41st BCS written preparation book list - ৪১ তম বিসিএস লিখিত প্রস্তুতিঃ বুকলিস্ট

 ৪১ তম বিসিএস লিখিত প্রস্তুতিঃ বুকলিস্ট

বাংলাঃ

১। প্রফেসরস/অ্যাসিওরেন্স বাংলা গাইড

২। শীকর গ্রন্থ সমালোচনা- মোহসীনা নাজিলা

৩। ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ

(সাহিত্য অংশ প্রিলি বই থেকেই রিভাইজ দিবেন+সময় পেলে লাল নীল দীপাবলী পড়ে নিবেন)

ইংরেজিঃ

১। অ্যাসিওরেন্স ইংরেজি গাইড (সহজ ভাষার জন্য মিলারস)

২। ডেইলি স্টার অনুবাদ চর্চা প্রতিদিন

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ

১। ওরাকল গাণিতিক যুক্তি

২। ওরাকল মানসিক দক্ষতা

৩। সাধারন ও উচ্চতর গণিত (নবম-দশম)

৪। বিচ্ছিন্ন গণিত (একাদশ-দ্বাদশ) (সেট, সম্ভাব্যতা, বিন্যাস-সমাবেশ অংশের জন্য)

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিঃ

১। ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি গাইড

২। সাধারণ বিজ্ঞান- নবম-দশম শ্রেণি (পদার্থ,রসায়ন ও জীববিজ্ঞান বইয়ের সুনির্দিষ্ট অধ্যায় থেকে চিত্রগুলো দেখে নিতে পারেন)

৩। আইসিটি (একাদশ-দ্বাদশ)

বাংলাদেশ বিষয়াবলীঃ

১। প্রফেসরস/অ্যাসিওরেন্স বাংলাদেশ বিষয়াবলী গাইড

২। বাংলাদেশ সংবিধান- আরিফ খান (ব্যাখ্যাসহ)

৩। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১ এবং ২০২১-২২ (এটি জুন মাসে বাজারে পাবেন)

৪। বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম) ও পৌরনীতি (একাদশ-দ্বাদশ) দেখতে পারেন।

আন্তর্জাতিক বিষয়াবলীঃ

১। প্রফেসরস/অ্যাসিওরেন্স আন্তর্জাতিক বিষয়াবলী গাইড

২। আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি- শাহ্‌ মোঃ আব্দুল হাই (তারেক শামসুর রহমান স্যারের বইগুলোও দেখতে পারেন)

আজ (২ এপ্রিল) নীলক্ষেত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬টি বিষয়ের লিখিত বইয়ের মধ্যে ওরাকল প্রকাশনীর ৪ টি বই (বাংলাদেশ-আন্তর্জাতিক ছাড়া), অ্যাসিওরেন্স প্রকাশনীর ৩ টি বই (ইংরেজী,গণিত ও বিজ্ঞান) বাজারে এসেছে। প্রফেসরস ও অন্যান্য প্রকাশনী দ্রুতই বাজারে আসবে বলে আশা করছি। এছাড়াও ৪১ তম বিসিএসে অগ্রদূত, ইনসেপশন সহ অনেক প্রকাশনীর বই প্রথম বারের মতো বাজারে আসতে যাচ্ছে দেখলাম। বাজারে আসার পর নতুন প্রকাশনীর বই সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বই যেটিই কিনুন, নীলক্ষেতে বা জেলার লাইব্রেরীতে সময় নিয়ে সব প্রকাশনীর বই সময় নিয়ে ঘাটাঘাটি করে তারপর কিনবেন (নীলক্ষেত গেলে ভীড় এড়ানোর জন্য শুক্র-শনি ছাড়া অন্যদিন সকালবেলা যাবেন)। 

© রবিউল আলম লুইপা

No comments:

Post a Comment