৪০ বিসিএস এর বাংলা সাজেশন

যারা খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য ৪০ বিসিএস এর বাংলা সাজেশন।
একটু দেরি হয়ে গেল
=========================
অনেকেই জানতে চেয়েছিলেন বাংলা বিষয়ের ফাইনাল সাজেশন হিসেবে কী পড়বেন। তাহলে পড়ুন >>>>
আপনি যদি ৩৫ এ ৩০ পেতে চান তাহলেই আপনি আমার এই কথা মেনে চলবেন।
বাংলা সাহিত্যে ২০ নাম্বার। এখানে ১৭/১৮ পাওয়া যায়।আর এ জন্য পড়তে হবে >>>>>>>>
১.প্রাচীন যুগ >>>চর্যাপদ + বাংলা সাহিত্যের যুগবিভাগ।
২. মধ্যযুগ >>> অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, ময়মনসিংহ গীতিকা, নাথ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, পুথি সাহিত্য।
৩. আধুনিক যুগের সব চেয়ে বেশি নাম্বার আছে > ১৫।
তাই এখানে আপনাকে পড়তেও হবে অনেক বেশি,তবে পরিকল্পনামাফিক। যা যা পড়বেন>>>>>>>>>>>>>>>
# আধুনিক যুগের সাহিত্যের ধারা।
# ফোর্ট উইলিয়াম কলেজ।
# ঈশ্বরচন্দ্র গুপ্ত।
# ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
# মাইকেল মধুসূদন দত্ত।
# দীনবন্ধু মিত্র।
# বিহারীলাল চক্রবর্তী।
# বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
# মীর মোশাররফ।
# কায়কোবাদ।
# রবীন্দ্রনাথ ঠাকুর।
# প্রমথ চৌধুরী।
# শরৎচন্দ্র।
# বেগম রোকেয়া
# বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
# কাজী নজরুল ইসলাম।
# জীবনানন্দ দাশ।
# অমীয় চক্রবর্তী।
# জসীম উদদীন।
# বিষ্ণু দে।
# সমর সেন।
# মানিক বন্দোপাধ্যায়।
# সুফিয়া কামাল।
# আহসান হাবীব।
# ফররুখ আহমদ।
# সৈয়দ ওয়ালীউল্লাহ।
# সৈয়দ আলী আহসান।
# জাহানারা ইমাম।
# মুনীর চৌধুরী।
# সুকান্ত ভট্টাচার্য।
# শামসুর রাহমান।
#জহির রায়হান।
# আনিসুজ্জামান।
# সৈয়দ শামসুল হক।
# আল মাহমুদ।
# জাফর ইকবাল।
# রফিক আজাদ।
# ড. নীলিমা ইব্রাহীম।
এই কবি সাহিত্যিকদের বিস্তারিত পড়ুন। সহজ বাংলা ভাষা ও সাহিত্যে যত টুকু আছে তা যথেষ্ঠ।এখান থেকে ৭/৮ কমন পাবেন। আরো ৫/৬ পেতে চাইলে আপনাকে পড়তে হবে >>>>>>>>>> সহজ বাংলা ভাষা ও সাহিত্যের বই থেকে ২৩৬ থেকে ২৭১ পৃষ্ঠা পর্যন্ত। 

No comments:

Post a Comment