বঙ্গবন্ধু সম্পর্কিত ৪০টি প্রশ্ন + মুক্তিযুদ্ধ সম্পর্কিত ৬১ টি প্রশ্ন Important for BCS

বঙ্গবন্ধু সম্পর্কিত ৪০টি প্রশ্ন + মুক্তিযুদ্ধ
সম্পর্কিত ৬১ টি প্রশ্ন
Important for BCS
(১) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির
লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত
সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
(৩) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন
স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা
প্রাথমিক বিদ্যালয়ে।
৪) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন
স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে,
১৯৪২ সালে।
(৫) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া
কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর
কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(৬) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে
রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত
নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের
সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(৭) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ
সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(৮) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে,
কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া
কলেজ থেকে।
(৯) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন
বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(১০) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির
কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ
করায় তাঁকে বহিস্কার করা হয়।
(১১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ
করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল
কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা
করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(১২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ
করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(১৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র
ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু
কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(১৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন
আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ
মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট
মন্ত্রীসভায়।
(১৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে
সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়।
দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(১৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে
ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(১৮) আওয়ামী লীগের কাউন্সিল
অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে
কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(২০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা
রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(২১) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’
হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী
ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী
ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং
আসামী।
(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে
দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব
ও অন্যান্য।
(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’
উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’
উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি
তোফায়েল আহমেদ।
(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’
নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায়
দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা
এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি
চিতি।
(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য
কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা
দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত
অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের
স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই
পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে
গ্রেপ্তার করে।
(৩২) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত
অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ
ছিল রাষ্ট্রপতি।
(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার
থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(৩৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে
ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে
পরিচিত।
(৩৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত
তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(৩৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা
ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত
তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(৩৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত
তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(৩৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
(৩৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন?
তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ
হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ
জামাল ও শেখ রাসেল
(৪০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
.
.
উক্তি:

টপিকস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
বঙ্গবন্ধু টপিকস থেকে কমপক্ষে ২টা প্রশ্ন
থাকবেই ,বেশিও থাকতেপারে । তাই
যেখানেই বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য পান পড়ে
নেন। আমার সংগৃহিত কিছু তথ্য দিলাম।
------------------------------------------------------------
--------------------------------------------
১।"আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে
দেখেছি।“ - ফিদেল ক্যাস্ট্রো।
২।আওয়ামিলীগ নেতা শেখ মুজিবুর
রহমানের মত তেজী এবং গতিশীল নেতা
আগামী বিশ বছরের মধ্যে এশিয়া
মহাদেশে আর পাওয়া যাবে না।---- হেনরি
কিসিঞ্জার।
৩।শেখ মুজিবকে চতুর্দশ লুই য়ের সাথে
তুলনা করা যায়। জনগন তার কাছে
এতপ্রিয় ছিল যে লুই ইয়ের মত তিনি এ
দাবী করতে পারেন আমি ই রাষ্ট্র।
--- পশ্চিম জার্মানী পত্রিকা।
৪।শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই
সেনাবাহিনীর হাতে অথচ তাকে হত্যা
করতে পাকিস্তানীরা সংকোচবোধ
করেছে।
বিবিসি-১৫ আগস্ট ১৯৭৫।
৫।‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন
সমাজতন্ত্র প্রতীষ্ঠার সংগ্রামের প্রথম
শহীদ।তাই তিনি অমর।‘‘ –সাদ্দাম হোসেন।
৬।‘‘শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত
মানুষ হারাল তাদের একজন মহান
নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম
বিশাল হৃদয়ের বন্ধুকে।‘‘
—ফিদেল কাস্ট্রো।
৭।‘‘আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম
কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের
বৈশিষ্ঠ্য‘‘
—ইয়াসির আরাফাত।
৮।‘‘মুজিব হত্যার পর বাঙালীদের আর
বিশ্বাস করা যায় না,যারা মুজিবকে
হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ
করতে পারে।‘‘
--- নোবেল বিজয়ী উইলিবান্ট।
৯।‘‘শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী
জনগনকে অনুপ্রাণিত করেছিলেন।’’
— কেনেথা কাউণ্ডা।
১০।‘‘শেখ মুজিব নিহত হবার খবরে আমি
মর্মাহত। তিনি একজন মহান নেতা
ছিলেন।তার অনন্যসাধারন সাহসিকতা
এশিয়া ও আফ্রিকার জনগনের জন্য
প্রেরণাদায়ক ছিল।’’ –ইন্দিরা গান্ধী।
১১।‘‘বঙ্গবন্ধুর হত্যাকান্ডে বাঙলাদেশই শুধু
এতিম হয় নি বিশ্ববাসী হারিয়েছে
একজন মহান সন্তানকে।’’
– জেমসলামন্ড,ইংলিশ এম পি।
১২।প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য
গার্ডিয়ানের মতে, 'শেখ মুজিব ছিলেন
এক বিস্ময়কর ব্যক্তিত্ব।'
১৩।ফিনান্সিয়াল টাইমস বলেছে, ’’'মুজিব
না থাকলে বাংলাদেশ কখনই জন্ম
নিতনা।'’’
১৪।ভারতীয় বেতার 'আকাশ বানী' ১৯৭৫
সালের ১৬ আগস্ট তাদের সংবাদ
পর্যালোচনা অনুষ্ঠানে বলে, 'যিশুমারা
গেছেন। এখন লক্ষ লক্ষ লোক ক্রস ধারণ
করে তাকে স্মরণ করছে। মূলত একদিন
মুজিবই হবেন যিশুর মতো।
১৫।একই দিনে লন্ডন থেকে প্রকাশিত
ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা
হয়েছে, ’’'বাংলাদেশের লক্ষ লক্ষ লোক
শেখ মুজিবের জঘন্য হত্যাকান্ডকে
অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।’’
১৬।নিউজ উইকে বঙ্গবন্ধুকে আখ্যা দেওয়া
হয়, "’’পয়েট অফ পলিটিক্স বলে"’’।
১৭।বৃটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে
বলেছিলেন, "শেখ মুজিব জর্জ ওয়াশিংটন,
গান্ধী এবং দ্যা ভ্যালেরার থেকেও
মহান নেতা"।
১৮।জাপানী মুক্তি ফুকিউরা আজও
বাঙালি দেখলে বলে বেড়ান,"তুমি
বাংলার লোক? আমি কিন্তু তোমাদের
জয় বাংলা দেখেছি। শেখ মুজিব
দেখেছি। জানো এশিয়ায় তোমাদের
শেখ মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার
জন্ম হবে না বহুকাল।"
২০।মরহুম মজলুম জননেতা মওলানা
ভাসানীও বলেছিলেন, 'টুঙ্গিপাড়ার শেখ
মুজিবের কবর একদিন সমাধিস্থলে
রূপান্তরিত হবে এবং বাঙালির
তীর্থস্থানের মতো রূপলাভ করবে'।
২২।বঙ্গবন্ধুর নিহত হবার সংবাদ শুনে
মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত
এতটাই দুঃখ পেয়েছিলেন যে,তিনি
আক্ষেপ করে বলেছিলেন “তোমরা আমার
ই দেয়া ট্যাং দিয়ে আমার বন্ধু মুজিব কে
হত্যা করেছ! আমি নিজেই নিজেকে
অভিশাপ দিচ্ছি”।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর শোকে পাথর
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার
জন্য জার্মানির একটি এয়ারপোর্ট এ তার
পাসপোর্ট টি ইমিগ্রেশন অফিসার কে
দেখালে সেই অফিসার পাসপোর্ট টি
দেখেই শেখ হাসিনাকে বললেন “ছিঃ
তোমরা বাংলাদেশিরা খুব জঘন্য একটি
জাতি,যেই মানুষটি তোমাদের কে
স্বাধীনতা এনে দিয়েছিলেন তাকেই
তোমরা হত্যা করে ফেললে?”।এর পরের
ঘটনা আরও বেদনাদায়ক,সেই সময়ের পুরো
এয়ারপোর্ট এর মানুষরা দেখল শাড়ি পড়া
এক নারী চিৎকার করে কান্নায় ভেঙ্গে
পড়েছেন।
----------------------------------------------------
----------------------------------------------------
----------------------------------------------------
.
