৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি আন্তর্জাতিক

৪০তম বিসিএস প্রিলি প্রস্তুতি 
আন্তর্জাতিক 
১। The Modern State গ্রন্থটির রচয়িতা কে ?
= ম্যাকাইভার 
২। Fire and Fury গ্রন্থটির রচয়িতা কে ?
= মাইকেল উলফ
৩। তুন্দ্রা অঞ্চল কোথায় অবস্থিত ?
= রাশিয়া
৪। ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কী ?
= পর্তুগীজ
৫। বিশ্ব হাত ধোঁয়া দিবস কবে ?
= ১৫ অক্টোবর
৬। বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা কোনটি ?
= এ এফ পি
৭ । গণতন্ত্রের সূচনা হয় কোথায় ?
= গ্রীসে
৮ । আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে ?
= যুক্তরাজ্য
৯ । বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ কোনটি ?
= ভারত
১০ । বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?
= সুইডেন
১১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে ?
= উথান্ট
১২। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি ?
= যুক্তরাজ্য
১৩ । জাতি রাষ্ট্র শব্দটির প্রবর্তক কে ?
= ম্যাকিয়া ভেলি
১৫। বিশ্বের বৃহত্তম ও গভীরতম রেল টানেলের নাম কী ?
= বোথার্ড বেস টানেল , সুইজারল্যান্ড
১৬ । GMT কী ?
= Greenwich Mean Time বা পৃথিবীর মধ্যভাগের সময়
১৭।১৯৪৮ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত মানবাধিকার সনদে ধারা কতটি ???
= ৩০
১৮ । SCHENGEN COUNTRY কতটি ?
= ২৬ ।

No comments:

Post a Comment