন।
প্রশ্নঃ পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।
প্রশ্নঃ সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তরঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।
প্রশ্নঃ বিশ্বের উল্লেখ্য যোগ্য ট্যাবলেট কম্পিউটারের নাম কি কি?
উত্তরঃ ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।
প্রশ্নঃ অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।
প্রশ্নঃ ঘূর্ণিঝড় "আইলা"র অর্থ কি?
উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরণের প্রানী।
প্রশ্নঃ ক্যাসেট আবিষ্কার করেন কে?(অডিও)
উত্তরঃ ফিলিপস কোম্পানী, আবিষ্কারের সাল-১৯৬৩।
প্রশ্নঃ ক্যাসেট আবিষ্কার করেন কে?(বিডিও)
উত্তরঃ সনি কোমাপানী, আবিষ্কারের সাল-১৯৬৩।
প্রশ্নঃ দোলক ঘড়ি আবিষ্কার করেন কে?
উত্তরঃ সি.হাইজেন্স, আবিষ্কারের সাল- ১৬৫৭ ইং, আবিষ্কারকের জন্ম- ১৬২৯ ইং, আবিষ্কারকের মৃত্যু- ১৬৯৫ ইং।
প্রশ্নঃ ভারী পানির সংকেত কি?
উত্তরঃ D2O
প্রশ্নঃ আমরা যে চক দিয়ে লিখি তা কিসের তৈরী?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) চুনাপাথর।
প্রশ্নঃ চুনের পানি বা চুনের সংকেত কি?
উত্তরঃ Ca(OH)
প্রশ্নঃ কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়?
উত্তরঃ ব্রেইন
প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস কি?
উত্তরঃ বাঁশ
প্রশ্নঃ একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
উত্তরঃ পাঁচটি
প্রশ্নঃ একটি রানী মৌমাছি কত বার ডিম পাড়ে?
উত্তরঃ ১০০০ বার।

No comments:

Post a Comment