জানুন কিছু গুরুত্বপূর্ন কথা

জানুন কিছু গুরুত্বপূর্ন কথা
★ মানুষ যখন ভয় পায় তখন তার মগজ ৮
সেকেন্ড এর জন্য কাজ করা বন্ধ করে দেয়।
★ রাজহাঁস ৩০ বছর পর্যন্ত বেচে
থাকতে পারে,, প্রায় অর্ধ বয়সী মানুষের সমান।
★৩ ফোটা বির্য তৈরি হতে প্রায় ৭২ ঘন্টা সময় লাগে।
★ ছেলে ৯৪% এবং মেয়ে ৩৭% হস্তমৈথুন
কাজে জড়িয়ে রয়েছে, এর মূল কারন
হলো আধুনিকতা।
★ মানুষ চিন্তা করার সময় বেশি ভুল করে।
★ অতিরিক্ত হস্তমৈথুন এর ফলে আপনার
শরন শক্তি কমে যাচ্ছে, যার ফলে আপনার
অতীতের মহা মূল্যবান কথা গুলো ভুলে
যাচ্ছেন।
★ একটি কুকুর এক বেলা পেট পুরে খেয়ে আর
প্রতিদিন শুধু পানি পান করে ৫৩ দিন
পর্যন্ত বেচে থাকতে পারে।
★ প্রতি বছর ১৬ লাখ অটিজম শিশুর জন্ম হচ্ছে।
★ কুকুর রাতের বেলায় ২ কি. মি পর্যন্ত
সকল কিছু দেখতে পান।
★ পিপড়া তার চোখ বন্ধ করে খাদ্য গ্রহন
করে।
★ ভারতে থানায় প্রতিদিন প্রায় ১৩৭ টি ধর্ষন কেস পড়ে।
★ কানাড়ার প্রত্যেক নারী ৩৮/৪০ বছর
বয়সে সন্তান নেওয়ার পরিকল্পনা গ্রহন
করেন,,পূর্বের বয়স টুকু enjoy হিসেবে
পাড়ি দেন।
★ বাতাসের সাথে প্রায় ১৫ লাখ জীবানু
ভেসে বেড়াচ্ছে।
★ জিরাফ মাএ ১৯ মিনিট ঘুমায়।
★ একটি গন্ডারের শক্তি ২৭ জন মানুষের সমান।
★ হজম শক্তি সবচেয়ে বেশি হাতির।
১ঘন্টা পর পর ৪০ কেজি খাদ্য গ্রহন করতে পারে।
★ একটি নারী তার প্রসংসা কে বেশি
ভালবাসে।
★ একটি নারী সুন্দর ছেলে কে বেশি পছন্দ
করে, আর কালো ছেলের টাকা কে
বেশি পছন্দ করেন।
★ ১ কেজি কমলার চেয়ে ২৫০ গ্রাম
গাজরের গুন বেশি।
★ কম টাকায় অধিক পুষ্টির
তালিকায় শির্ষে রয়েছে কলা।
বিঃদ্রঃ আমাদের পোষ্ট
গুলো যদি আপনার ভাল
লাগে তাহলে অবশ্যয় কমেন্ট
করে জানাবেন।
তাহলে আর ভাল পোষ্ট
নিয়ে হাজির হব।

No comments:

Post a Comment