নদীর র্তীরে কিছু শহর:
.
✪ ফ্রান্সের রাজধানী প্যারিস অবস্থিত → সীন নদীর র্তীরে।
.
✪ শ্রীলংকার রাজধানী কলম্বো অবস্থিত →কালানী নদীর র্তীরে।
.
✪ বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থিত → বুড়িগঙ্গার নদীর র্তীরে।
.
✪ বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম অবস্থিত→
কর্ণফুলী নদীর র্তীরে।
.
✪ ইতালির রাজধানী রোম অবস্থিত →টাইবার নদীর র্তীরে।
.
✪ ইংল্যান্ডের রাজধানী লন্ডন অবস্থিত → টেমস নদীর র্তীরে।
.
✪ মিশরের রাজধানী কায়রো অবস্থিত→নীল নদের র্তীরে।
.
✪ নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডাম অবস্থিত→আমস্টেল নদীর র্তীরে।
.
✪ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবস্থিত →দানিউব নদীর র্তীরে।
.
✪ জার্মানির হামবুর্গ প্রদেশ অবস্থিত → এলবে ও আলস্টার নদীর র্তীরে।
.
✪ রাশিয়ার রাজধানী মস্কো অবস্থিত → মস্কোভা নদীর র্তীরে।
.
✪ কানাডার রাজধানী অটোয়া অবস্থিত →সেন্ট লরেন্স নদীর র্তীরে।
.
✪ তুরস্কের রাজধানী আঙ্কারা অবস্থিত → কিজিল নদীর র্তীরে।
.
✪ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ অবস্থিত →ভিশ্চুলা নদীর র্তীরে।
.
✪ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন অবস্থিত →পোটোম্যাক নদীর র্তীরে।
.
✪ সুদানের রাজধানী খার্তুম অবস্থিত →ব্লু নীল ও হোয়াইট নীল ।
.
✪ আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন অবস্থিত → লিফে নদীর র্তীরে।
.
✪ ভারতের রাজধানী দিল্লী অবস্থিত → যমুনা নদীর র্তীরে।
.
✪ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ → অবস্থিত বিটাভ নদীর র্তীরে।
.
✪ জার্মানীর রাজধানী বার্লিন অবস্থিত → স্প্রি নদীর র্তীরে।
.
✪ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট অবস্থিত → দানিউব নদীর র্তীরে।
.
✪ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারস অবস্থিত →প্লাটা নদীর র্তীরে।
.
✪ থাইল্যান্ড রাজধানী ব্যাংকক অবস্থিত → মিনাম নদীর র্তীরে।
.
✪ যুগোশ্লেভিয়ার রাজধানী বেলগ্রেড অবস্থিত → দানিউব নদীর র্তীরে।
.
✪ স্পেনের রাজধানী মাদ্রিদ অবস্থিত →মানজানেরে নদীর র্তীরে।
.
✪ পর্তুগাল রাজধানী লিসবন অবস্থিত →টেগাস নদীর র্তীরে।
.
✪ জাপনের রাজধানী টোকি অবস্থিত→ আরাকার্ডয়া নদীর র্তীরে।
.
✪ চীনের রাজধানী বেইজিং অবস্থিত → হোয়াংহো নদীর র্তীরে।
.
✪ ইরাকের রাজধানী বাগদাদ অবস্থিত → টাইগ্রিস নদীর র্তীরে।
.
✪ সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ অবস্থিত → ইস্ট নদীর র্তীরে।
.
✪ লিভারপুল ( ইংল্যান্ড ) অবস্থিত → মার্সি নদীর র্তীরে।
.
✪ কানাডার মন্ট্রিল প্রদেশ অবস্থিত → সেন্ট লরেন্স নদীর র্তীরে।
.
✪ পাকিস্তানের করাচি প্রদেশ অবস্থিত → সিন্ধু নদীর র্তীরে।
.
✪ পাকিস্তানের লাহোর অবস্থিত → রাভী নদীর র্তীরে।
.
✪ ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশটি অবস্থিত → বাটাং হারি নদীর র্তীরে।
.
✪ সিডনী অষ্ট্রেলিয়া অবস্থিত → মারে ডালিং নদীর র্তীরে।
.
✪ চীনে সাংহাই প্রদেশ অবস্থিত → ইয়াং সি কিয়াং নদীর র্তীরে।
.
✪ চীনের হংকং প্রদেশ অবস্থিত →ক্যান্টন নদীর র্তীরে।
.
✪ জার্মানীর বন প্রদেশ অবস্থিত → রাইন নদীর র্তীরে।
.
✪ ইংল্যান্ডের ব্রিস্টল অবস্থিত →এডন নদীর র্তীরে।
.
✪ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রদেশ অবস্থিত → হাডসন নদীর র্তীরে।
.
✪ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরটি অবস্থিত → ডিলাওয়ারি নদীর র্তীরে।
.
✪ চীনের পিকিং/বেইজিং অবস্থিত →হোয়াংহো নদীর র্তীরে।
.
✪ সিরিয়ার রাক্কা শহর অবস্থিত →ইউফ্রেটিস নদীর র্তীরে।
.
✪ মায়ানমার আকিয়াব অবস্থিত → ইরাবতী নদীর র্তীরে।
.
✪ মিশরের আলেকজান্ডিয়া অবস্থিত → নীল নদীর র্তীরে।
.
✪ মায়ানমারের ইয়াঙ্গুন অবস্থিত → ইরাবতী নদীর র্তীরে।
.
✪ ভারতের উত্তর প্রদেশ এলাহাবাদ অবস্থিত →গঙ্গা ও যমুনার নদীর র্তীরে।
.
✪ ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যে রাজধানী আগ্রা অবস্থিত → যমুনা নদীর র্তীরে।
.
✪ ভারতের উওর প্রদেশ রাজ্যে অবস্থিত → যমুনা নদীর নদীর র্তীরে।
.
✪ ভারতের কলকাতা অবস্থিত → হুগলী নদীর নদীর র্তীরে।
.
✪ ভারতের লখনৌ অবস্থিত → গোমতী নদীর র্তীরে।
.
✪ ভারতের শ্রীনগর অবস্থিত → ঝিলম নদীর র্তীরে।
.
✪ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজধানী পাটনা অবস্থিত → গঙ্গা নদীর র্তীরে।
.
✪ জার্মানীর ডানজিক অবস্থিত → ভিস্টুলা নদীর র্তীরে।
.
✪ কানাডার কুইবেক অবস্থিত → সেন্ট লরেন্স নদীর র্তীরে।
.
✪ ভারতের কানপুর অবস্থিত →কাবুল নদীর র্তীরে।
.
✪ চীনে ক্যান্টন অবস্থিত→ চাং কিং নদীর র্তীরে।
No comments:
Post a Comment