Identification of Clause & Phrase (Part-01)

 Identification of Clause & Phrase (Part-01)

 Identification of Clause & Phrase (Part-02 Link)








বিগত  কয়েকদিন যাবৎ চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উদ্যেশ্যে একটা টপিক নিয়ে লিখব ভাবতেছিলাম।আজকে ভাবলাম লিখেই ফেলি। চাকরির পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ও গণিত বিষয় ২টা কারো জন্য সমস্যা ও কারো জন্য আশীর্বাদ।অনেকেই এই দুই বিষয়কে/দুইটার যে কোন একটা কে স্ট্রং জোন ধরে অর্জন করে নিয়েছে কাক্ষিত চাকরি আবার কেউ কেউ ঝুলে আছে এই দুই বিষয়ের জন্য।আমার নিজের অভিজ্ঞতা অবশ্য ভিন্ন।আমি সাধারণ জ্ঞান পারি না।ভার্সিটি ভর্তি পরীক্ষার সময়ও খুব কষ্ট করে অল্প পরিমাণ সাধারণ জ্ঞান পড়েছিলাম চান্স পাওয়ার জন্য।আর এখন জব মার্কেটে এসেও সাধারণ জ্ঞানের একই অবস্থা।যাইহোক কাজের কথায় আসি।কেউ ইংরেজি বা গণিতে পড়লেই যে তারা ইংরেজি বা গণিতে ভালো পারবে বিষয়টা এরকম নয়।তবে কিছুটা ফেভার পাবে এটা স্বাভাবিক।এই দুই বিষয়ে ভালো করার মূল মন্ত্র হচ্ছে অনুশীলন। যে যেই বিষয়েই পড়াশোনা করুক না কেন,এই দুই বিষয়ে যে যত অনুশীলন করবে সে তত ভালো করবে।

আজকে আমি ইংরেজির গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, বিশেষ করে বিসিএস প্রিলিতে তো প্রশ্ন থাকবেই কিন্তু আমাদের মধ্যে অনেকেরই এই টপিকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সমস্যা হয়ে যায়। আমি আশা করছি আমার আলোচনার পরে আপনাদের আর এই টপিকে কোন সমস্যা থাকবে না।

আমি আজকে আলোচনা করব Identification of Clause & Phrase নিয়ে।

তবে প্রথমে আমাদের জানতে হবে Clause  এবং Phrase কি?

তাদের মধ্যে বেসিক পার্থক্য কি?

তারপর আমি দুইটা কে আলাদা আলাদা করে আলোচনা করব।

Clause: Clause হচ্ছে একটি শব্দ গুচ্ছ(Group of words) যার একটি  Subject এবং একটি Finite Verb থাকবে এবং একসাথে বসবে।যেমনঃ

I know that he will come.

এখানে "that" এর দুই পাশে 2টা Clause এবং প্রত্যেক Clasue এর একটি Subject ও একটি Finite Verb আছে।আর এখানে "that" হচ্ছে Clause Marker.

এখন Subject কি তা আমরা সবাই জানলেও Finite Verb ও Clause Marker নিয়ে আমাদের অনেকেরই সমস্যা আছে।

এখানে এগুলো নিয়েও একটু আলোচনা করি।

Subject: Subject হচ্ছে বাক্যের কর্তা।

Verb কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Subject.

যেমনঃ

Rana plays football.

কে ফুটবল খেলে?

উঃ রানা,এই রানাই হচ্ছে Subject.

They play football.

কারা ফুটবল খেলে?

উঃ তারা,এই তারা ই হচ্ছে Subject.

Verb প্রধানত দুই প্রকার।যথাঃ

1) Finite Verb(সমাপিকা ক্রিয়া)

2) Non-finite Verb(অসমাপিকা ক্রিয়া)

Finite Verb: যে  Verb দ্বারা বাক্যের  Tense নির্ণয় করা যায় বা যে Verb অন্য Verb এর সাহায্য ছাড়াই বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে তাই Finite Verb.

যেমনঃ 

She likes me.

এখানে "likes" হচ্ছে Finite Verb এবং এর দ্বারা বাক্যের অর্থও সমাপ্ত হচ্ছে ও এর দ্বারা বাক্যটি কোন Tense তাও আমরা নির্ণয় করতে  পারছি।

Finite Verb চেনার উপায় বা যে কয়ভাবে Finite Verb থাকতে পারে-

1) V1=I do the work.

2)V1+s/es=He does the work.

3)V2=I did the work.

4)Auxiliary Verb+ing=I am doing the work.

5)Auxiliary Verb+ V3=I have done the work.

