গণিতের সকল শর্টকাট - গণিতের প্রাথমিক বিষয়

গণিতের সকল শর্টকাট
.
গণিতের প্রাথমিক বিষয়
★ ক্যালকুলাসের আদি ধারণা দেন কে?
নিউটন।
★ সংখ্যাতত্ত্বের জনক কে?
পিথাগোরাস।
★ জ্যামিতির জনক কে?
ইউক্লিড।
★ রোমান M প্রতিকের অর্থ কি?
1000.
সংখ্যা পদ্ধতি
★ শুন্যসংখ্যার আদি ধারণ কাদের? ভারতীয়।
★ ৬ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? ৮৯৯৯৯৯। (999999-100000)
★ একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r সংখ্যাটি কত? 100p+10q+r
★ ১, ২ ও ৩ দ্বারা গঠিত ৩ অংকের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমস্টি কত? ১৩৩২।
★ দুই অংকবিশিষ্ট একটি সংখ্যাকে অংকদ্বয়ের গুনফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩। সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? ২৪। [একক স্থানীয় মান-x , দশক স্থানীয় মান-y সংখ্যাটি 10x+y ধরে করতে হবে]
★ ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কয়টি? ১২টি। [যে কোন সংখ্যার ল.সা.গু করে সুচকে পরিনত করতে হয়]
★ যদি n এবং p দুটি অযুগ্ন সংখ্যা হয়,. তবে যুগ্ন সংখ্যা? n+p. [দুইটি অযুগ্ন সংখ্যার যোগফলই যুগ্ন সংখ্যা]
★ ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ১০টি। [যে সংখ্যাকে ঐ সংখ্যা বা ১ ব্যতিত ভাগ করা যায় না]
★ √5 সংখ্যাটি কি সংখ্যা? অমুলদ । [পূর্ণবর্গ নয় এমন যে কোন সংখ্যাই অমুলদ সংখ্যা]
আর্ন্তজাতিক গনণা
★ ৯ কোটিতে কত মিলিয়ন হয়? ৯০ মিলিয়ন। [১০ মিলিয়নে ১কোটি]
★ ১ ট্রিলিয়ন কত কোটি ? ১লক্ষ কোটি। 105×107 .
★ বিবিয়ানা গ্যাস ফিল্ডে ১০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। প্রতি বছর ১ লক্ষ মিলিয়ন ঘনফুট হারে উত্তোলন করা হলে কত বছরে এই ফিল্ড নিঃশেষ হবে? 100 বছরে। [১০ ট্রিলিয়ন =১০০ লক্ষ মিলিয়ন]
পরিমাপ ও এ্কক সম্পর্কে
★ আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? ১৯৬০ সালে।
★ ১ কিমি সমান কত মাইল? 0.৬২ মাইল।
★ ১ নোটিক্যাল মাইলে কত মিটার? 1১৮৫৩.২৮ মিটার।
★ সমুদ্রের পানির গভীরতা মাপার একক? ফ্যাদম।
★ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ? ১/৮ অংশ।
★ ৩৩২ গজ ১মাইলের কত অংশ? ১/৫ অংশ। [যেখানে ১মাইল = ১৭৬০ গজ।
ক্ষেত্র সম্পর্কিত
★ এক বর্গ কিলোমিটার কত একর? ২৪৭ একর।
★ একটি জমির পরিমান ৫ কাঠা হলে, তা কত বর্গফুট হবে? ৩৬০০ বর্গফুট।
★ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? ৬.৪৫ সেন্টিমিটার।
আয়তন সম্পর্কিত
★ ১ঘন মিটার = কত লিটার? ১০০০ লিটার।
★ ৩ লিটার পানির ওজন কত? ৩ কেজি।
★ এক গ্যালনে কয় লিটার ? ৪.৫৫ লিটার।
ভর সম্পর্কিত
★ ১ সের সমান কত কেজি? ০.৯৩ কেজি।
★ ১ মনে কত কত? ৩৭.৩২ কেজি।
★ ১ টনে কত কেজি? ১০০০ কেজি।
★ ১ কেজিতে কত পাউন্ড ২.২১ আইবিএস বা পাউন্ড।
★ ১০ কুইন্টালে কত কেজি? ১ কেজি।
দশের সূচকের নাম
★ এক ন্যানো মিটার সমান? 10-9 .
★ 20573.4 মিলিগ্রামে কত কিলোগ্রাম? 0.0205734 .
★ একটি যোগ করতে কম্পিউটার ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ১ সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? ২ কোটি।
ল.সা.গু
★ কত জন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাবে ভাগ করে দেয়া যায়? ৫জনকে। (দুটিকে লসাগু করে)
★ পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮, ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কত পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? ১৪ মিনিট। (ল.সা.গু করে ৬০ দিয়ে ভাগ)
★ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫,. ৬ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ প্রত্যেক বার ৩ থাকবে? ৬৩। (ল.সা.গু করে ৩ যোগ করে)
★ দুটি সংখ্যার গুন ফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সাগু কত? ১৬ । (ভাগ করে)
★ একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের টাকা পেছনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে? ৬০ মিটার। (লসাগুর সাথে ১০ গুন)

