যারা প্রথমবারের মত ব্যাংকের চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিছু পরামর্শঃ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি নির্দেশনা 

যারা প্রথমবারের মত ব্যাংকের চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিছু পরামর্শঃ






সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার মূল শর্তই হল রিটেন পরীক্ষাটা ভাল দেওয়া। প্রিলি টেকা মোটামুটি সহজ, এর মার্ক যোগ হয় না। রিটেন ২০০ আর ভাইভা ২৫ মিলে মেধা তালিকা। ভাইভাতেও মোটামুটি কাছাকাছি মার্ক দেওয়া হয় বলে শোনা যায়। কাজেই মূলত রিটেন ভাল করা মানেই চাকরিটা প্রায় পেয়ে যাওয়া। ব্যাংক রিটেনের কোন সিলেবাস নাই, তবে বিভিন্ন ফ্যাকাল্টির করা আগের প্রশ্ন ঘাঁটলে দেখা যায়...

ম্যাথ থাকে কমবেশি ৫টা,

২টা বাংলা ইংরেজি অনুবাদ,

২টা ফোকাস রাইটিং,

চিঠি বা ফর্মাল লেটার বা বিজনেস লেটার,

একটা ইংরেজি প্যাসেজ থাকে তার উপর ৫টা ছোট প্রশ্ন,

দুই একবার সাথে সাম্প্রতিক ছোট প্রশ্নও আসছে।

বোঝাই যাচ্ছে ২ ঘণ্টায় আরাম করে সুন্দর মত গুছিয়ে লেখার মত পরীক্ষা এটা না। 

শুরুতে ম্যাথের কথায় আসি, ব্যাংক ম্যাথ সাধারণত খুব কঠিন আসে না, বিশেষ করে যারা সাইন্সের তাদের জন্য, তবে কমার্স বা আর্টসের জন্য কিছুটা কঠিন বলা চলে। এজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাজারে হাজার হাজার বই আছে, সেখান থেকে যেটা ভাল লাগে, সেখান থেকে আগের প্রশ্ন দেখে সলভ করতে হবে, এবং অবশ্যই হাতে কলমে খাতায় করতে হবে। বেশির ভাগ মানুষ এইখানে পিছিয়ে যায়, চোখ বুলায়ে দেখে সোজা, কিন্তু পরে পরীক্ষায় একটু বড় ম্যাথ দিলে বা কম সময়ে অতিরিক্ত চাপের কারণে আর মিলাতে পারে না, ভুল করে বা করতেই পারে না। কিছু নির্দিষ্ট ধরণের ম্যাথ আসে, কাজের, পাইপের, দূরত্ব ইত্যাদি। এগুলা বার বার প্র্যাকটিস করতে হবে।

এরপর অনুবাদ, এটা অল্প সময়ে শিখা কঠিন। যার ভাষাজ্ঞান ভাল, সে এমনিই পারবে, যার ভাল না তার জন্য বুদ্ধি, প্রতিদিন বাংলা আর ইংরেজি পেপার পড়া আর অবশ্যই আগের প্রশ্নে আসা অনুবাদ দেখা। অনুবাদ স্যার কখনো হুবহু শব্দ মিলায়ে দেখেনা তাই ভাবানুবাদ করতে হবে, আর পড়ে সুন্দর লাগতে হবে, কাঠখোট্টা শব্দ পরিহার করে শ্রুতিমধুর শব্দ ব্যবহার করতে হবে। বাজারে অনুবাদেরও অনেক বই আছে, যে পেপার কম পড়ে সে চাইলে সাম্প্রতিক এডিটোরিয়াল কিনতে পারে, কাজে দিবে। অনুবাদে অনেক ভাল মার্ক তোলা সম্ভব।

