37th BCS Viva Experience

37th BCS Viva Experience
প্রার্থীঃ তরিকুল ইসলাম
০৯.০১.২০১৮, সময়ঃ ১৬-১৮ মিনিট
বোর্ডঃ কামাল উদ্দিন আহমেদ
কামাল স্যারঃ আসুন।
আমিঃ আসসালামু আলাইকুম স্যার।
- ওয়ালাইকুম সালাম। বসেন। জব করেন দেখছি...
-লেকচারার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী।
-ক্যাডার না নন-ক্যাডার?
- নন-ক্যাডার।
- প্রথম চয়েস কি?
- বিসিএস প্রশাসন।
- দ্বিতীয় চয়েস?
- বিসিএস পুলিশ।
- You are already in a Govt. job. Why BCS admin is your choice?
- Because my mother wants that I'll be a BCS Cadre.
- শুধু মায়ের ইচ্ছে! আপনার ইচ্ছে নেই?
- জ্বি স্যার, আমার মায়ের ইচ্ছা আছে বলেই আমার ইচ্ছা আছে।
- আপনার ইচ্ছা কেন? Why do you want?
- I want to be a BCS Cadre (Admin), because it is a dynamic cadre. In this job, I will work with public affairs to implement govt. policies and thus develop our country from root level.
কামাল স্যার ফার্স্ট এক্সটারনালকে প্রশ্ন করতে বললেন। ম্যাডাম প্রশ্ন শুরু করলেনঃ
- ধরুন আপনি প্রশাসন ক্যাডারে ইউ.এন.ও. হিসেবে এমন একটা এলাকায় নিয়োগ পেলেন, যেখানে প্রতিবছর বন্যা হয়। এক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন?
- আমি প্রথমে কিছু বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিটি গঠন করবো, যার কাজ হবে বন্যার কারন খুঁজে বের করা। তারপর সেই বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মোতাবেক বন্যা নিয়ন্ত্রণ করব। যেমনঃ বাঁধ দিয়ে কিংবা নদী-খাল খননের মাধ্যমে পানি ধারন ক্ষমতা ও পানি প্রবাহ বৃদ্ধি করে বন্যা প্রতিরোধ করব।
- বাঁধ দিতে গেলে স্থানীয় মানুষের কিছু ক্ষতি হবে। তারা যদি এটার বিরোধিতা করে?
- এক্ষেত্রে দুটি কাজ করতে হবে। প্রথমত, তাদেরকে বোঝাবো যে এই বাঁধ জনস্বার্থে হচ্ছে এবং তারাই দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে। দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এমনভাবে করব যেন তারা প্রতিদানে সন্তুষ্ট হয়।
- গুড। বাংলাদেশ রাষ্ট্রের অর্গান কয়টি? কি কি?
- তিনটি। আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ।
- ইদানীং আরেকটা অর্গানের কথা বলা হয়, চতুর্থ অর্গান। সেটি কি।
- স্যরি, জানা নেই।
- সংবিধান পড়েছেন?
- জ্বি ম্যাডাম, পড়েছি।
- আমাদের সংবিধানের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর আর কোন সংবিধানে নেই। এরকম একটা বৈশিষ্ট্য বলেন।
- দুঃখিত, জানা নেই।
- Politics কার লিখা?
- সম্ভবত প্লেটো।
- প্লেটো! আর Republic?
- স্যরি ম্যাডাম। Republic প্লেটোর লেখা, আর Politics এরিস্টটলের।
- এরিস্টটলের নামের সাথে আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে। সক্রেটিস প্লেটো ছাড়া আরও একজন। কে সে?
- আলেকজান্ডার।
- আলেকজান্ডারের সাথে এরিস্টটলের সম্পর্ক কি?
- তিনি এরিস্টটলের ছাত্র ছিলেন।
- ডিওনুয়াস (যতদূর মনে পরে নামটা এরকমই) কে বা কি ছিল?
- জানা নেই।
- এটা এরিস্টটলের ঘোড়ার নাম। আচ্ছা বলেন দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা বিশ্বযুদ্ধ হয়- প্রথম বিশ্বযুদ্ধ। সেসময় কোন কোন সাম্রাজ্যের পতন হয়?
- রুশ বিপ্লবের ফলে জার সাম্রাজ্যের পতন হয় এবং সোভিয়েট ইউনিয়ন গঠিত হয়।
- আরো দুইটা আছে। মোট তিনটা সাম্রাজ্যের পতন হয়।
- রুশ বিপ্লবের পরে তুরষ্কে অটোমান সাম্রাজ্যের খেলাফতের পতন হয়।
- ইউরোপেই আরেকটা আছে, বড় আরও একটি সাম্রাজ্যের পতন হয়েছিলো।
- আরেকটা পারছি না ম্যাডাম।
- Ok.. দুইটা তো পেরেছেন, এটাই বা কম কি! মধ্যযুগকে সব জায়গায় অন্ধকার যুগ বলে কেন?