পৃথিবী সৃষ্টির ইতিহাস


পৃথিবী সৃষ্টির ইতিহাস
● মহাবিশ্বের সৃষ্টি সংক্রান্ত বিজ্ঞানকে
বলে – Cosmology
● মহাবিশ্ব সৃষ্টি পূর্বমুহূর্তকে বলা হয় – টাইম
জিরো বা জিরো আওয়ার।
● বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমকে
বলে – পাঙ্ক ওয়াল।
● বিজ্ঞানের বিষয় হিসেবে বিশ্ব
সৃষ্টিতত্ত্বের জন্ম শুরু হয় – ১৯১৬ সালে আলবার্ট
আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব
প্রণয়নের পর থেকে।
● এডউইন হাবলস মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার
করেন – ১৯২৯ সালে।
● আজ থেকে ১৫০০-২০০০ কোটি বছর আগে
মহাবিশ্বের আকৃতি ছিল – ডিম্বাকার।
● অভ্যন্তরীণ বিপুল তাপ ও চাপের কারণে পচন্ড
শব্দে ডিম্বাকার বস্তুর মহাবিস্ফোরণ ঘটে, এই
বিষ্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছিল আমাদের
এই মহাবিশ্ব এটাই – বিগ ব্যাং তত্ত্ব।
● বিগ ব্যাং এর ফলে সৃষ্টি হয় – সময়, স্থান,
শক্তি, পদার্থ।
● বিগ ব্যাং এর কারণে সৃষ্ট খণ্ডগুলো হলো –
গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, উল্কা, ধুমকেতু ইত্যাদি যা
প্রতিনিয়ত পরস্পর থেকে দুরে সরে যাচ্ছে।
● বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা – জি
ল্যামেটার (১৯২৭ সাল)
● জি ল্যামেটার যে দেশের বিজ্ঞানী –
বেলজিয়াম।
● বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা
উপস্থাপন করেন – স্টিফেন হকিং।
● স্টিফেন হকিং বিশ্বের একজন অতিশয়
বিখ্যাত – পদার্থবিজ্ঞানী।
● বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সংম্বলিত
স্টিফেন হকিং এর বিখ্যাত বই – A Brief History of
Time
● জ্যোতির্বিজ্ঞানের জনক হলে –
হিপ্পার্কাস।
● মহাজাগতিক মানচিত্র তৈরি করা হয়েছে –
হিপ্পাকার্স এর নামে।
● হিপ্পাকার্স ম্যাপ হলো – নতুন মহাজাগতিক
মানচিত্র।
● বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন –
‘মহাবিশ্ব প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে’।
● টলেমি ছিলেন – জ্যোতির্বিদ।
● গ্যালাক্সির কেন্দ্রীভূত অংশের চতুর্দিকে
আবর্তন সম্পূর্ণ করতে সূর্যের সময় লাগে – ২২৫
মিলিয়ন বছর।
● গ্যালাক্সির ক্ষুদ্র অংশ যে নামে পরিচিত
তা হলো – ছায়াপথ।
● মহাবিশ্বের সবচেয়ে বড় নক্ষত্র হলো –
বেটেলগম।
● আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হলো – লুব্ধক।
● লুব্ধকের ইউরোপীয় নাম হলো – সিরিয়াস।
● পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো – সূর্য।
● সূর্য হতে পৃথিবীর দুরত্ব প্রায় – ১৫ কোটি
কিলোমিটার।
● সপ্তর্ষিমন্ডল আকাশে – জিজ্ঞাসা
চিহ্নের মতো দেখায়।
● যে নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরণ
করে তাকে বলে – পালসার।
● সূর্য তার নিজ ছায়াপথকে কেন্দ্র করে ঘুরে
আসতে যে সময় নেয় তাকে বলে – কসমিক
ইয়ার।
● আমাদের সূর্যের কসমিক ইয়ারে অতিক্রান্ত
দূরত্ব হলো – ২০ কোটি আলোকবর্ষ।
● শীতের সন্ধ্যারাত্রে পূর্ব আকাশে মনুষ্য
আকৃতির একটি নক্ষত্র দেখা যায়, একে বলে –
কালপুরুষ।

