৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি 
১। মুনীর চৌধুরীর কিছু অনুবাদ 
ক . মুখরা রমনী বশীকরণ - উইলিয়াম শেক্সপিয়ারের 'The Taming of The Srew " এর অনুবাদ
খ. কেউ কিছু বলতে পারে না, জর্জ বার্নাড শ এর লেখাYou never can tell " এর অনুবাদ 
গ. রুপার কৌটা - গলস ওয়ার্দির " The Silver Box এর অনুবাদ
২।কাজী নজরুল ইসলাম রচিত বাংলাদেশের রণসংগীত কত লাইন বাজানো হয়?
= ২১ লাইন
৩। "মরিতে চাইনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই"- পঙক্তিটি কার ?
--রবীন্দ্রনাথের। কড়ি ও কমল,
৪।মঙ্গলকাব্য রচনার মূল কারণ
= স্বপ্নে দেবী কতৃক আদেশ লাভ
৫। মধুর চেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি । - পঙক্তিটি কার ?
= সতেন্দ্রনাথ দত্ত
৬।দ্বিতীয় বিশ্বযুদ্ধ , মন্বন্তর , পাকিস্তান আন্দোলন , সাম্প্রদায়িক দাঙ্গা ও পাকিস্তানের প্রতিষ্ঠার বিষয়বস্তু কোন গ্রন্থের ?
= সংশপ্তক
৭। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি - রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ?
= শেষ লেখা
৮। জয়গুন, হাসু কোন উপন্যাসের চরিত্র ?
= সূর্যদীঘল বাড়ি
৯।বাংলাদেশের প্রথম প্রথম নিরীক্ষামূলক নাটক কোনটি ?
= নেমেসিস( নুরুল মোমেন )
১০।বাংলা মঙ্গলকাব্য ধারার ও সর্বোপরি মধ্যযুগের সর্বশেষ কবি কে ?
= ভারতচন্দ্র রায়গুনাকর

No comments:

Post a Comment