- কারন সেসময় মানুষ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিতে অনেক পিছিয়ে পড়েছিল। রাজারা যুদ্ধে জড়িয়ে পড়তো ঘন ঘন। সাম্রাজ্যবাদ, দাস প্রথা, ঔপনিবেশিকতা ইত্যাদি...
- মোটামুটি সবগুলো পয়েন্ট বলেছেন, তবে একটা মেজর পয়েন্ট বাদ পরে গেছে। সেটা হল রিলিজিয়ন।
ম্যাডাম সেকেন্ড এক্সটারনালের দিকে তাকালেন। সেকেন্ড এক্সটারনাল স্যার প্রশ্ন শুরু করলেনঃ
- প্রথম পছন্দ কি- প্রশাসন? আচ্ছা প্রশাসনের ধাপগুলো বলতে পারবেন? উপর দিক থেকে বলেন।
- প্রথমে মন্ত্রনালয়, তারপর সচিবালয়..
- সচিবালয় আর মন্ত্রণালয় কি? এগুলো কোথায় থাকে?
- সচিবালয় হলো মন্ত্রনালয়ের সমষ্টি...
- আচ্ছা সর্বশেষ ধাপ কি?
- ইউনিয়ন পরিষদ।
- ইউনিয়ন পরিষদ। এটা তো স্থানীয় সরকার।
- স্যার লোকাল গভর্নমেন্টে ইউনিয়ন পরিষদ, আর সেন্ট্রাল গভর্নমেন্টে শাখা বা সেকশন।
- নাহ, হলো না। আচ্ছা একটা সহজ প্রশ্ন করি, দশটাকা আপনার আর আমার মাঝে ভাগ করে দেবেন, আপনি এক টাকা বেশি নিবেন। দ্রুত ভাগ করেন দেখি।
- স্যার, আমি ৫ টাকা ৫০ পয়সা নেব, আর আপনাকে ৪ টাকা ৫০ পয়সা দেব।
- গুড। এটাতো পারছেন। ডেপুটি কমিশনারের তিনটি ভিন্ন ভিন্ন নাম আছে। নাম গুলো কি কি?
- ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কালেক্টর, চীফ ম্যাজিস্ট্রেট।
- গান শোনেন?
- জ্বি স্যার।
- কার কার গান বেশি শোনেন।
- স্যার রবীন্দ্র এবং নজরুল সংগীত বেশি শোনা হয়।
- কেন মমতাজের গান শোনেন না? আমাদের মেম্বার অব পার্লামেন্ট মমতাজ.. উনার গান ভালো লাগে না?
- স্যার, উনার গান সেভাবে শোনা হয় নি।
- আব্দুল করিমের নাম শুনেছেন?
- জ্বি, শাহ আব্দুল করিম, বাউলসম্রাট।
- উনার একটা গানের কয়েক লাইন বলেন।
- গাড়ি চলে না, চলে না, চলে না রে.. চলিয়্যা মানব গাড়ি, যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্য পথে ঠেকলো গাড়ি...
- কবিতা পড়েন?
- জ্বি স্যার, কবিতা পড়তে খুব পছন্দ করি।
- যে কোন একটা কবিতার প্রথম চার লাইন বলেন।
- নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর...
আজি এ প্রভাতে রবির কর/ কেমনে পশিল প্রাণের পর/ কেমনে পশিল গুহার আধারে /প্রভাত পাখির গান/ না জানি কেন রে /এত দিন পরে/ জাগিয়া উঠিল প্রাণ।
এক্সটারনাল স্যার কামাল স্যারের দিকে ফিরলেন। উনার প্রশ্ন করা শেষ। কামাল স্যার থুতনিতে ইশারা করে বললেনঃ
- মুখে এটা কি- এটা কে কি দাড়ি বলা যায়? এর ইংরেজি আর আরবি পরিভাষা কি কি?
- জ্বি স্যার, এটা দাড়ি। ইংরেজিতে এর নাম Beard. আরবি জানা নেই স্যার।
- এই দাড়ি রাখা সম্পর্কে কোরআনে এবং হাদীসে কি বলা আছে। হুবহু বলতে হবে। বানিয়ে বলা যাবে না।
- স্যার, আমার জানা মতে দাড়ি চার আঙুল রাখার কথা হাদীসে বলা আছে, কিন্তু একচ্যুয়াল উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে না।
- পাচ ওয়াক্ত নামাজ পড়েন?
- চেষ্টা করি।
- আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনার সাবজেক্ট থেকেই প্রশ্ন করি- Say something about the history and development of Japanese Textiles.
- sorry sir, i don't know.
- Ok, say about the textile of mughal period.
- During Mughal period, this subcontinent was popular for textiles specially Moslin and Jamdani. These Moslin and Jamdani cloth was exported also in the european countries. British Queen Victoria was fan of Moslin cloth..
- কোন মুঘল সম্রাটের আমলে মসলিনের ব্যপক প্রসার হয়? তার স্ত্রী কন্যা এই কাপড়ের ভক্ত ছিল।
- সম্ভবত সম্রাট জাহাঙ্গীর।
- রিটেন এক্সাম কেমন হয়েছিল?
- জ্বি স্যার, খুব ভালো হয়েছিল।
- আচ্ছা এবার আসুন।
- ধন্যবাদ স্যার।
==================

No comments:

Post a Comment