সাধারণ_জ্ঞান ও চলতি ঘটনাবলি (বাংলাদেশ সম্পর্কিত)

সাধারণ_জ্ঞান ও চলতি ঘটনাবলি (বাংলাদেশ সম্পর্কিত)

১। কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে বাংলাদেশে আসেন কবে?
উত্তর : ২৪ মে ১৯৭২।
২। বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর কে?
উত্তর : ফজলে কবির।
৩। বাংলাদেশে ফোর-জি সেবা চালু হয় কবে?
উত্তর : ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
৪। এশিয়ার সবচেয়ে খারাপ সড়ক যোগাযোগ ব্যবস্থাসম্পন্ন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : দ্বিতীয়।
৫। বাংলাদেশের বর্তমান বেকারত্বের হার কত?
উত্তর : ৪.৪ শতাংশ।
৬।
বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি?
উত্তর : ৮ জানুয়ারি ২০১৮।
৭। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কী?
উত্তর : ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
৮। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন কবে?
উত্তর : ১৭ মার্চ
৯। বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১৭তম।
১০। জাতীয় পাট দিবস কবে?
উত্তর : ৬ মার্চ।
১১। বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর : এক হাজার ৭৫১ মার্কিন ডলার।
১২। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কী?
উত্তর : জ্যাকব টাওয়ার।
১৩। জ্যাকব টাওয়ারের উচ্চতা কত ফুট?
উত্তর : ২২৫ ফুট।
১৪। ২০১৮ সালে জগত্তারিণী পদক লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : ঢাবির ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
১৫। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
উত্তর : ফেনীর মহিপালে।
১৬। ফেনীর মহিপালের ছয় লেনের ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তর : ৬৯০ মিটার।
১৭। দেশে ছয় লেনের ফ্লাইওভার কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ৪ জানুয়ারি ২০১৮।
১৮। বাংলাদেশে বর্তমানে কতটি খাতের ওপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন (উেচ) নিরূপণ করা হয়?
উত্তর : ১৫টি।
১৯। মহাগ্রন্থ আল-কোরআনের আদলে দেশের প্রথম কোরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
উত্তর : কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
২০। কোরআন ভাস্কর্যের উচ্চতা এবং প্রস্থ কত ফুট?
উত্তর : উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।
২১। ভাস্কর্যটি কে ডিজাইন করেছিলেন?
উত্তর : শিল্পী কামরুল হাসান শিপন।
২২। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল কয়টি সেক্টরে?
উত্তর : ১১টি।
২৩। কাজী নজরুলের মৃত্যু সাল কত?
উত্তর : ১৯৭৬ সালে।
২৪। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি বোলার হিসেবে প্রথম ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কে?
উত্তর : আবদুর রাজ্জাক।
২৫। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
উত্তর : ১৬১০ সালে।
২৬। জাতীয় শিশুদিবস কবে?
উত্তর : ১৭ মার্চ।
২৭। কোন আমলে বাংলার রাজধানী সোনারগাঁয় হয়?
উত্তর : মোগল আমলে।
২৮। বাংলার রাজধানী সোনারগাঁয় স্থাপন করেন কে?
উত্তর : ঈশা খাঁ।
২৯। সোনারগাঁর আগে বাংলার রাজধানী কোথায় ছিল?
উত্তর : মহাস্থানগড়।
৩০। জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৭৬ সালে।
মোগল আমলে বাংলার রাজধানী হয় সোনারগাঁয়। এর আগে বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়ে।