মধ্যযুগের সাহিত্যিক ও সাহিত্যকর্মঃ

★মধ্যযুগের আদি কবি--- বড়ু চণ্ডিদাস
★"শ্রীকৃষ্ণকীর্তন''' কাব্য রচনা করেন----বড়ু চন্ডীদাস
★বাংলাভাষার প্রথম মানবতাবাদী কবি-----চন্ডীদাস
★"পদাবলী "র প্রথম কবি------চন্ডীদাস
★সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই কথাটি বলেছেন-----চন্ডীদাস
★বিদ্যাপতি ছিলেন----মিথিলার কবি
★বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেন-----ব্রজবুলি
★বিদ্যাপতি মুলত+----বৈষ্ণব কবি
★বিদ্যাপতির শ্রেষ্ঠ রচনা-----রাধা -কৃষ্ণবিষয়ক পদ
★বাল্মীকির রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক------কৃত্তিবাস ওঝা
★বাংলা ভাষায় প্রথম "লাইলী-মজনু" কাব্য রচনা করেন-----দৌলত উজির বাহরাম খান
★"লাইলী-মজনু"কাব্যের মূল উৎস ----আরবি লোকগাথা
★প্রাচীনতম বাঙালি মুসলমান কবি-----শাহ মুহম্মদ সগীর
★শাহ মুহম্মদ সগীর অনূদিত বিখ্যাত কাব্য-----ইউসুফ জোলেখা
★মধ্যযুগের প্রথম মুসলমান কবি----শাহ মুহম্মদ সগীর
★"ইউসুফ-জোলেখা"কাব্যের উৎস-----বাইবেল ও কুরআান
★বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান------ইউসুফ জোলেখা
★বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি-----চন্দ্রাবতী
★চন্দ্রাবতীর পিতার নাম-----দ্বিজ বংশীদাস
★সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী হলেন-----চন্দ্রাবতী
★চন্দ্রাবতী রামায়ণ ছাড়াও রচনা করেন-----২টি কাব্য
★লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা -----দৌলত কাজী
★"সতী ময়না ও লোরচন্দ্রানী" কাব্যটির রচয়িতা -----দৌলত কাজী
★মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ----দৌলত কাজী

No comments:

Post a Comment