বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল এমন গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা( ১০০টি প্রশ্ন ):

■বিসিএস লিখিত পরীক্ষায় এসেছিল এমন গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা( ১০০টি প্রশ্ন ):
=============================
১। ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সমনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন। কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? [৩৭ তম
প্রিলিমিনারি] [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পূর্ব দিকে। (বের হওয়ার সময় সূর্য আপনার সমনে ছিল, মানে পূর্ব দিকে ছিল, এটাই এখানে কৌশল)
২। A bird does not always have- [২৭ তম বিসিএস লিখিত]
Ans: Nest
৩। ‘Quite’ is related to ‘Sound’, in the same way ‘Darkness’ is related to- [২৭ তম বিসিএস]
Ans: Sunlight.
৪। Silver is more prettier than iron because it is- [২৭ তম বিসিএস লিখিত]
Ans: Prettier
৫। মিটারগেজ রেলপথের দুই লাইনের মধ্যে দূরত্ব কত? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১.১ মিটার।
৬। AZ, CX EV ……... শূন্যস্থানে কী বসবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ GT
৭। সাংহাই কী চীনের রাজধানী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ না।
৮। এরোপ্লেন কী বাতাসের চেয়ে হালকা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ না।
৯। Men are ……….shorter than their wives. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: rarely
১০। A contest always has -- [২৭ তম বিসিএস লিখিত]
Ans: opponents
১১। The moon is related to the earth as the earth is to… [২৭ তম বিসিএস লিখিত]
Ans: Sun
১২। Fathers are………wiser than their sons. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: usually
১৩। Misfortunate is to sorrow, as success is to………. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: joy
১৪। The opposite of Friendship is….. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: enmity
১৫। A mother is always……….than her daughter. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: older
১৬। A man who is averse to change is said to be…………… [২৭ তম বিসিএস লিখিত]
Ans: conservative
১৭। An electric light is related to the candle as an automobile is to………….. [২৭ তম বিসিএস]
Ans: a carriage
১৮। Which one is not like other four? (a) Bend (b) Shave (c) Chop (d) Whittle (e) Shear
Ans: Bend
১৯। What is the opposite of ‘hate’? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: Joy
২০। A is West of B and B is North of C. D is South of A. Which direction is D of C?
Ans: West
২১। 1 4 2 5 3 6 4 7 5 9 6, one number is wrong in the series. What should that number be?
Ans: 8
২২। একজন ছাত্রকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ৩ যোগ করতে। সে তা না করে এর পরিবর্তে প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করলো। সে যদি উত্তর ২০ পেয়ে থাকে তাহলে সঠিক উত্তর কত হবে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৭।
২৩।Which word is closest in meaning of ‘’Experiment’’? (a)gamble (b) trail (c)otdeal (d)speculate
Ans: Trail
২৪। What is the opposite meaning of ‘’Purchase’’? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: sell
২৫। When the cat’s away, mice begin to………? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: play
২৬। Early to bed and early to rise makes a man………? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: healthy, wealthy and wise
২৭। Smuggle, steal, bribe, cheat and sell. Which one is different from other? [২৭ তম বিসিএস]
Ans: sell
২৮। What people say about a person is related with his…. [২৭ তম বিসিএস লিখিত]
Ans: character
২৯। What is related to few as ordinary is to exceptional? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: many
৩০। Which one is different from other? (a) good (b) large (c) red (d) walk (e) thick
Ans: walk
৩১। (a) ABDE (b) GHIJ (c) MNPQ (d) STVW, Which one is different from other? [২৭ তম বিসিএস]
Ans: GHIJ
৩২। 1 3 9 27 81 108, which number is wrong? [২৭ তম বিসিএস লিখিত]
Ans: 108.
৩৩। Amorphousness : Definition :: Lassitude :……..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Energy
৩৪। Philatelist : Stamps :: Numismatist :………? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Coins
৩৫। Proctor : Supervise :: Prodigal :……..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Squander
৩৬। Flag : Vigor :: Waver : ……….? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Resolution
৩৭। Embroider : Cloth :: Stain :………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Glass
৩৮। What is the opposite meaning of ‘SYNCHRONOUS’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Out of Shape
৩৯। What is the opposite meaning of ‘LIST’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Be upright
৪০। What is the opposite meaning of ‘TRACTABLE’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Headstrong
৪১। What is the opposite meaning of ‘PERFIDY’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Loyalty
৪২। What is the similar meaning of ‘MAWKISH’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Sentimental
৪৩। What is the similar meaning of ‘MEDIOCRE’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Average
৪৪। What is the similar meaning of ‘MELEE’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Brawl
৪৫। What is the similar meaning of ‘MELLIFLUOUS’? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Smooth
৪৬। A school has always………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Students
৪৭। A shop has always…………… ? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Goods
৪৮। A bird has always …………..? [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Feathers
৪৯। A cow does not always have………?
[২৮ তম বিসিএস লিখিত]
Ans: Calf
৫০। Laugh is to cry as ………is to sad. [২৮ তম বিসিএস লিখিত]
Ans: Happy
