পরীক্ষার হলে অনেকেই উপমান আর উপমিত সমাস মিলাতে গিয়ে চোখের জল আর নাকের জল মিলিয়ে ফেলে

৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি 

পরীক্ষার হলে অনেকেই উপমান আর উপমিত সমাস মিলাতে গিয়ে চোখের জল আর নাকের জল মিলিয়ে ফেলে।



Here is a solution.

.

উপমান= উপ+মান

অর্থাৎ বাক্যটির মান বা সত্যতা রয়েছে কিনা। যদি অর্থের সত্যতা বা মান থাকে তাহলে উপমান।

তুষারশুভ্র= তুষার(সাদা)+ শুভ্র(সাদা)

অরুণরাঙা= অরুণ(লাল)+ রাঙা(লাল)

কাজলকালো= কাজল+ কালো

.

   উপমিত

উপমিত= উপ + মিত

মিত=মিত্যা=মিথ্যা। এখানে অর্থের মিল থাকে না।

মুখচন্দ্র= মুখ কি কখনো চন্দ্র হতে পারে?

বাহুলতা= বাহু কি লতা হতে পারে?

এগুলোর অর্থ মিথ্যা অর্থাৎ উপমিত সমাস।

আশা করি Confusion দূর হবে।

/

Compiled by 

Swapan Chandra Borman

No comments:

Post a Comment