.
মুক্তিযুদ্ধ
====
1. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের
সর্বাধিনায়ক কে ছিলেন?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
2. প্রথম কোথায় বাংলাদেশের পতাকা
উত্তোলন করা হয়?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক
ছাত্রসভায়।
3. প্রথম কবে বাংলাদেশের পতাকা
উত্তোলন করা হয় ?
উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
4. বাংলাদেশের পতাকা কে প্রথম
উত্তোলন করেন?
উঃ আ স ম আব্দুর রব।
5. কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার
পাঠ করা হয়?
উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
6. চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে
স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
উঃ ২৬ মার্চ, ১৯৭১।
7. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে,
কোথায় স্থাপন করা হয়?
উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ,
১৯৭১।
8. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ
গড়ে তোলেন কারা?
উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
9. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ
কবে, কোথায় সংগঠিত হয়?
উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজীপুরে।
10. শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে
পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
11. শেখ মুজিব কত তারিখে
পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ
করেন ?
উঃ পাকিস্থান কারাগার থেকে মুক্তি
লাভ করেন ৮ জানুয়ারি, দেশে ফিরেন ১০
জানুয়ারি।
12. এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি
কার?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।
13. সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন
মন্ত্রিসভা গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
14. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার
কবে গঠিত হয়েছিল?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
15. বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা
করা হয়েছিলকবে?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
16. বাংলাদেশের অস্থায়ী সরকার কবে
শপথ গ্রহন করেছিল?
উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
17. বাংলাদেশের অস্থায়ী সরকারের
সদস্য সংখ্যা কতছিল?
উঃ ৬ জন।
18. বাংলাদেশের অস্থায়ী সরকারের
রাজধানী কোথায় ছিল?
উঃ মেহেরপুর জেলার মুজিব নগরে।
19. মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
20. কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর
রাখেন?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
21. মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন
কে?
উঃ এম, মনসুর আলী।
22. মুজিনগর সরকারের প্রধান মন্ত্রি
ছিলেন কে?
উঃ তাজউদ্দিন আহম্মেদ।
23. মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে
ছিলেন?
উঃ শেখ মুজিবর রহমান।
24. মুজিনগর সরকারের অস্থায়ী
রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
25. মুজিব নগরে নতুন সরকার গঠনের
ঘোষনা পত্র পাঠ করেন?
উঃ অধ্যাপক ইউসুফ আলী।
26. মুজিনগরে সরকারকে প্রথম গার্ড
অনারকে প্রদান করেন?
উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
27. জেনারেল ওসমানী কবে
বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
28. বাংলাদেশের অস্থায়ী সরকারের
প্রথম বিমান বাহিনীর প্রধান কে
ছিলেন?
উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
29. প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক
দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উঃ এম হোসেন আলী।
30. সাইমন ড্রিং কে ছিলেন?
উঃ ১৯৭১ খ্রিস্টাব্দে ঢাকায় কর্মরত
ব্রিটিশ সাংবাদিক।যিনি সর্ব প্রথম
পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে
প্রকাশ করেন।তিনি পরবর্তীতে একুশে
টেলিভিশনের পরিচালক ছিলেন।
31. স্বাধীনতা যুদ্ধের সময় কোন বিদেশী
মিশনে বাংলাদেশের পতাকা প্রথম
উত্তোলন করা হয়?
উঃ কলকতায় (১৮ এপ্রিল)।
32. মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র
বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ
করেছিলেন?
উঃ ১১ টি।
33. কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর
কমান্ডার ছিলনা?
উঃ ১০ নং সেক্টর।
34. স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ
উপাধি লাভ করেন?
উঃ ৭ জন।
35. স্বাধীনতা যুদ্ধে কত জন বীর উত্তম
খেতাব লাভ করেন?
উঃ ৬৮ জন।
36. স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম
উপাধি লাভ করে?