৫১। Burmese, English, Punjabi, France, Persian – among these which one is different?
Ans: France
৫২। Triangle, Rectangle, Square, Circle, Rhombus, -- among these which one is different?
Ans: Circle
২৯ তম বিসিএস লিখিত পরীক্ষা – মানসিক দক্ষতা
৫৩। 1 + 3+ 5 + ………. +15+ 17 is equal to…..? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: 81
৫৪। Which novel was written by Charles Dickens? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: The Old Curicity Shop
৫৫। Who was the Chief Minister, Beangal on 14th August, 1947? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Sir Khawaza Nazimuddin
৫৬। Algeria, Morocco, Benin, Egyept, Vietnam – which country is deffernt from others?
Ans: Viatnam
৫৭। It is impossible for a family without its……….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Members
৫৮। সাদেক সাহেব তাঁর ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিসে ঢুকে পরলেন। তাঁর বাসা থেকে অফিস পর্য্ন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দু’বার ডানদিকে ও একবার বাম দিকে ঘুরছে। বাসা ত্যাগ করার সময় গাড়িটি কোন মুখী ছিলো? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পশ্চিম মুখী।
৫৯। ২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিলো। সে বছর ৩১ ডিসেম্বর কী বার ছিলো?
উত্তরঃ বৃহস্পতিবার।
৬০। একটি পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কয় সমকোন? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৬ সমকোণ।
৬১। পানির সাথে পাইপের যেরূপ সম্পর্ক, বিদ্যুতের সাথে সেরূপ সম্পর্ক কার? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তারের।
৬২। It is impossibl to observe a virus without --- [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Complex Microscope
৬৩। একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত মিলিমিটার হবে?
উত্তরঃ ৪০ মিলিমিটার।
৬৪। ৬, ১২, ও ৮ এর চতুর্থ সমানুপাতিকটি কত? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬।
৬৫। What is the meaning of ‘RESUSCITATE? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Revive
৬৬। What is the meaning of ‘EMANCIPATE’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Set free
৬৭। What is the meaning of ‘CONSENSUS’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: General Agreement
৬৮। ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অদ্রি।
৬৯। ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শশাংক।
৭০। What is the opposite meaning of ‘SHIFT’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Fix
৭১। What is the opposite meaning of ‘CRUX’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Trivial Point
৭২। What is the opposite meaning of ‘EXODUS’? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Entry
৭৩। ‘পুষ্ট’ এর বিপরীত শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ক্ষীণ।
৭৩। ‘প্রলয়’ এর বিপরীত শব্দ কী? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৃষ্টি।
৭৪। Initiate : End :: Remain :………..? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Retreat
৭৫। Clarity : Confusion :: Mediate :……….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Altercation
৭৬। Extract : Quotation :: Forecast :……….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Prediction
৭৭। Anachronism : Period :: Fallacy :………..? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Logic
৭৮। Wanton : Ascetic :: Obstreperous :…….? [২৯ তম বিসিএস লিখিত]
Ans: Shy
৩০ তম বিসিএস লিখিত পরীক্ষা – মানসিক দক্ষতাঃ
৭৯। IF 1394 = ACID then 4516 =? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ DEAF
৮০। ২, ৬, ১২, ৩৬, ৭২, ……..। শূন্য স্থানে কোন সংখাটি বসবে? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২১৬।
৮১। Bangladesh, Maldives, India, Srilanka, Pakistan, Nepal = ? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: B M I S P N
৮২। Flower : Fragrance :: Fire :……………? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Heat
৮৩। Mansion : Hut :: Elephant :……….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Rabbit
৮৪। Tonge : Speech :: Eye :……………? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Sight
৮৫। Bird : Feather :: Fish :………….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Scale
৮৬। Ruling : King :: Learning :…………….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Teacher
৮৭। Ornament : Ring :: Furniture :………? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Table
৮৮। Scribble : Write :: Stammer :…………..? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Speak
৮৯। Water is to Oxygen as Salt is to………..? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Sodium
৯০। Doctor is to Patient as Lawyer is to……….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: Client
৯১। Cattle is to Fodder as Fish is to…….? [৩০ তম বিসিএস লিখিত]
Ans: plankton
৯২। Aeroplane, Car, Scooter, Truck – among these four which one if different from other three?
Ans: Aeroplane
৯৩। কিলোমিটার, কিলোগ্রাম, মাইল, গজ – এদের মধ্যে কোনটি আলাদা? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কিলোগ্রাম।
৯৪। যদি TALE = LATE হয়, তবে CAFE = ? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ FACE
৯৫। VACATE = AVACET হলে, LITERATE = ? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ILETARATE
৯৬। পিঁয়াজ, টমেটো, আলু, গাজর – এর মধ্যে কোনটি আলাদা? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ টমেটো।
৯৭। ২০১০ সালের ১ জানুয়ারি শুক্রবার ছিলো। ঐ বছর ৩১ ডিসেম্বর কী বার ছিলো? [৩০ তম বিসিএস]
উত্তরঃ শুক্রবার।
৯৮। আগামি পরশু রফিকের জন্মদিন। পরের সপ্তাহের সেইদিন একটি উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের
দিন কি বা হবে? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বুধবার।
৯৯। সালেহা একটি বালিকা শ্রেণির উভয়পাশ থেকেই একাদশতম স্থানে থাকলে মোট বালিকা কতজন?
উত্তরঃ ২১ জন।
১০০। ৪৩, ২৩, ১৯, ১৬ – এখানে কোন সংখ্যাটি অন্যরকম? [৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬।

No comments:

Post a Comment