বিষয় : কম্পিউটার

বিষয় : কম্পিউটার
::::::::::::::::::::::::::::::::::::::::::
০১. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তরঃ ENIAC।
০২. UNIX কী?
উত্তরঃ একটি অপারেটিং সিস্টেম।
০৩. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে
সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে
-
উত্তরঃ বাইনারি।
০৪. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ ১৯৭১ সালে।
০৫. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় -
উত্তরঃ হাইব্রিড কিম্পউটার।
০৬. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা
হয় -
উত্তরঃ টেলিমেডিসিন।
০৭. The "home page" of a web site is -
উত্তরঃ The first page।
০৮. বাংলাদেশে প্রথম অনলাইন পত্রিকা কোনটি?
উত্তরঃ বিডি নিউজ।
০৯. 3G বলতে কি বুঝায়?
উত্তরঃ Third Generation।
১০. PDF বলতে কি বুঝায়?
উত্তরঃ Portable Document File।
১১. 'হার্ডডিস্ক' মাপার একক হলো -
উত্তরঃ গিগাবাইট।
১২. Disc Storage এক ধরনের কী?
উত্তরঃ Memory।
১৩. 'MPG' কী?
উত্তরঃ Animation/movie file।
১৪. রঙিন মনিটরের পিক্সিলে কয় ধরনের রঙ থাকে?
উত্তরঃ ৩টি।
১৫. SQL বলতে কী বোঝায়?
উত্তরঃ Structured Query Language।
১৬. Y2K - তে K মানে -
উত্তরঃ হাজার।
১৭. Gateway - এর কাজ কী?
উত্তরঃ LAN-এর মাধ্যমে দুটি কম্পিউটারকে যুক্ত করা।
১৮. WINDOWS কী?
উত্তরঃ অপারেটিং সিস্টেম।
১৯. ARPANET থেকে পাঠানো প্রথম মেসেজটি কি ছিল?
উত্তরঃ "Lo"
২০. URL বলতে বোঝায় -
উত্তরঃ Uniform Resource Locator।

No comments:

Post a Comment