6)Modal Auxiliary+V1=I shall do the work/ 

I must do the work.

7) Modal Auxiliary +be+V3=The work must be done by me.

Non-finite Verb(অসমাপিকা ক্রিয়া): যে Verb দ্বারা বাক্যের Tense নির্ণয় করা যায় না বা যে Verb Finite Verb এর সাহায্য ছাড়া বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে না তাকে Non-finite Verb বলে।

যেমনঃ

I want to tell a story.

এখানে "want" finite verb আর  "to tell" হচ্ছে Non-finite Verb."want" এর সাহায্য ছাড়া "to tell" বাক্যের অর্থ সমাপ্তও  করতে পারে না আবার Tense ও নির্ণয় করতে পারে না।

Non-finite Verb চেনার উপায় বা যে কয়ভাবে Non-finite Verb থাকতে পারে-

1) to+v1=I need a pen to give you.(to give)

2) v1+ing=After reading a poem, I shall read a novel.(reading)

3) v3=It is a broken mobile.(broken)

4) having+v3=The thief ran away having taken the bag.(having taken)

*** 2 ও 3 এর আগে Auxiliary আসলে কিন্তু Finite  verb হয়ে যাবে।অর্থাৎ 

1)Infinitive

2) Gerund and 

3) Participle  ই হচ্ছে Non-finite Verb.

Clause Marker: যে word দুটি অর্থ সম্পূর্ণ বাক্যকে সংযুক্ত করে তাকে  Clause Marker বলে।অর্থাৎ Connectors বা Conjuction যখন দুইটি বাক্য কে সংযুক্ত করে তখন তা Clause Marker.

* Connectors বা Conjuction Clause Marker হতে হলে অবশ্যই দুইটি বাক্যকে সংযুক্ত করতে হবে,দুইটি Word কে নয়।

যেমনঃ I know that he will come.

এখানে "that" দুইটি বাক্য "I know" এবং " he will come" কে সংযুক্ত করেছে।তাই "that"  হচ্ছে Clause Marker.

এতক্ষণ শুধু  Clause কি তা আলোচনা করলাম।

তা আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিক কিছু টপিক আলোচনা করলাম।

আসুন এখন দেখি Phrase কি?

Phrase: Phrase হচ্ছে একটি শব্দগুচ্ছ(Group of words) যার কোন Subject ও Finite Verb একসাথে থাকে না।অর্থাৎ একাধিক শব্দ যখন একসাথে বসে কোন একটি Parts of speech এর কাজ করে তখন তাকে Phrase বলে।

যেমনঃ

A flying bird

The people of Bangladesh

Man of letters

am doing

Pass away

I saw a flying bird.

এখানে "a flying bird" তিনটি word  মিলে একটি word/parts of speech এর কাজ করেছে। তাই "a flying bird" হচ্ছে phrase

অর্থাৎ একটি phrase হচ্ছে অনেকগুলো word এর সমষ্টি যেখানে Subject ও Finite Verb একসাথে বসবে না।

চলুনএবার দেখি  Clause ও Phrase  এর মধ্যে বেসিক পার্থক্য কি।

Clause ও Phrase এর মধ্যে পার্থক্যঃ

Clause:

1) একগুচ্ছ শব্দ যা একটি পূর্নাঙ্গ বাক্য বা একটি পূর্নাঙ্গ বাক্যের অংশ।

2) Subject ও Finite Verb থাকবে ও একসাথে বসবে।

3) Clause Marker থাকবে।

4) একটি বাক্যে এক বা একাধিক Clause ও Clause Marker থাকতে পারে।

Phrase :

1) একগুচ্ছ শব্দ যা বাক্যে একটি Parts of speech হিসেবে ব্যবহৃত হয়।

2) Subject ও Finite Verb থাকতে পারে কিন্তু কখনোই একসাথে বসবে না।

 3) Non-finite verb থাকতে পারে। 

4) Clause Marker থাকবে না।

5) একটি বাক্যে এক বা একাধিক Phrase থাকতে পারে।

আমরা এতক্ষণ Clause ও Phrase কি এবং এদের মধ্যে পার্থক্য কি তা জানলাম।

আমাদের Main যে টপিক Identification of Clause & Phrase তা আমরা জানব পরের অংশে। 

আজকের মতো এখানেই শেষ।

সবাইকে ধন্যবাদ।


Mahmudul Hasan Ripon

Instructor(English)

Bangladesh-China Technical Institute(BCTI)

Bangladesh-China Power Company (Pvt.) Limited.

BA(Hon's),MA(English)

Department of English

University of Dhaka

No comments:

Post a Comment