১. বর্তমান দেশে বীরঙ্গনাদের সংখ্যা- ২৩১
২. বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় অবস্থিত নতুন চর- বিহঙ্গ চর(১৫০ একর আয়তন)
৩. দেশে বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে - ৬টি।
৪. ডিএমপি'র ৫০তম থানা হিসে 'হাতিরঝিল' যাত্রা শুরু করে ৭জুলাই ২০১৮
৫. ৬টি থানা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ(RMP) যাত্রা শুরু করে।
৬. বাংলাদেশ বিশ্বের ১১৯তম দেশ হিসেবে e-passport যুগে প্রবেশ করতে যাচ্ছে। এতে ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার আছে।
৭. ১৬ জুলাই "প্রবাসী কল্যাণ ব্যাংক" তফসিলভুক্ত হওয়ার। বর্তমানে মোট তফসিলভুক্ত ব্যাংক ৫৮টি। রাষ্ট্রীয়খাতের তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা নয়।
৮. রপ্তানি আয় ২০১৭-১৮:
★রপ্তানি আয়য়ঃ ৩,৬৬৬.৮১ মার্কিন ডলার
★রপ্তানি আয়ে প্রবৃদ্ধিঃ ৫.৮১%
★ সবচেয়ে বেশি রপ্তানি খাতে আয়- তৈরি পোশাক, ২য় চামড়াজাত, ৩য় পাটজাত।
★ বাংলাদেশ বেশি রপ্তানি করে- যুক্তরাষ্ট্রে
৯. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এ পর্যন্ত ৩৩টি মামলায় মোট ৭১জনের অভিযুক্তের সাজা হয়।
১০. NFC = Near Field Communication
১১. ২০২০-২১ মুজিব বর্ষ পালন কররা হবে ।
১২. ১৫ আগষ্ট ২০@৮ বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী।
১৩. গোল্ডেন ম্যান বুকার পুরষ্কার লাভ করেন- মাইকেল ওন্দাৎজ(The English Patient)
১৪. ২০১৮ নজরুল পদক পুরস্কার পান- শাহীন সামাদ ও সুমন চৌধুরী।
১৫. চাষকৃত মাছ উৎপাদনে শীর্ষ ৫ দেশ- ১. চীন ২. ভারত ৩. ইন্দোনেশিয়া ৪. ভিয়েতনাম ৫. বাংলাদেশ
১৬. মাছ রপ্তানিতে শীর্ষ দেশ- চীন
১৭. মিঠা পানির মাছ উৎপাদনে- বাংলাদেশ ৩য়।
১৮. মানবাধিকার সংস্থা অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল এর নতুন মহাসচিব- কুমি নাইডু।
১৯. ন্যাটোর ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয় ১১-১২ জুলাই। ব্রাসেলস, বেলজিয়াম।
২০. BSMSTEC এর ৪র্থ শীর্ষ সম্মেলন হবে নেপালের কাঠমান্ডুতে।
২১. "যা ইচ্ছা তাই" আত্মজৈবনিকমূলক সংকলনটি ফেরদোসী মজুমদারের।
২২. "দৃপ্ত শপথ" হলি আর্টিজন বেকারিতে হামলায় নিহত পুলিশের স্মরণে গুলশানে নির্মিত ভাস্কর্য। ভাস্কর -মৃণাল হক।
২৩. নাটোর শহরে বঙ্গবন্ধুর ২টি ম্যুরাল নির্মাণ করা হয়।
২৪. বিশ্বের সবচেয়ে দারিদ্র্য দেশ - নাইজেরিয়া। ২য় - ভারত।
২৫. বাংলাদেশে চরম দারিদ্র্যের সংখ্যা ১ কোটি ৬৭ লক্ষ। মোট জনসংখ্যার ১০.৫%
২য় অধ্যায়
১. বনভূমির পরিমাণঃ
★FAO এর তথ্যমতে বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ- ১৩.৫%
★পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মতে - ১৭.৬২%
২. বিশ্বে গড়ে ২০% প্রাণিজ আমিষ আসে মাছ থেকে। কিন্তু বাংলাদেশে হার ৫৮%
৩. ১২ জুলাই প্রথমবারের মতো খলসে মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন করে বাংলাদেশ মৎস গবেষণা ইনিষ্টিটিউট।
