#নির্বাচন_ফ্যাক্ট #না_জানলেও_ক্ষতি_নেই
১. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন : ৭ই মার্চ ১৯৭৩
২. প্রথম নির্বাচন কমিশনার: এম ইদ্রিস।
৩. মোট নির্বাচিত আসন: ৩০০টি।
৪. সংরক্ষিত আসন: ৫০টি।
৫. ১নং আসন: পঞ্চগড়।
৬. ৩০০তম আসন: বান্দরবান।
৭. সবচেয়ে বেশি আসন: ঢাকা জেলায় ২০টি।
৮. সবচেয়ে কম আসন: পার্বত্য তিন জেলায়।
৯. সবচেয়ে বেশি ভোটার: ঢাকা-১৯।
১০. সবচেয়ে কম ভোটার: ঝালকাঠি-১।
No comments:
Post a Comment