### যশোর পরিচিতি ###
মাইলস্টোন (কত সালে কি প্রতিষ্ঠিত হয়েছে)
* ১৫৭৭ খৃষ্টাব্দে ‘যশোর রাজ্য’ প্রতিষ্ঠিত হয়।
* ১৭৮১ খৃষ্টাব্দে ইংরেজ শাষনামলে বাংলার প্রথম ঘোষিত জেলা এই যশোর। এ জেলার পরিধি ছিলো এক সময় বৃহত্তর যশোর, বৃহত্তর খুলনা, রাজবাড়ী, বনগাঁ।
* ১৮৩৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ‘যশোর জিলা স্কুল’ যা বাংলাদেশের ২য় প্রাচীন স্কুল।
* ১৮৪২ সালে যশোর শহরে ‘জেলা কাউন্সিল’ নামে একটি হাসপাতাল স্থাপিত হয়।
* ১৮৮৩ সালে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে ক্যাথলিক মিশনারী কর্তৃক একটি গীর্জা প্রতিষ্ঠিত হয়।
* ১৮৫৪ খৃষ্টাব্দে ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী’ প্রতিষ্ঠিত হয় যা এদেশের সবচেয়ে প্রাচীন পাবলিক লাইব্রেরী।
* ১৮৫৪ সালে ম্যাজিস্ট্রেট মি: বিউফোর্ড যশোরে অতি কার্যকরী জল নিস্কাসনের সুব্যবস্থা করেন যা ছিল স্মরণীয় পদক্ষেপ।
* ১৮৬৪ সালের ১লা আগস্ট গঠিত হয় ‘যশোর পৌরসভা’। কোলকাতা ও হাওড়ার পরেই যশোরের স্থান।
* ১৮৬৫ সালে মাগুরা সরাকরী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
* ১৮৬৮ সালে ঝিকরগাছা হতে শিশির কুমার ঘোষ ‘অমৃতবাজার’ পত্রিকা প্রকাশ করেন যা ছিল কলকাতার জনপ্রিয় ইংরেজি পত্রিকা।
* ১৮৬৯ সালে মহেষপুর পৌরসভা গঠিত হয়।
* ১৮৭৫ সালে যশোর ‘কেন্দ্রীয় কারাগার’ প্রতিষ্ঠিত হয়।
* ১৮৭৭ সালে ঝিনেদা সরকারী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
* ১৮৭৮ সালে নাড়াইল সদর হাসপাতাল স্থাপিত হয়। ১৯৪৪ সালে ইহা সরকারী প্রতিষ্ঠানে পরিনত হয় এবং প্রথম শ্রেণীর স্টেট হাসপাতালের মর্যাদা পায়।
* ১৮৮৩ সালে কোটচাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
* ১৮৮৪ সালে কোলকাতা-যশোর রেলপথ নির্মিত হয়। বেসরকারী রেল প্রস্তুতকারী কোম্পানি “বেঙ্গল সেন্ট্রাল রেলওয়ে”এই রেলপথ নির্মাণ করে।
* ১৮৮৬ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় যা এদেশের সবচেয়ে প্রাচীন কলেজগুলোর মধ্যে অন্যতম।
* ১৮৯০ সালে যশোর শহর মুরলী হতে স্থানান্তর করে বর্তমান স্থানে নিয়ে আসা হয়।
* ১৯০১ সালে ‘যশোর সদর হাসপাতাল’ প্রতিষ্ঠিত হয়।
* ১৯০৭ সালে নাড়াইলের লোহাগড়ায় ‘রাম নারায়ণ পাবালিক লাইব্রেরী’ প্রতিষ্ঠিত হয়।
* ১৯০৮ সালে যশোরে ডাক যোগাযোগ চালু হয়। এই বছরেই মানি অর্ডার চালু হয়।
* ১৯০৯ সালে ‘যশোর টাউন হল’ নির্মিত হয়। সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে একই সময়ে ‘টাউন ক্লাব’ ও ‘আর্য থিয়েটর’ প্রতিষ্ঠিত হয়।
* ১৯২১ সালে আর্য থিয়েটরের জন্য ‘বি সরকার মেমোরিয়াল হল’ তৈরী করা হয় যা বর্তমানে ‘তসবীর সিনেমা হল’ নামে পরিচিত।
* ১৯২২ যশোরে সালে প্রতিষ্ঠিত করে ন্যাশনাল মেডিক্যাল স্কুল ও হাসপাতাল। উপমহাদেশে তখন এই চিন্তা করাও কঠিন ছিল।
* ১৯৪১ সালে দ্বিতীয় মহাযুদ্ধের সময় যশোর বিমান বন্দর স্থাপিত হয় যা দেশের সবচেয়ে পুরাতন বিমান বন্দরগুলোর মধ্যে অন্যতম।
* ১৯৫০ সালে যশোরে বিদুৎ ব্যবস্থা চালু হয়।
* ১৯৬৩ সালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড স্থাপিত হয়।
* ভারত বিভাগের পর যশোরে প্রথম শ্রেণীর সেনানিবাস প্রতিষ্ঠিত হয়। দেশের সবচেয়ে বেশী সেনা সদস্যের বাস এখানে।
* দেশের সবচেয়ে বড় স্থল বন্দর ‘বেনাপোল’।
* বাংলাদেশের প্রথম স্বাধীনতাপ্রাপ্ত জেলা এই যশোর, ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর স্বাধীন হয়।
* ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২জনই বৃহত্তর যশোরের কৃতি সন্তান। এ আমাদের পরম অহঙ্কার।
* ২০০৩ সালে www.jessore.info নামে বৃহত্তর যশোরের উপর ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের প্রথম জেলা ভিত্তিক ওয়েবসাইট।
* সর্বশেষ বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় আমাদের এই যশোর জেলাকে।
যশোর হতে প্রকাশিত সংবাদ পত্র :
১৮৯৪ সালে মাসিক পত্রিকা “কল্যাণী”।
১৯০১ সালে মাসিক পত্রিকা “মোসলমান”।
১৯২৪ সালে মাসিক পত্রিকা "স্বস্ত্যায়ন"
১৯২৮ সালে মাসিক পত্রিকা "স্বরস্বতী"
১৯২৮ সালে “বৈশ্য পত্রিকা”
১৯৬১ সালে “সম্মিলন”
১৯৬১ সালে “দিশারী” (ঝিনাইদহ হতে)
১৯৬২সালে “জনকল্যাণ”
১৯৬৪ সালে “নতুন দেশ”
১৮৯৪ সালে মাসিক পত্রিকা “কল্যাণী”।
১৯০১ সালে মাসিক পত্রিকা “মোসলমান”।
১৯২৪ সালে মাসিক পত্রিকা "স্বস্ত্যায়ন"
১৯২৮ সালে মাসিক পত্রিকা "স্বরস্বতী"
১৯২৮ সালে “বৈশ্য পত্রিকা”
১৯৬১ সালে “সম্মিলন”
১৯৬১ সালে “দিশারী” (ঝিনাইদহ হতে)
১৯৬২সালে “জনকল্যাণ”
১৯৬৪ সালে “নতুন দেশ”
তথ্য সূত্র :
যশোর গেজেটিয়াসহ বিভিন্ন বই পত্র পত্রিকা হতে সংগৃহীত।
যশোর গেজেটিয়াসহ বিভিন্ন বই পত্র পত্রিকা হতে সংগৃহীত।
No comments:
Post a Comment