★★এক নজরে বিশ্বঃ

★★এক নজরে বিশ্বঃ
@ পৃথিবীর আয়তন=৫০,৯৫,৫৩,০০০ বর্গ কি.মি(প্রায়)।
@ পৃথিবীর স্থলভাগের আয়তন=১৪,৮৬,৪৭,০০০ বর্গ কি.মি(প্রায়)।
@ পৃথিবীর জলভাগের আয়তন=৩৬,১৪,১৯,০০০ বর্গ কিমি(প্রায়)।
@ জলভাগের পরিমাণ বেশি=দক্ষিণ গোলার্ধে।
@ পৃথিবীর পরিধি=৪০,০৭০ কি.মি।
@ পৃথিবীর ব্যাস=১২,৭১৫ কি.মি(নিরক্ষরেখায়)।
@ নিজ অক্ষে একবার আবর্তনে পৃথিবীর সময় লাগে=২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪১ সেকেন্ড।
@ নিজ কক্ষপথে একবার আবর্তনে পৃথিবীর সময় লাগে=৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।
@ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব=১৪ কোটি ৯৫ লক্ষ কি.মি(প্রায়)।
@ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে=৮ মিনিট ৩২ সেকেন্ড (প্রায়)।
@ বৃ্হস্পতি গ্রহের উপগ্রহ=৬৭ টি।
@ শনির উপগ্রহ=৬২ টি।
@ বুধের উপগ্রহ =নেই।
@ পৃথিবীর একমাত্র উপগ্রহ=চাদ।
@ ডিমোস ও ফোবোস =মঙ্গলের ২টি উপগ্রহ।
@ পৃথিবীতে মোট রাষ্ট্র =২৩০ টি।
★★ সাগর ও মহাসাগরঃ
@ আয়তনে বৃহত্তম মহাসাগর =প্রসান্ত।
@ আয়তনে ক্ষুদ্রতম মহাসাগর=আর্কটিক।
@বিভিন্ন মহাসাগরের গভীরতম স্থানঃ
# প্রসান্ত=মারিয়ানা ট্রেঞ্চ।
# আটলান্টিক =পোর্তোরিকো।
# ভারত =সুন্দা টেঞ্চ।
# আর্কটিক =ইউরেশিয়ান বেসিন।
# ভুমধ্য =মাতাপ্যান।
@ বিভিন্ন মহাসাগরের আয়তনঃ
# প্রশান্ত=১৬,৫৭,২৩,১০০ কি.মি।
# আটলান্টিক=৮,১৬,৩২,৩৮৪ কি.মি।
# এন্টার্কটিক= ১,৯৪,২৫,০০০ কি.মি।

No comments:

Post a Comment