বিস্ময়কর ঔষধি গুনে ভরপুর অলৌকিক গাছ "সজিনা/ সজনে " nutritional super food

অলৌকিক গাছ "সজিনা/ সজনে "
অসম্ভব পুষ্টিকর উপাদানে ভরপুর সজনে পাতা । সজনে পাতাকে বলায় হয় nutritional super food এবং সজনে গাছকে বলা হয় অলৌকিক গাছ ।

বিস্ময়কর ঔষধি গুনে ভরপুর এ গাছ ,পাতা,ফুল,ফল এবং বীজ ।
১। কমলা/লেবু থেকে সাত গুন বেশী ভিটামিন সি আছে ।
২। দুধের চেয়ে চারগুন বেশী ক্যালসিয়াম ।
৩। ডিম থেকে দুই গুন বেশী প্রটিন আছে ।
৪। অন্ধত্ব দুরিকরনে ব্যাপক ভুমিকা পালন করে কারন গাজর থেকে চারগুন বেশী ভিটামিন এ রয়েছে ।
৫। এটি রক্তাল্পতা দুরকরে কারন শাকের চেয়ে পচিশ গুন বেশী আয়রন রয়েছে ।
৬। কলা থেকে তিনগুন বেশী পটাশিয়াম রয়েছে ।
৭। এটি anti ageing হিসেবে কাজ করে বলে হার্ট ভালো রাখে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন করে ।
৮। রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিকস নিয়ন্ত্রন করে
৯। কলেস্টরেল কমায়
১০। হজম শক্তি বারায় , কোস্টকাঠিন্য দূর করে ,
১১। এ্যাজমা রোগীর জন্য বিশেষ উপকারি , তিন গ্রাম করে পাতার চুর্ন দুই বেলা করে তিন সপ্তাহ খেলে বিশেষ উপকার পাওয়া যায় ।
১২। সজনে ক্যান্সার কোষ বৃদ্ধি প্রতিরোধ করে ।
১৩। ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য অত্যান্ত উপকারী ।
এছাড়াও প্রায় তিনশো রোগের ঔষধ হিসেবে সজনে ব্যাবহার হয়ে আসছে ।
সজিনার বীজে রয়েছে এ্যান্টি ব্যাক্টিরিয়াল প্রপারটিস যার ফলে এর বীজ পানি বিশুদ্ধ করনে বিশেষ ভুমিকা রাখে ।
<<>>দয়া করে পোস্ট টি শেয়ার করুন অন্যদের উপকারে আসতে পারে <<>>

No comments:

Post a Comment