Gazi Hasan Pasha - Lion Pasha - আলজেয়ার্সের গাজী হাসান পাশা (১৭১৪-১৭৯০ খ্রিস্টাব্দ), তিনি "সিংহ পাশা" হিসেবেও ততোধিক পরিচিত।

Gazi Hasan Pasha - Lion Pasha - আলজেয়ার্সের গাজী হাসান পাশা (১৭১৪-১৭৯০ খ্রিস্টাব্দ), তিনি "সিংহ পাশা" হিসেবেও ততোধিক পরিচিত।

একজন তরুণ জানিসারি অবস্থায় তিনি একটি স্প্যানিশ যুদ্ধজাহাজ 🇪🇸 আটক করেন।জাহাজটির মালিকানা তিনি নিয়ে নেন আর তখন থেকেই তার জীবনের কিংবদন্তীতুল্য ঘটনাগুলোর সূত্রপাত ঘটে।


★তিনি ভূমধ্যসাগরে অসংখ্য আমেরিকান যুদ্ধজাহাজ 🇺🇸 আটক এবং ধ্বংস করেন।

★আমেরিকার উপর কর আরোপ করেন।আমেরিকার স্বাধীনতার পর অটোমানরাই 🇹🇷 একমাত্র সাম্রাজ্য যারা আমেরিকাকে কর প্রয়োগে বাধ্য করে।

★তুর্কি ভাষায় আমেরিকার সাথে "ত্রিপলি চুক্তি"র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।আমেরিকার ইতিহাসে এটিও প্রথম এবং একমাত্র চুক্তি যা কোন বিদেশী ভাষায় লিপিবদ্ধ হয়েছিল।

★আমেরিকা অটোমান সাম্রাজ্যকে এককালীন ৬,৪২,০০০টি অটোমান স্বর্ণখন্ড প্রদান করে এবং বছরে ১২,০০০টি স্বর্ণখন্ড প্রদানে বাধ্য ছিল।

★আলজেয়ার্সে তিনি একটি সিংহ পোষ মানিয়ে নেন এবং শত্রু জাহাজ আটকের পর পোষা সিংহ নিয়ে তিনি গ্রেফতারকৃত জাহাজ পরিদর্শনে যেতেন।

★নিজের আয়কৃত অর্থ দিয়েই ৩ বছরের মধ্যে একটি নতুন এবং আধুনিক অটোমান নৌবহর তৈরি করেন।

★ইন্তেকালের পূর্বে অটোমান সাম্রাজ্যের একজন প্রধান উজিরের পদ লাভ করেন।

★আজকের তুরষ্কের ন্যাভাল একাডেমীগুলোর ভিত্তিপ্রস্তর তিনিই স্থাপন করে গেছেন।

★অসংখ্য মসজিদ এবং বিদ্যালয় স্থাপন করেছেন।

★নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন এবং কোন পরিবারও রেখে যাননি।

No comments:

Post a Comment