জব অ্যাফেয়ার্স- ২০১৮

 3G প্রযুক্তি প্রথম চালু হয়-- জাপান।
 4G প্রযুক্তি প্রথম চালু হয় -- দক্ষিণ কোরিয়া (2006 সালে)।
 বিশ্বের সবচেয়ে দ্রুতগামী জাহাজের নাম-- ফ্রান্সিসকো।
 প্রথম বেসরকারি মহাকাশযানের নাম-- ড্রাগন। 
 সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম মানুষ্যবাহী বিমানের নাম-- সোলার ইমপালস। 
 বিশ্বে তারবিহীন টেলিফোন ব্যাবহারে শীর্ষ দেশ-- চীন।
 বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরনে শীর্ষ দেশ-- চীন
 বায়ু বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ-- যুক্তরাষ্ট্র 
 গ্রাহক সংখ্যায় বিশ্বের শীর্ষ মোবাইল ফোন অপারেটর-- চায়না মোবাইল।
 বিশ্বে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু হয়-- ২০১৩ সালে।
 বিশ্বে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু হয়-- পাকিস্তানে।
 বিশ্বের সর্বাধিক নিক্লিয়ার পাওয়ার বু এক্ট্যার রয়েছে-- যুক্তরাষ্ট্রে।
 মোবাইল ডিবাইসের প্রান বলা হয়-- অ্যাপকে।
 বর্তমান বিশ্বের ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ-- দক্ষিন কোরিয়া। 
 বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম-- FAST.
 FAST টেলিস্কোপ নির্মাণ করে-- চীন।
 প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়া সোলার উড়জাহাজের নাম-- সোলার ইমপালস-২।
 আধুনিক আলোক বিজ্ঞানের জনক-- আল হাজেন।
 ড্রোন হলো-- চালকবিহীন বিমান।
 অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্টফোনে এর নাম-- এইচটিসি ড্রিম।
 হাইড্রোজেন বোমার জনক-- এডওয়ার্ড টেলার।
 বিশ্বে আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের নাম-- সানওয়ে তাইহুলাইট (চীন)।

No comments:

Post a Comment