Vocabulary নিয়ে একটা অসাধারন পোষ্ট#
প্রথমেই বলে নিচ্ছি এই Post টি একবার পড়ে সব শিখে নেবার Post নয়। মাঝে মাঝেই পড়তে হবে, প্রতিটা Exam এর আগে অন্তত ২ বার Revision দিতে হবে।
:
Vocabulary Stock Enrich করা কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার কিছু নেই।যারা Vocabulary তে দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি তাদের জন্য কিছু একটা করার প্রচেষ্টা থেকেই আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ Vocabulary কে এখানে Include করেছি। এর জন্য আমাকে বিগত ১০০ টি Exam Questionnaire Analysis করতে হয়েছে। আমি ৪৫ টি মৌলিক শব্দ পেয়েছি যেগুলার প্রাধান্য Exam গুলাতে সবথেকে বেশি। আমি দেখেছি এই Word + এদের Synonym গুলা আয়ত্ব করতে পারলে 80-90% ক্ষেত্রে আপনি Vocabulary Related Questions গুলার সঠিক Answer দিতে পারবেন।
:
Basic Words:
:
একগুঁয়ে/অনমনীয় (Obdurate), ক্ষতিকর (Deleterious), বিসদৃশ (Discordant), অলস (Indolent), স্থির (Stagnant), আকর্ষণ করা (Attract), স্বল্পভাষী (Taciturn), প্রশংসা করা (Praise), আশাবাদী (Optimistic), শান্ত (Calm), সুবিবেচনাপূর্ণ (Meticulous), সম্মত হওয়া (Concur), স্পষ্ট (Articulate), শ্রদ্ধাভক্তি (Veneration), Repudiate (পরিত্যাগ করা), বন্ধুসুলভ (Genial), নিন্দা করা (Criticize), স্বচ্ছ (Limpid), অনিয়মিত (Capricious), নমনীয়/বাধ্য (Submissive), আধিক্য (Plethora), তাৎক্ষণিক (Impromptu), হ্রাস/প্রশমিত করা (Assuage), ভাসা-ভাসা (Perfunctory), আনুষঙ্গিক (Peripheral), ধ্বংস করা (Ruin), প্রচলিত (Orthodox), নবিস (Neophyte), স্বাধীন করা (Emancipate), শব্দবাহুল্য (Wordiness), আনন্দময় (Joyful), বিহ্বলতা (Puzzle), দুর্বল (Feeble), জ্ঞানী (Sagacious), অদক্ষ (Unskilled), দক্ষ (Expert), অস্বচ্ছ (Obscure), বাঁধা (Obstacles), দুর্দশা (Misery), বিলাপ করা (Moan), সেকেলে (Obsolete), প্লাবিত করা (Indulge), সহানুভূতিশীল (Sympathetic), পুনরুজ্জীবিত করা (Revive), বাধ্যতামূলক (Obligatory), পরাজিত করা (Defeat)
:
Synonyms:
:
১। Obdurate (অনমনীয়) = Stubborn, Obstinate, Intransigent, Inflexible, Unbending, Pig-Headed, Mulish, Headstrong, Adamant.
:
২। Deleterious (ক্ষতিকর) = Unfortunate, Detrimental, Unwholesome, Baleful, Noxious, Toxic, Lethal, Malign, Malignant, Malevolent.
:
৩। Indolent (অলস) = Slothful, Sluggardly, Lackadaisical, Languid, Inert, Sluggish, Lethargic, Torpid.
:
৪। Stagnant (স্থির) = Motionless, Static, Stationary, Slack, Putrid, Sluggish, Dormant.
:
৫। Attract (আকর্ষণ করা) = Magnetize, Entice, Allure, Lure, Tempt, Enchant, Entrance, Captivate, Beguile, Bewitch, Seduce, Titillate.
৬। Taciturn (স্বল্পভাষী) = Untalkative, Reticent, Tight-Lipped, Mute, Dumb, Inarticulate, Reserved.
৭। Praise (প্রশংসা করা) = Commend, Applaud, Eulogize, Worship, Glorify, Exalt, Lionize, Hail, Venerate.
৮। Optimistic (আশাবাদী) = Sanguine, Positive, Bullish, Buoyant, Promising, Auspicious, Propitious.
