কিছু কনফিউশন প্রশ্ন

যুক্তরাজ্যের উচ্চকক্ষে আসন সংখ্যা কত?
Mp3 তে আছে : 736
প্রফেসরস ডাইজেস্টে আছে : 740
Wikipedia তে আছে : 791
সঠিক উত্তর : ৭৯১
/
জেনে নিন সঠিক উত্তর
ক) ঢাকা কতবার রাজধানী হয়? @৫ বার(১৬১০, ১৬৬০,১৯০৫,১৯৪৭,১৯৭২)
খ) ঢাকা কয়বার বাংলার রাজধানী হয়? @৪ বার
গ) ঢাকা কতবার বাংলাদেশের রাজধানী হয়? @১ বার
ঘ) ঢাকা রাজধানীর মর্যাদা হারায় কতবার?@৩ বার (১৬৩৮,১৬৭০,১৯১২)
/
শুচিস্মিতা , সুস্মিতা নিয়ে যাদের কনফিউশন হয় তাদের জন্য
১. যে নারীর হাসি কুটিলতাবর্জিত= শুচিস্মিতা।
২. যে নারীর হাসি সুন্দর= সুস্মিতা
মনে রাখার সহজ উপায় হচ্ছে "সুন্দর "
"সু" আছে সুস্মিতাতে আছে 'সু'
আর ২ নম্বর মনে রাখলে ১ নম্বরটা এমনিতেই হয়ে যাবে
//
কিছু কনফিউশন প্রশ্ন
------------------------------
★ নীল বিদ্রোহের অবসান হয় - ১৮৬২ সালে ( ১৮৬০ সালে নয়)
★ সিল্ক রুটের দেশ - ইরান ( চীন নয়)
★ মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে বেশি - যুক্তরাষ্ট্র ( চীন নয়)
★ সর্বোচ্চ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করে - চীন ( যুক্তরাষ্ট্র নয়)
★সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ - চীন ( যুক্তরাষ্ট্র নয়)
★ মাথাপিছু কার্বন নিঃসরণকারী দেশ - কাতার ( চীন বা যুক্তরাষ্ট্র নয়)

No comments:

Post a Comment