উঃ ১৭৫জন।
37. স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের
জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির
সংখ্যা কত?
উঃ ৪২৬ জন।
38. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট
কতজনখেতাবপ্রাপ্ত হন?
উঃ ৬৭৭ জন।
39. কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার
করা সম্ভব হয়নি?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
40. কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী
কবর নেই?
উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
41. সমপ্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর
পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত
করা হয়েছে?
উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
42. বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর
কোথায় ছিল?
উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান
ঘাটিতে।
43. কোন বীর শ্রেষ্ঠের কবর
বাংলাদেশে নেই?
উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
44. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর
কোথায়?
উঃ ভারতের আমবাসা এলাকায়।
45. দুইজন খেতাবধারী মহিলা
মুক্তিযোদ্ধার নাম কি ?
উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন
বিবি।
46. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন
ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম
কি ছিল?
উঃ মাদার মারিও ভেরেনজি।
47. স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব
প্রাপ্ত একমাত্র বিদেশি কে?
উঃ হোসাইল হেমার ওয়াডার
ওয়াডারল্যান্ড,অষ্ট্রেলিয়া।
48. বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাব
ধারী মুক্তিযোদ্ধা কে?
উঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
49. ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন
করা হয় কবে?
উঃ ২১ নভেম্বর, ১৯৭১ খ্রিস্টাব্দ।
50. ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে
হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১ খ্রিস্টাব্দ।
51. ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের
সেনাধ্যক্ষ কে ছিলেন?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
52. পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন
করেন?
উঃ জেনারেল এ, কে নিয়াজী।
53. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল
কোথায় স্বাক্ষরিত হয়?
উঃ রেসকোর্স ময়দানে।
54. জেনারেল এ, কে নিয়াজী কার নিকট
আত্মসমর্পণ করে?
উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।
55. আত্মসমর্পণ অনুষ্ঠানে
বাংলাদেশেরপক্ষে কে নেতৃত্ব প্রদান
করেন?
উঃ তৎকালীন বিমান বাহিনীর প্রধান
কমোডর একে খন্দকার।
56. জেনারেল নিয়াজী আত্মসমর্পণের
সময় পাকিস্তানের সৈন্য বাহিনীর কত
সংখ্যা ছিল ?
উঃ ৯৩ হাজার।
57. কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে
অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ
করেন?
উঃ আবদুস সাত্তার।
58. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
‘চরমপত্র’ নামক কথিকা কে পাঠ করতেন?
উঃ এম আর আখতার মুকুল।
59. ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষণা
করা হয় কখন?
উঃ ১৯৮০ খ্রিস্টাব্দে।
60. বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ
কে করেন?
উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)
61. বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে
মৃত্যবরণ কে করেন?
উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর,
১৯৭১)
.
.
.
-------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
------------------------------------------
১। বঙ্গবন্ধু উপাধি> ২৩ফেব্রু ১৯৬৯সালে।
তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
২। জাতির জনক> ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর
রব। পল্টন ময়দানে
৩। রাজনীতির কবি(Poet of politics) > ৫
এপ্রিল ১৯৭২ সালে মার্কিন সাময়িকী>
‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর
একটি কভার স্টোরি করে।
৪। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে
মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে
২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায়
স্থান। ১৪এপ্রিল ২০০৮ সর্বকালের
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে
প্রকাশ করা হয়।
৫। পাকিস্তানি কারাগার থেকে
মুক্তি>৮জানু, ১৯৭২।
৬। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি
১৯৭২।
৭।আগরতলা ষড়যন্ত্র মামলা মুক্তি পায় >
২২ ফেব্রু ১৯৬৯।
৮। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির
ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ।>
৫-৬ফেব্রু ১৯৬৬।
৯।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬
এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার
করা হয় ও কারফিউ জারী করা হয়।
১০।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি:
১৯৬৯।
১১। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন
১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম
শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫।
। সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।
১২। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি
হন> ১৯৬৬।
১৩।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী
সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
------------------------------------------------------------
--------------
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার
করে নিজের টাইমলাইনে রাখুন।
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment