বাংলাদেশের সবচেয়ে প্রাচীনবিহার কোনটি?

★ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনবিহার কোনটি?
শালবন বিহার/সীতাকোট বিহার
উত্তরঃসীতাকোট বিহার । কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার । এটি নির্মাণ করেন দেবরাজা ভবদেব । অষ্টম শতকের আশির দশকে এর নির্মাণ কাজ শুরু হয় আর নির্মাণ কাজের শেষ হয় অষ্টম শতকের শেষের দিকে । এর পূর্বনাম ছিল ভবদেব বিহার । দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাতে সীতাকোট বিহার অবস্থিত । কারো মতে এটি পঞ্চম শতকে কারো মতে ষষ্ঠ শতকে তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে এটি সপ্তম শতকে নির্মিত হয় । নির্মাণকাল নিয়ে মতামতের ভিন্নতা সত্ত্বেও এটিই যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার এ নিয়ে কিন্তু কোন মত পার্থক্য নেই ।

1 comment:

  1. আবাল, উপরে লিখে সীতাকোট, নিচে লিখছে শালবন। তাহলে ঠিক কোনটা

    ReplyDelete