ফোকাস রাইটিং মার্ক কম বেশি হওয়ার একটা বড় জায়গা। সবার ধারণা ম্যাথ পারলেই জব নিশ্চিত, কিন্তু লেখার মান ভাল না হলে এই অংশে অনেক কম মার্ক উঠতে পারে। এখানে বিশেষ কিছু না লিখলে লাভ নাই, সাম্প্রতিক তথ্য বা কোটেশন ইত্যাদি দিয়ে মান বাড়াতে হবে। ভাষা সুন্দর হতে হবে এবং অবশ্যই কোন বানান এবং ব্যাকরণ ভুল করা যাবে না। ২/১টা ম্যাথ ভুল করেও ভাল ফোকাস রাইটিং লিখে জব পাওয়া সাধারণ ঘটনা।

চিঠি অল্প সময়ে লিখতে হবে, কারণ সময় খুব কম, এটার সবচে দরকারি অংশ হলো ফরম্যাট, ঠিক থাকলে ভাল নাম্বার আসবে, ফরম্যাট ভুল থাকলে অনেক কথা লিখেও লাভ নাই।

প্যাসেজ খুব দ্রুত পড়তে হবে, এজন্য আমার একটা বুদ্ধি হল, শুরুতে এক ঝলক নিচের প্রশ্নগুলো দেখা, এরপর সেই প্রশ্নের কিওয়ার্ড প্যাসেজে স্ক্যান করা। প্রশ্নগুলো বেশ সহজ থাকে, তবে প্যাসেজ থেকে হুবহু লিখলে মার্ক দিবে না। এটা অনেক সময় কমন পড়ে। 

সাম্প্রতিক যদি আসে বা নাও আসে, নিয়মিত পেপার এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এতে ফোকাস রাইটিং লিখতে সুবিধা হবে।

কিছু সাধারণ তথ্য দেই। অনেক সময় দেখা যায় প্রশ্ন একটু বেশি বড় বা বেশি কঠিন আসছে, বা বেশ কিছু জিনিস আনকমন। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, মার্কও কম উঠবে, যতখানি পারা যায় ভাল দিতে হবে। যে কোন ভাবেই হোক ফুল আন্সার করার চেষ্টা করতে হবে। হাতের লেখা যার স্লো, তার লেখা প্র্যাকটিস করতে হবে, ২ ঘণ্টা ফুরুত করে শেষ হয়ে যায়, এক মুহূর্ত চিন্তা করার সময় পাওয়া যায় না, এক মুহূর্তও না। ম্যাথ ভুল করলে বা সব না পারলে বাকি অংশ দিয়ে কিছুটা হলেও পোষানোর চেষ্টা করতে হবে, কপালে থাকলে হবেই। ১ মার্ক বেশি পেলেই এগিয়ে যাবে অনেকের থেকে, সেটা যে অংশ থেকেই আসুক না কেন। ব্যাংক রিটেন কোন শান্তিমত দেওয়ার মত পরীক্ষা না, প্রচণ্ড মেজাজ খারাপ হবে। তবে শুধু ২টা ঘণ্টা নিজের সেরাটা দিলে কোন লবিং, ঘুষ, স্বজনপ্রীতি ও দুর্নীতি ছাড়া একটা সরকারি প্রথম শ্রেণির চাকরি পাওয়া সম্ভব। চাকরি করা যদিও কোন আনন্দের ব্যাপার না, তবে উপার্জন করা আনন্দের।

কোন বইয়ের কথা আলাদা করে বললাম না, যার যেখানে দুর্বলতা সে অনুযায়ী বই কিনে পড়তে হবে। বাজারে অনেক বই আছে, গাইড বইতে কম বেশি ভুল থাকবেই, তার মধ্যে যার যেটা পড়তে ভাল লাগে সে সেটা কিনে পড়বে। স্কুল কলেজের টেক্সট বই পড়তে হবে, কোন গাইড বই এর বিকল্প হতে পারে না৷ আর যে কোন বিষয়ে ইন্টারনেট এর ভাল ব্যবহার করতে হবে। ব্যাংক রিটেন ভাল দেওয়া কেন জরুরি শুরুতেই বলেছি, আরেকটা যোগ করব, ব্যাংকে প্যানেল হয়, অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকেও পরবর্তীতে চাকরি হয়, কাজেই রিটেন পাশ করে অন্তত ভাইভা দিয়ে রাখতে হবে। শুভ কামনা সবার জন্য।


