বিশ্বের চুক্তি-সনদ সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

০১. বিশ্বের প্রথম লিখিত চুক্তি কোনটি?
উত্তর: মদিনা সনদ।
০২. ম্যাগনাকার্টা কী?
উত্তর: ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ।
০৩. ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৫ জুন ১২১৫।
০৪. যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল কোনটি?
উত্তর: ম্যাগনাকার্টা।
০৫. 'Void Contract' বলতে কি বোঝায়?
উত্তর: বাতিল চুক্তি।
০৬. ম্যাসট্রিচট কী?
উত্তর: একটি চুক্তির নাম।
০৭. Extradition Treaty কী?
উত্তর: অপরাধী প্রত্যর্পণ চুক্তি।
০৮. মাল্টি-ফাইবার চুক্তি কী?
উত্তর: দ্বিপাক্ষিক চুক্তি।
০৯. কার্টাগেনা প্রটোকল কী?
উত্তর: জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।
১০. ১৭৮৩ সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ৪টি।
১১. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত?
উত্তর: প্যারিস শান্তি চুক্তি (স্বাক্ষর ৩ সেপ্টেম্বর ১৭৮৩)।
১২. কবে নানকিং চুক্তি (হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা) স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ২৯ আগস্ট ১৮৪২ (কার্যকর ২৬ জুন ১৮৪৩)।
১৩. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত ‘বেলফোর ঘোষণা’ কখন দেয়া হয়েছিল?
উত্তর: ২ নভেম্বর ১৯১৭ সালে।
১৪. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ২৭ আগস্ট ১৯২৮ সালে।
১৫. যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের পরিমার্জিত ও সম্প্রসারিত জেনেভা কনভেনশনসমূহ কি নামে অভিহিত?
উত্তর: চারটি রেডক্রস কনভেনশন নামে।
১৬. গ্যাট (GATT) চুক্তি কখন সম্পাদিত হয়?
উত্তর: ৩০ অক্টোবর ১৯৪৭ (কার্যকর ১ জানুয়ারি ১৯৪৮)।
১৭. জাতিসংঘের মানবাধিকার দলিল কবে পাস হয়?
উত্তর: ১০ ডিসেম্বর ১৯৪৮।
১৮. ওএএস (OAS) সনদ কোথায় এবং কখন গৃহীত হয়?
উত্তর: ১৯৪৮ সালে কলম্বিয়ায়।
১৯. ইতিহাসখ্যাত ‘পঞ্চশীল’ কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৯৫৪ সালে।
২০. ১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?
উত্তর: তাসখন্দ চুক্তি (১০ জানুয়ারি ১৯৬৬ সালে)।
২১. এনপিটি (NPT) চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১ জুলাই ১৯৬৮ সালে।
২২. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কী?
উত্তর: আলজিয়ার্স চুক্তি (১৯৭৫ সালে)।
২৩. হেলসিংকি ঘোষণাপত্র (Helsinki Declaration) কোন সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।
২৪. CSCE (Conference on security and Co-operation in Europe) চুক্তিতে (১৯৭৫) মোট কয়টি দেশ স্বাক্ষর করেছিল?
উত্তর: ৩৫টি।
২৫. সিডও কী?
উত্তর: নারী অধিকারের একটি দলিল।
২৬. UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women (CEDAW) কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮ ডিসেম্বর ১৯৭৯।
২৭. ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু কি ছিল?
উত্তর: পরিবেশ।
২৮. ‘আন্তর্জাতিক শিশু অধিকার’ সনদ কবে গৃহীত হয়?
উত্তর: ২০ নভেম্বর ১৯৮৯।
২৯. অসলো শান্তি চুক্তি কোন সালে সম্পাদিত হয়?
উত্তর: ১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে।
৩০. হেবরন চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৫ জানুয়ারি ১৯৯৭।
৩১. ‘কিয়োটো প্রটোকল’ কী?
উত্তর: গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি।
৩২. কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।
৩৩. আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি (International Criminal Court Treaty) কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১৭ জুলাই ১৯৯৮।
৩৪. ‘উই রিভার’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৮ সালে।
৩৫. উত্তর আয়ারল্যান্ডে কবে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: ১০্ এপ্রিল ১৯৯৮।
৩৬. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: রোম চুক্তি।
৩৭. জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তির নাম কী?
উত্তর: Arms Trade Treaty.
৩৮. অস্ত্র বাণিজ্য চুক্তি জাতিসংঘ সাধারণ পরিষদে কবে গৃহীত হয়?
উত্তর: ২ এপ্রিল ২০১৩।
৩৯. অস্ত্র বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
উত্তর: ৩ জুন ২০১৩ সালে।
৪০. অস্ত্র বাণিজ্য চুক্তিটি আইনে পরিণত হওয়ার জন্য কতটি দেশের অনুসমর্থন লাগবে?
উত্তর: ৫০টি।
৪১. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: সিটিবিটি (CTBT)।
৪২. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
উত্তর: ডেটন চুক্তি।
৪৩. ২০০৬ সালে কোথায় ‘গণতন্ত্র সনদ’ স্বাক্ষরিত হয়েছে?
উত্তর: লন্ডন।
৪৪. ভূমি আইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: অটোয়া (কানাডা)।
৪৫. আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত (ICC) চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: রোম (ইতালি)।
৪৬. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করে কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র (৬ মে ২০০২)।
৪৭. জাতিসংঘের সনদ (Charter) কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: সানফ্রান্সিসকো।
৪৮. কোন পাকিস্তানি প্রধানমন্ত্রী সিমলা চুক্তি স্বাক্ষর করেন?
উত্তর: জুলফিকার আলী ভুট্টো।
৪৯. প্যারিস চুক্তির পক্ষ ছিল কারা?
উত্তর: ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
৫০. প্যারিস চুক্তির ফলাফল কী?
উত্তর: আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুুদ্ধের পরিসমাপ্তি।

No comments:

Post a Comment