সদ্য স্বাধীনতার ঘোষণা দেওয়া মণিপুর সম্পর্কে - About Manipur, the newly declared independence

সদ্য স্বাধীনতার ঘোষণা দেওয়া মণিপুর সম্পর্কে - About Manipur, the newly declared independence



নবগঠিত রাষ্ট্রের নাম: ‘দ্য মণিপুর স্টেট কাউন্সিল’।
ঘোষণা : ২৯ অক্টোবর ২০১৯
আয়তন: 22,327 বর্গ কিলোমিটার
ঘনত্ব : 122/ বর্গ কিলোমিটার
জনসংখ্যা (2011): 2,966,889
শহুরে জনসংখ্যার অনুপাত % ( 2011): 32.45%
পুরুষ জনসংখ্যা (2011): 1,491,832
মহিলা জনসংখ্যা (2011): 1,475,057
জেলার সংখ্যা: 9
রাজধানী: ইম্ফল
নদীসমুহ: বরাক, ইম্ফল এবং আইরিল
অরণ্য ও জাতীয় উদ্যান: কেইবুল লামজাও জাতীয় উদ্যান, শিরুই জাতীয় উদ্যান
ভাষা: মণিপুরী, মেইতেই
প্রতিবেশী রাজ্য: আসাম, নাগাল্যান্ড, মিজোরাম
রাষ্ট্রীয় পশু : সাঙ্গাই (লম্বা-শিংওয়ালা হরিণ)
রাষ্ট্রীয় পাখি: নোনগিন
রাষ্ট্রীয় বৃক্ষ : ভারতীয় মেহগনি
রাষ্ট্রীয় ফুল : লিলিয়াম ম্যাকিনিয়ে (লিলি)
সাক্ষরতার হার (2011): 75.48%
বিধানসভা নির্বাচনক্ষেত্র : 60
সংসদীয় নির্বাচনক্ষেত্র : 2
মণিপুর রাজ্যের মহারাজা লেইশেম্বা সানাজাওবা এর পক্ষে মণিপুরের স্বাধীনতার দাবিটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন ও পররাষ্ট্রমন্ত্রী সমরজিত। এ সময় ২০১২ সালে মণিপুরে প্রথম প্রকাশ করা ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ পড়ে শোনান রাজ্যটির প্রবাসী নেতা সমরজিৎ।
তাদের ভাষ্য, ‘মণিপুর স্টেট কনস্টিটিউশন অ্যাক্ট ১৯৪৭ এর অধীনে মণিপুর রাষ্ট্রের বৈধ সরকার গঠিত হয়েছিল। ১৯৪৭ সালের ১৪ আগস্ট এটি ব্রিটিশ রাজ থেকে স্বাধীনতা পেয়েছিল। ১৯৪৯ সালে অ্যাক্ট লঙ্ঘন করে ভারত সরকার মণিপুর রাষ্ট্রকে আত্মীকরণ করে নেয়।’ কিন্তু সবসময়ই এখানে একপক্ষ স্বাধীনতার দাবিতে সক্রিয় ছিল।
ক্ষুদ্র এই রাজ্যটিতে ৩০ লক্ষ মানুষের বসবাস। এখানে ভারতীয় মিলিটারির অবস্থান সার্বক্ষণিক এবং মণিপুরের সাথে মায়ানমারের সীমান্ত আছে।

No comments:

Post a Comment