৪. বাংলাদেশ মৎস গবেষণা ইনিষ্টিটিউট থেকে এ পর্যন্ত ১৮টি বিলুপ্তপ্রায় প্রজাতির পোনা উৎপাদন ও চাষাবাদ কৌশল উদ্ভাবন করা হয়েছে।
৫. সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় - ৮জুলাই ২০১৮ (১০ সংসদের, ২১তম অধিবেশনে)
৬. একাদশ সংসদ থেকে পরবর্তী ২৫ বছর নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে।
৭. সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ পরিবর্তন করা হয়।
৮. রোমানিয়ায় ৫৯তম গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে প্রথম স্বর্ণ পদক লাভ করে - আহমেদ জাওয়াদ চৌধুরী।
৯. ইরানের তেহরানে অনুষ্ঠিত ২৯তম জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ পক্ষে প্রমথবারের মত ব্রোঞ্জ পদক লাভ করে- অদ্বিতীয় নাগ।
১০. কমনওয়েলথ এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। (২ বছরের জন্য)
১১. ৬১তম কমনওয়েলথ এর "পয়েন্ট অব লািট" পুরস্কার লাভ করে শারমিন সুলতানা।
১২. ইসরাইলকে "ইহুদি জনগণের রাষ্ট্র" ঘোষণা করা হয় - ১৯জুলাই, ২০১৮।
★হিব্রুকে জাতীয় ভাষা এবং আরবিকে বিশেষ ভাষার মর্যাদা দেওয়া হয়।
★সম্পূর্ণ জেরুজালেমকে ইসরাইলের রাজধাণী হিসেবে স্বীকৃতি প্রদান করে।
১৩. ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ট্রাম্প -পুতিন বৈঠক করে- ১৬জুলাই,২০১৮
১৪. বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ইউরোপীয় ইউনিয়ন ও জাপান- ১৭জুলাই, ২০১৮
১৫. CPTPP 'র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় - জাপানের টোকিওতে। # গোলাম মোর্শদে #
১৬. জাতিসংঘেরর বৈশ্বিক অভিবাসন চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ায় - ২ডিসেম্বর ২০১৭
১৭. এশিয়ার শীর্ষ ধনী - মুকেশ আম্বানি, ভারত(রিলায়েন্স গ্রুপ) ২য় জ্যাক মা, চীন(আলিবাবা গ্রুপ)
১৮. আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে ।
১৯. পাকিস্তানেরর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৫ জুলাই।
২০. সম্প্রতি পাকিস্তান চীন থেকে দু'টো স্যাটেলাইট উৎক্ষেপণ করেন।
২১. বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু হয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে।
২২. দুই দেশের মধ্যে শান্তিচুক্তি করে- ইথিওপিয়া ও ইরিত্রিয়া।
২৩. কিউবার নতুন সংবিধান পরিবর্তনে দেশটি সাম্যবাদ থেকে সমাজতান্ত্রিক পথে হাঁটতে শুরু করে।
২৪. তুরস্কে প্রধানমন্ত্রীর পথ বিলুপ্ত ঘোষণা করা হয়- ১৪ হুলাই, ২০১৮ এখন থেকে প্রেসিডেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী।
২৫. তুরস্কে ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়য়- এরদোগান।
২৬. মালয়েশিয়া "জাকির নায়য়েক" কে নাগরিকত্ব প্রদান করে
২৭. OPEC 'র সদস্যা এখন ১৫টি। সর্বশেষ সদস্য- কঙ্গো প্রজাতন্ত্র।
No comments:
Post a Comment