৯। Calm (শান্ত) = Serene, Tranquil, Unruffled, Unperturbed, Placid, Phlegmatic.
১০। Meticulous (সুবিবেচনাপূর্ণ) = Careful, Conscientious, Diligent, Scrupulous, Punctilious, Painstaking, Studious, Rigorous, Perfectionist, Fastidious, Methodical.
১১। Concur (সম্মত হওয়া) = Agree, Go Along, Consent, Assent, Accord, See Eye To Eye, Acquiesce.
১২। Articulate (স্পষ্ট) = Eloquent, Fluent, Persuasive, Lucid, Silver-Tongued, Intelligible, Enunciate.
১৩। Veneration (শ্রদ্ধাভক্তি) = Reverence, Exaltation, Esteem, Deference, Felicitations, Salutation.
১৪। Repudiate (পরিত্যাগ করা) = Renounce, Abandon, Disown, Revoke, Rescind, Nullify.
১৫। Genial (বন্ধুসুলভ) = Affable, Cordial, Amiable, Approachable, Sociable, Convivial.
১৬। Criticize (নিন্দা করা) = Censure, Denounce, Condemn, Pillory, Disparage, Belittle, Denigrate, Deprecate, Trivialize, Vilify, Scorn, Mock, Chastise, Reprimand, Castigate.
১৭। Limpid (স্বচ্ছ) = Transparent, Crystal, Glassy, Translucent, Pellucid, Lucid, Vivid.
১৮। Capricious (অনিয়মিত) = Fickle, Inconsistent, Variable, Mercurial, Volatie, Unpredictable, Temperamental, Whimsical, Fanciful, Quirky, Faddish.
১৯। Wordy (শব্দবহুল) = Verbose, Loquacious, Garrulous, Prolix, Voluble, Pleonastic.
৩০। Joyful (আনন্দময়) = Cheerful, Merry, Bubbly, Exuberant, Ebullient, Jubilant, Euphoric.
৩১। Puzzle (বিহ্বলতা) = Perplex, Bewilder, Bemuse, Mystify, Confound, Ponder, Enigma, Paradox.
৩২। Feeble (দুর্বল) = Weak, Frail, Delicate, Sickly, Spineless, Timid, Ineffectual.
৩৩। Sagacious (জ্ঞানী) = Sage, Astute, Shrewd, Prudent, Judicious, Insightful.
৩৪। Unskilled (অদক্ষ) = Inexpert, Amateurish, Blue-Collar, Amateur, Inept, Maladroit, Clumsy, Awkward, Bungling.
৩৫। Skilled (দক্ষ) = Proficient, Adept, Adroit, Dexterous, Accomplished.
৩৬। Obscure (অস্বচ্ছ/অস্পষ্ট) = Vague, Dubious, Hazy, Ambiguous, Oracular, Blurry, Opaque, Abstruse.
৩৭। Obstacle (বাঁধা) = Hurdle, Stumbling, Impediment, Hindrance, Handicap, Deterrent.
৩৮। Misery (দুর্দশা) = Distress, Anguish, Anxiety, Angst, Grief, Despair, Dejection, Gloom.
৩৯। Moan (বিলাপ করা) = Groan, Wail, Whimper, Sob, Cry, Sough, Murmur, Grouse.
৪০। Obsolete (সেকেলে) = Out Of Date, Outworn, Antiquated, Antediluvian, Anachronistic, Archaic.
৪১। Swamp (প্লাবিত করা) =Flood, Inundate, Deluge, Immerse, Soak, Dreanch, Saturate, Overwhelm.
৪২। Sympathetic (সহানুভূতিশীল) = Compassionate, Solicitous, Empathetic, Commiserative, Consoling, Congenial.
৪৩। Revive (পুনরুজ্জীবিত করা) = Resuscitate, Bring Round, Come Round, Reinvigorate, Revitalize, Restore, Rejuvenate.
৪৪। Obligatory (বাধ্যতামূলক) = Compulsory, Mandatory, Statutory, Incumbent, Imperative, Requisite, Essential.
৪৫। Defeat (পরাজিত করা) = Beat, Conquer, Triumph Over, Trounce, Subdue, Slaughter, Demolish.
Note: [সময় পেলেই মাঝে মাঝে দেখবেন, খাতায় লিখেও Practice করলে বেশি উপকৃত হবেন
No comments:
Post a Comment