মোঃ রাশেদুল সুহান

সিনিয়র অফিসার (আইটি), জনতা ব্যাংক লিমিটেড

সাবেক সিনিয়র অফিসার, বাংলাদেশ কৃষি ব্যাংক

ইন্সট্রাক্টর (সুপারিশপ্রাপ্ত), ৩৮তম বিসিএস নন ক্যাডার

বয়স হোক ৩৫-৬৫ বছর

 বয়স হোক ৩৫-৬৫ বছর:





আজ 2021 সালের 24 জুন 2020 সালের 17 ই মার্চ সারা দেশবাসী নতুন এক শব্দের সঙ্গে পরিচিত হয় সেটা হল লকডাউন। আজ 1 বছর 3 মাস 6 দিন হতে চলল শিক্ষাপ্রতিষ্ঠান এই আজ খুলছে কাল খুলছে বলে বলে এমন এক দীর্ঘ সময় লকডাউন এর আওতায় গৃহবন্দি হয়ে রইল। নিঃসন্দেহে সরকার এবং প্রশাসনের লোকজন ই ভালো বলতে পারবেন বাংলাদেশে করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ। আমরা সাধারন চোখে যা দেখি লকডাউন এর মধ্যেও বাজার খোলা, যানবাহন চলছে, লোকজন অবাধ গতিতে বাজার করছেন যাতায়াত করছে। সে প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় হতাহতের চেয়ে নির্ভেজাল করনায় যারা আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিচ্ছেন তাদের সংখ্যা কি খুব বেশি?  এ প্রেক্ষিতে এ কথা বলার সুযোগ আছে যে লকডাউনে করোনা কমে গেছে হয়তো এর প্রকোপ আরো বাড়তে পারত তার চেয়ে কিছুটা কমে গেছে হয়তো? 

কিন্তু দীর্ঘ মেয়াদে যে ক্ষতিটা হচ্ছে তারপর কি এর চাইতে বেশী নয়?  শিক্ষাপ্রতিষ্ঠানে এ দীর্ঘ লকডাউনে একটা জাতি যেভাবে মেধাশূন্য হয়ে যাচ্ছে তার দায়িত্ব কি সরকার বাহাদুর বহন করবেন? তাছাড়া দায়িত্ব বহন করা বা না করাতে কি আসে যায়?  

আমার ছাত্র-ছাত্রীদের পরিবার তার বোঝা বহন করতে পারছে না, প্রচন্ডভাবে মানসিক ট্রমায় আক্রান্ত হচ্ছে চাকরির বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে অলরেডি প্রায় ২ বছর!? এ ব্যাপারে সরকার কতটুক অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন। 

খেটে খাওয়া মানুষ খেতে পারছে না বলে তাদেরকে ত্রাণ দিয়ে বাঁচিয়ে রাখেন কিন্তু মেধার ক্ষেত্রে সরকার কি ধরনের ত্রান দেবেন? যার প্রেক্ষিতে একটা জাতি মেধাহীন অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারে। উপমহাদেশের প্রায় সব দেশই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে অত্যন্ত অগ্রণী ও জোরালো ভূমিকায় অবতীর্ণ, তারা বুঝতে পারছেন জাতির ভবিষ্যত আমাদের সূর্যসন্তান শিক্ষা থেকে বিমুক্ত হয়ে গেলে বা থাকলে একটা জাতি ধ্বংসের দারগোড়ায় চলে আসবে। সেখান থেকে বাঁচাতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হবে। কিন্তু আমার বাংলাদেশ?! 

