আন্তর্জাতিক কিছু কৌশল::

আন্তর্জাতিক কিছু কৌশল::
.................................................
# টেকনিক :- জাতিসংঘের
যে সকল সংস্থার প্রথমে W ও
শেষে O আছে ওই গুলোর সদর
দপ্তর ‘জেনেভা’।
* WTO-জেনেভা ।
* WHO-জেনেভা ।
* WMO-জেনেভা ।
* WIPO-জেনেভা ।
* ILO-জেনেভা।
.
বাকি গুলো…
* FAO-রোম।
* IMCO-লন্ডন।
* IMO-লন্ডন।
* ICAO-মন্ট্রিল।
* UNESCO-প্যারিস।
* NATO-ব্রাসেলস।
* UNIDO-ভিয়েনা।
.
বিভিন্ন রাষ্টের আইনসভার
নাম যে সব রাষ্ট্রের আইন
সভার নাম কংগ্রেস:
# টেকনিকঃ কলি B B A
পড়তে নেপাল থেকে
চীনে চলিয়া গেল
ক-কলাম্বিয়া;
লি-লিবিয়া;
B-ব্রাজিল;
B-বলিভিয়া;
A-আমেরিকা;
নেপাল-নেপাল;
চীনে-চীন,;
চলিয়া-চিলি
.
যেসব দেশের আইন সভার
নাম পার্লামেন্ট:
# টেকনিকঃ আকাবা এর
গ্রাম থেকে আনা জামা,
সেন্ট, ফ্রাই কই
আ- আলজেরিয়া;
কা -কানাডা/
কাজাখিস্তান;
বা- বাহরাইন/বার্বাডোস/
বাহমাস;
গ্রা -গ্রানাডা;
ম -মরোক্কে;
আ- আন্টিগুয়া;
না- নামিবিয়া;
জা- জার্মানি/
জ্যামাইকা;
মা- মালোশিয়া/
মাদাগাস্কার;
সেন্ট- সেন্ট লুসিয়া;
ফ্রা- ফ্রান্স/ফিজি;
ই- ইতালি;
ক- কলম্বিয়া/কঙ্গো;
ই- ইথিওপিয়া;
.
বিভিন্ন সংস্থার বা
গ্রুপের দেশগুলি Scandinavian
States এর সদস্য
# টেকনিকঃ FINDS
F-Finland;
I-Iceland;
N- Norway;
D-Denmark;
S-Sweden
.
7 SISTERS: ভারতের ৭টি
অঙ্গরাজ্য।
# কৌশলঃ আমি অমেত্রি
মনা
আ-আসাম ( গোয়াহাটি );
মি-মিজরাম ( আইজল );
অ-অরুনাচল ( ইন্দিরাগিরি );
মে-মেঘালয় ( শিলং );
ত্রি-ত্রিপুরা ( আগরতলা );
ম-মনিপুর ( ইম্ফল );
না-নাগাল্যান্ড
( কোহিমা ) ( বিঃ দ্রঃ –
বন্ধনির ভিতর সংশ্লিষ্ট
প্রদেশের রাজধানি )
.
সোভিয়েত ইউনিয়ন ভুক্ত
দেশগুলোঃ USSR ভুক্ত ১৫ টি
রাষ্ট্রঃ
# কৌশলঃ ALL K KUTTA RAB
ZUM ( অল কে কুত্তা রেব জুম )
A-এস্তনিয়া;
L-লাটভিয়া ;
L-লিথুনিয়া;
K-কাজাখকিস্তান;
K-কিরঘিস্তান;
U-উজবেকিস্তান;
T-তাজিকিস্তান;
T-তুর্কেমেনিস্তান;
A-আজারবাইজান;
R-রাশিয়া;
A-আর্মেনিয়া;
B-বেলারুশ;
Z-জর্জিয়া;
U-ইউক্রেন;
M-মলদভা
টিপসঃ অর্থ ও টাকা
সংক্রান্ত সকল সংস্থার সদর
দপ্তর ‘ওয়াশিংটন ডিসি’।
টিপসঃ খাদ্য ও কৃষি
সংস্থার সদর দপ্তর ‘রোম’।
(WFP, FAO)।

No comments:

Post a Comment