অক্সফোর্ডে চালু হয়েছে নতুন শব্দ Ze (জি)

অক্সফোর্ডে চালু হয়েছে নতুন শব্দ Ze (জি)
============================
উদাহরণঃ Ze is my friend= ও আমার বন্ধু।
লিঙ্গভেদ দূরীকরণ এবং তৃতীয় লিঙ্গকেও শব্দে অন্তর্ভুক্ত করতে Ze একটা যুগান্তকারী প্রচলন হতে যাচ্ছে।
যেমন ধরুন, He মানে তিনি (ছেলে অর্থে), She মানেও তিনি (মেয়ে অর্থে)। তাহলে হিজড়াদের বেলায় কি বলা হবে?
#Ze এই প্রশ্নের সমাধান। Ze মানে তিনি, হোক তিনি পুরুষ, মহিলা কিংবা হিজড়া।
He/She, His/Her ইত্যাদি শব্দ লিঙ্গবৈষম্য তৈরিতে প্রভাবক হিসাবে কাজ করে এবং He/She এর বাইরে যেসব মানুষ আছে তাদের অবজ্ঞা করা হয়। Ze হবে এসব লিঙ্গবোধক শব্দের পরিপূরক যাতে কেউই আলাদা পরিচয় পাবেনা এবং হিজড়াদের অধিকারও ক্ষুণ্ণ হবেনা। খুশির খবর হলো, শীঘ্রই শব্দটি অক্সফোর্ড ডিকশনারি ছাপিয়ে সারা বিশ্বে ব্যবহৃত হতে যাচ্ছে!
Practice: I like zer very much. (আমি তাকে খুব পছন্দ করি)

No comments:

Post a Comment