#BCS #BANK #OTHER_Job চলুন আজ ইউক্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই।।

 #BCS #BANK #OTHER_Job

চলুন আজ ইউক্রেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই।।

বি.দ্রঃ-করোনা মহামারী ক্ষতিগ্রস্ততার জন্য চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি হোক - সকলেই ঐক্যবদ্ধ হোন।। 

_______________________________

১.ইউক্রেন শব্দটির অর্থ 'প্রান্ত-ভূমি' বা

'সীমান্তবর্তী অঞ্চল' (Border Region )

২.পূর্বতন সোভিয়েত ইউনিয়নের দক্ষিণ পশ্চিম

প্রান্তের একটি প্রজাতন্ত্র ছিল ইউক্রেন।

আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি

ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র

৩.ইউক্রেনের পর্বতমালার নাম লেখ

ইয়াল্টা।

৪.ইউক্রেনের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

মাউন্ট গোভেরলা।

৫ ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলে?

ইউক্রেনকে।

৬.সাত সমুদ্রের বন্দর কাকে বলে?

>ওডেসাকে।

৭.পঞ্চ সাগরের বন্দর কাকে বলে?> মস্কো

কে।

৮.ইউক্রেনের প্রধান কৃষিজ ফসল কোনটি?>গম।

৯.কাকে চিনির ব্যাগ বলা হয়?>কিয়েভ

শহরকে।

১০.পৃথিবী বিখ্যাত ট্রাক্টর তৈরীর

কারখানা কোথায় আছে?

>ইউক্রেনের ভোলগাগার্ডে।

১১.ইউক্রেনের কোন অঞ্চল কয়লা খনির জন্য

বিখ্যাত?

>ডোনেৎস উপত্যকা।

১২.ইউক্রেনের শ্রেষ্ঠ বন্দর কোনটি

ওডেসা।

১৩.ইউক্রেনের রাজধানীর নাম কি

>কিয়েভ।

১৪.ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের কোন

দিকে অবস্থিত

>দক্ষিণ-পশ্চিমে।

১৫.ইউক্রেনের প্রধান ও দীর্ঘতম নদীর নাম

কি?

>নিপার।

১৬.ইউক্রেনের প্রধানতম সম্পত্তির নাম কি

>কয়লা।

১৭.ওডেসা বন্দরটি কোথায় অবস্থিত?

কৃষ্ণ সাগরের।

১৮.ইউক্রেনের উত্তর দিকে বেলারুশ

সীমান্তে যে জলাভূমি অবস্থিত সে গুলি

কি নামে পরিচিত?

প্রিপেট।

১৯.ইউক্রেনের প্রধান শিল্প কি?

লৌহ ইস্পাত শিল্প।

২০.কোন অঞ্চল সোভিয়েত শহরগুলির জননী

নামে খ্যাত ছিল?

>কিয়েভ।

২১.ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ; মানব উন্নয়ন

সূচকে এর অবস্থান বিশ্বে ৭৪তম

২২.১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক

সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে

স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেন৷

২৩.মোট সাতটি দেশ আর দুটি সাগরের সঙ্গে

সীমানা রয়েছে ইউক্রেনের৷

২৪.বাইরের বিশ্বের কাছে সবচেয়ে বেশি

পরিচিত ইউক্রেনীয় লেখক আন্দ্রেই কুরকোভ

২৫.জনসংখ্যা সাড়ে চার কোটির একটু বেশি৷

২৬.প্রেসিডেন্ট ঃ ভলোদিমির

জেলেনেস্কি

২৭.প্রধান ধর্মঃ খ্রিষ্টধর্ম

২৮.ইউক্রেনের আইনসভার নাম -ভেরখোভনা

রাদা

(Verkhovna Rada)

২৯.বর্তমান প্রধানমন্ত্রী ঃডেনিস

সিমিহাল

৩০.মূদ্রাঃ ইউক্রেনীয় হ্রিভনিয়া

৩১.দাপ্তরিক ভাষা : ইউক্রেনীয়।

জাতিগোষ্ঠী : ইউক্রেনীয় ৭৭.৮ শতাংশ, রুশ

১৭.৩ শতাংশ, অন্যান্য ৪.৯ শতাংশ।

No comments:

Post a Comment