Should দিয়ে ৩০টি বাক্য, গ্রামাটিক্যাল রুল ও উদাহরণসহ

Should দিয়ে ৩০টি বাক্য, গ্রামাটিক্যাল রুল ও উদাহরণসহ
✪ Should - হওয়া উচিৎ
Structure: Subject +should be + adjective + ........
1. We should be self-reliant - আমাদের আত্মনির্ভর হওয়া উচিৎ
2. The boy should be smart - ছেলেটির চটপটে হওয়া উচিৎ
3. Everybody should be dutiful - প্রত্যেকের কর্তব্যপরায়ণ হওয়া উচিৎ
4. We should be patient - আমাদের ধৈর্যশীল হওয়া উচিৎ
5. Tomal should be honest - তমালের সৎ হওয়া উচিত
6. We should be meritorious - আমাদের মেধাবী হওয়া উচিৎ
✪ উচিৎ নয়
Structure: Subject +should not + main verb + ........
1. You shouldn’t smoke - তোমার ধুমপান করা উচিৎ নয়
2. We shouldn’t waste time - আমাদের বৃথা সময় নস্ট করা উচিৎ না
3. You shouldn’t buy the shirt - তোমার শার্টটি কেনা উচিৎ না
4. They shouldn’t go there - তাদের সেখানে যাওয়া উচিৎ নয়
5. We shouldn’t make mistake - আমাদের ভুল করা উচিৎ নয়
✪ কোন কিছু থাকা উচিৎ
Structure: Subject +should have + noun + Extention ........
1. You should have minimum courtesy - তোমার নূন্যতম সৌজন্য থাকা উচিৎ
2. We should have sympathy for the weak - দুর্বলের প্রতি আমাদের সহানুভূতি থাকা উচিৎ
3. We should have skill on computer - আমাদের কম্পিউটারে দক্ষতা থাকা উচিত
4. You should have idea about this - তোমার এই সম্পর্কে ধারণা থাকা উচিত
✪ হওয়া উচিৎ নয়
Structure: Subject +should not be + adjective + Extention....
1. The girl should not be imaginative - মেয়েটির কল্পনাপ্রবণ হওয়া উচিৎ নয়
2. You should not be over confident - তোমার অতি অত্মবিশ্বাসী হওয়া উচিৎ নয়
3. We should not be late - আমাদের দেরি করা উচিত নয়
4. He should not be over delighted - তাকে বেশি আনন্দিত হওয়া উচিৎ নয়
✪ Should have (উচিত ছিল)
Structure: Sub + should have + Verb (past participle) + Ext.
Example:
১. আমার কম্পিউটার শেখা উচিত ছিল
I should have learnt Computer
২. তোমার দেশের জন্য কিছু করা উচিৎ ছিল
You should have done something for the country
৩. রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল।
Rana should have stood first.
৪. বাংলাদেশের ম্যাচটিকে জেতা উচিত ছিল।
Bangladesh should have won the match.
৫. তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল।
He should have drunk sufficient water
✪ হওয়া উচিৎ ছিল
Structure: Subject +should have been + adjective + Extention....
1. You should have been educated - তোমার শিক্ষিত হওয়া উচিৎ ছিল
2. They should have been careful for studies - পড়াশোনার প্রতি তাদের যত্নবান হওয়া উচিৎ ছিলো
3. Raju should have been more careful - রাজুর আরোও যত্নবান হওয়া উচিৎ ছিলো
4. You should have been rewarded for your work - আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা উচিত ছিলো
5. It should have been perfect - এটা নিখুঁত হওয়া উচিৎ ছিলো
✪ হওয়া উচিৎ ছিল না
Structure: Subject +should not have been + Extention....
1. You should not have been uneducated - তোমার অশিক্ষিত হওয়া উচিৎ ছিল না
2. We should not have been late - আমাদের দেরী হওয়া উচিৎ ছিলোনা
3. They shouldn’t have been lazy - তাদের অলস হওয়া উচিৎ ছিলো না

No comments:

Post a Comment