এগুলো পরীক্ষায় আসবে শতভাগ নিশ্চিত থাকেন

কি কি পড়বেন!
নিচের টপিক গুলো শেষ করেন করেন। কারণ প্রাইমারির প্রশ্ন এগুলোর বাইরে হয়না বললেই চলে। এগুলো পরীক্ষায় আসবে শতভাগ নিশ্চিত থাকেন।
বিষয়ঃ গণিত
১.লাভ ক্ষতি
২.শতকরা, সুদকষা
৩.অনুপাত ও গড়
৪.নৌকা ও স্রোতের অংক
৫.মিশ্রণের অংক
৬.কাজের অংক
৭.মান নির্ণয় ও সেট (বীজগণিত)
৮.উৎপাদক (বীজগণিত)
৯.পিতা ও পুত্র
১০.সমান্তর ধারা ও গুণোত্তর ধারা
১১.চৌবাচ্চার অংক
১২.জ্যামিতিঃ রেখা, কোন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, ট্রাপিজিয়াম ইত্যাদি।
বইঃ ক্লাস সিক্স-এইটের গণিত, জর্জ ম্যাথ রিভিউ (MP3), খাইরুলস বেসিক ম্যাথ (দু্র্বলদের জন্য)। এছাড়াও যার যার পছন্দমাফিক বই কিনে নিতে পারেন।
বিষয় ইংরেজিঃ
VOICE
NARRATION
PARTS OF SPEECH (NOUN, ADJECTIVE, ADVERB, PREPOSITION, VERB)
SENTENCE CORRECTION
SPELLING
NUMBER
GENDER
SYNONYMS
ANTONYMS
PHRASE & IDIOMS
WORD MEANING
CONDITIONALS
Literature (Important question)
এগুলোর বাহিরে প্রশ্ন হবে না।
ENGLISH FOR COMPETITIVE EXAMS বইয়ে চাপটার ওয়াইজ বিষয়গুলো পাবেন।
অন্য যেকোন বইও ফলো করতে পারেন।
বিষয়ঃ বাংলা
এই কয়টা অধ্যায় থেকে শতভাগ কমন পাবেন, মানে এর বাইরে প্রশ্ন হবে না।
সন্ধি বিচ্ছেদ
কারক ও বিভক্তি
সমাস, অনুসর্গ
বানান শুদ্ধি
সমার্থক শব্দ
বিপরীত শব্দ
বাগধারা, ণত্ব ও ষত্ব বিধান
লিঙ্গ, কাল
ভাষা, উপসর্গ
এককথায় প্রকাশ
প্রকৃতি ও প্রত্যয়
রবীন্দ্রনাথ ঠাকুর /কাজী নজরুল ইসলাম সহ গুরুত্বপুর্ণ সকল সাহিত্যিক ও লেখক।
বন্দুকের গুলি মিস হলেও এখানকার কোন টপিকস থেকে প্রশ্ন মিস হবে না ইনশাআল্লাহ। আরো কিছু জানার থাকলে ইনবক্স করতে পারেন।

No comments:

Post a Comment