বিদেশী শব্দ সহজে মনে রাখুন

টেকনিক-১.
জাপানি শব্দঃ
ছন্দ>>> জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে।
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে, হারিকেন, রিক্সা, হাসনাহেনা, প্যাগোডা,
সুনামি,সামপান, হারিকিরি )

টেকনিক.২.
ছন্দ>>>গুজরাটি শব্দঃ
গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে।
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।)

টেকনিক-৩.
এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে।
তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।

টেকনিক-৪.
ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না।
ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন, ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা, ক্যাফে, ডিপো

টেকনিক-৫.
ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন
ও টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে।
ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা, তাস, তুরুপ

No comments:

Post a Comment