যেহেতু এখানে সবাই সচেতন কাজেই তারা নিজেদেরকে যতদূর সম্ভব আত্মরক্ষা করে চলতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ, পরীক্ষা বন্ধ মেধা নামক গাড়ির চাকা পাংচার!! অথচ এখানেই দেশের সবচেয়ে সচেতন নাগরিক বৃন্দের পদচারণা। 

বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা যাবে না কিন্তু শহরের প্রতিটি মেস যেখানে ছাত্র-ছাত্রীদের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মেস এর চেয়ে কি হল বা হোস্টেল গুলো বেশী নিরাপদ নয়? মেসে থাকতে পারছেনা শুধু তারাই যাদের বাবার গ্যাটের পয়সা খুব বেশি নেই, যারা সচ্ছল তারা বাড়িতে নয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে মেস ভাড়া নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আর প্রতিনিয়ত এক ধরনের হতাশা ও দ্বীধাগ্রস্থে আক্রান্ত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের অভিভাবক সরকারের উচিত এ ব্যাপারে সদয় দৃষ্টি দিবেন বলে আমরা মনে করি। 

সরকার বাহাদুরের কাছে আমার ছাত্র-ছাত্রীদের জন্য একটা ঘোষণা এখন প্রত্যাশা করছি সেটা হল চাকরির বয়সসীমা 35 বছর করা হোক। এ ঘোষণা হয়তো অনেকেরই প্রাণ বাঁচাবে এবং অনেকের মাঝেই স্বস্তির সুবাতাস বইবে। 

চাকরি বয়স এখন যা আছে তা বাড়িয়ে দিলে সরকারের কোন ক্ষতি আছে বলে আমারে মেধাহীন মাথায় তা মনে হয় না। এখন যেহেতু আয়ুষ্কাল বেড়ে গিয়েছে সেহেতু অবসরকালীন সময়টিকে আরেকটু বাড়িয়ে 62 বা 65 বছরে উত্তীর্ণ করা হোক। 

সোনার বাংলার যেসব মেধাবীরা তাদের মেধা খরচ করে অন্য দেশকে উন্নত করছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনবার উপযুক্ত কর্ম পরিকল্পনা হাতে নেয়া হোক। 

যুব সমাজ এবং তারুণ্যনির্ভর একটি সত্যিকারের সোনার বাংলা আমরা দেখতে চাই।

✍️✍️

Professor Moni Ferdouse 

Department of Social Work 

University of Rajshahi

📗Phrase for bcs, bank and Other jobs📗

 📗Phrase for bcs,bank and Other jobs📗





B দিয়ে শুরু এমন গুরুত্বপূর্ণ phrase গুলো পাবেন এই পোস্টে।

এর আগে A দিয়ে গুরুত্বপূর্ণ phrase গুলো দেয়া হয়েছে। একটু চেক করে নিন---

 🟢"By all means" means--- certainly 

 🟢"Bon voyage" means --- wish you a good trip

 🟢"Blue Chips" means --- industrial shares considered to be a safe investment 

 🟢"By and large" means --- mostly

 🟢"Bag and Baggage" means ---leaving nothing behind 

 🟢"Black sheep" means--- wicked man

 🟢"A birds eye view" means--- a cursory glance

 🟢"Bring to pass" means --- cause to happen

 🟢"Bill of fare" means --- a list of dishes at a restaurant 

 🟢"Bull market" means--- rising share market

 🟢"Beggar description" means---- indescribable 

 🟢"Blue blood" means ---aristocratic birth

 🟢"Bottom line" means--- essential point

🟢"Big wig" means---- famous person 

🟢By dint of means---by means of

🟢Beyond all question means--- without doubt

🟢By hook or crook means -- any how

🟢Bear market means--- falling share prices

🟢By fits and stars means --- irregularly

🟢By far means --- immensely 

পড়া হয়ে গেলে কমেন্টে done লিখুন।

/

By Golam Mostafa, English Instructor