৩৭তম বিসিএস এ এসেছে জেনে রাখুন::
-
১, বাংলাদেশে স্টক একচেন্জ কয়টি?
উ, ২ টি।
-
২, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু
কোনটি?
উ, যমুনা সেতু।
-
৩, লালন জাদুঘর কোথায় অবস্থিত?
উ, কুষ্টিয়া।
-
৪, অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায়
অবস্থিত?
উ, চট্টগ্রাম।
-
৫, জাতীয় পতাকা দিবস কবে?
উ, ২মার্চ।
-
৬, কত সালে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র
আবিষ্কৃত
হয়?
উ, ১৯৫৫।
-
৭, সমুদ্রে বাংলাদেশের প্রথম
গ্যাসক্ষেত্র
কোনটি?
উ, সাঙ্গু।
-
৮, হলুদ বিহার কোথায় অবস্থিত?
উ, নওগাঁ।
-
৯, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ
পরিষদের
সভাপতি নির্বাচিত হয় কত সালে?
উ, ১৯৮৬।
-
১০, ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?
উ, বৌদ্ধ।
-
১১, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উ, ঢাকা।
-
১২, পাঁচ বিবির মাজার কোথায়
অবস্থিত?
উ, সোনারগাঁও।
-
১৩, স্মারক ভাস্কর্য কোথায় অবস্থিত?
উ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
-
১৪, শাহজালাল আন্তর্জাতিক বিমান
বন্দর কখন
চালু হয়?
উ, ১৯৮০।
-
১৫, এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে
সংযুক্ত করবে?
উ, ৩২টি।
-
১৬, নিচের কোনটি টাকার চিহ্ন?
উ, ৳
-
১৭, কত সালে নবাব সিরাজ-উদ- দৌলা
বাংলার
সিংহাসনে বসেন?
উ, ১৭৫৬।
-
১৮, কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতি?
উ, হামিদুর রহমান।
-
১৯, জাতীয় সংসদ ভবন এর স্থপতি?
উ, লুই আই কান
-
২০, মুজিবনগর স্মৃতি সৌধ এর স্থপতি?
উ, তানভীর কবির।
No comments:
Post a Comment