৭ জন কবির জন্মসাল ও মৃত্যুসাল মনে রাখার উপায়

★ ৭ জন কবির জন্মসাল ও মৃত্যুসাল মনে রাখার উপায়:
১.রোকেয়া ৮০ তে হাসতে হাসতে ৩২ দাঁত বের করে মারা গেল। (১৮৮০-১৯৩২)
২.জীবনানন্দ ৯৯ টি প্রপোজ করে ৫৪ টি থাপ্পর খেল। (১৮৯৯-১৯৫৪)
৩.পাড়ার ছেলে নজরুল ৯৯ তম ইনিংসে ৭৬ রান করলো। (১৮৯৯-১৯৭৬)
৪.রবীন্দ্রনাথ এর প্রেমিকার সংখ্যা ছিল ৬১৪১। (১৮৬১-১৯৪১)
৫.মোতাহের হোসেন ০৩ টি বৃক্ষ কিনলেন ৫৬ টাকায়। (১৯০৩-১৯৫৬)
৬.সুফিয়া ১১ টি গোলাপের দাম ৯৯ টাকা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। (১৯১১-১৯৯৯)
৭.আহসান হাবিন ১৭ টি গান গেয়ে ৮৫ হাজার টাকা পেল। (১৯১৭-১৯৮৫)

No comments:

Post a Comment