অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি

অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি
প্রস্তাবক - প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম উত্থাপন - ২০১৬
গৃহীত- জাতিসংঘের অধীনে মরক্কোর মারাকাশে আন্তর্জাতিক সম্মেলন 'প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার ডিসপ্লেসমেন্ট (পিডিডি) , ১০ ডিসেম্বর, ২০১৮ ।
বিষয়বস্তু : বৈশ্বিক অভিবাসনের ক্ষেত্রে দুর্দশা ও বিশৃঙ্খলা দূর করার কর্মপরিকল্পনার তৈরি করা

পক্ষে ভোট - ১৬০টির অধিক দেশ
বিপক্ষে ভোট - যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ
উল্লেখ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে অনুমোদিত ৪টি প্রস্তাব
১।২০১৮ সালে অভিবাসন সংক্রান্ত চুক্তি
২।২০১৫ সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা,
৩।২০১৩ সালে শান্তির সংস্কৃতি
৪।শান্তির মডেল

No comments:

Post a Comment