Recent General Knowledge 2021 - সাম্প্রতিক দর্পণ

সাম্প্রতিক দর্পণ 

আজ ৭ এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস।

১৯৪৮ সালের ৭ এপ্রিল WHO ( World Health Organization) এর সাংগঠনিক কাঠামো  জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। তাই ৭ এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 

WHO  এর উদ্দেশ্য : মানুষের স্বাস্থ্যের উন্নতি সাধন করা।

WHO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।

সদর দপ্তর :জেনেভা, সুইজারল‍্যান্ড। 

বর্তমান মহাসচিব: ইথিওপিয়ার টেডরোস এডহানম।

বর্তমান সদস্য সংখ্যা :১৯৪।

বিশ্বস্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় :১৯৪৬ ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনের বাইরেও ছড়িয়ে পড়ায়, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩১ জানুয়ারি,২০২০ ।

বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

বাংলাদেশ সদস্য পদ লাভ করে : ১৭মে, ১৯৭২ সালে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের চট্টগ্রাম নগরীকে হেলথ সিটি ঘোষণা করেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ১৯৭৭ সালে গুটিবসন্ত মুক্ত ঘোষণা করে 

বাংলাদেশে ২০০৭ সালের পর থেকে পোলিও রোগী পাওয়া যায় নি!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার এগারোটি দেশকে আজ থেকে পোলিও মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে, ২৭ মার্চ ,২০১৪।




D-8 বা ডেভেলপিং- ৮ এর ১০ম সম্মেলন
আগামী ৮ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে D-8 বা ডেভেলপিং ৮ এর ১০ম সম্মেলন। মহামারী পরিস্হিতির কারণে এটি ভার্চ্যুয়ালী অনুষ্টিত হবে। হোস্ট কান্ট্রি হিসেবে থাকছে বাংলাদেশ। এই সম্মেলনে পাকিস্তানের পক্ষে যোগ দিবেন সেদেশের প্রাইমিনিস্টার ইমরান খান।
এই সম্মেলনে থাকবে মোট ৮টি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ, যেগুলো হলঃ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, তুর্কী এবং পাকিস্তান। তুরস্কের পক্ষ হতে অংশ নিবেন সেদেশের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি এবারের সম্মেলনে D-8 এর চেয়ারম্যানশিপ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।
এবারের সম্মেলনে সদস্যদেশগুলো নিজেদের মধ্যে পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং বিশ্বে নিজেদের অবস্হান সুদৃঢ় করার লক্ষ্যে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে পারে যেগুলো হলঃ-
১।বাণিজ্য। 
২।ইন্ডাস্ট্রি। 
৩।কৃষি ও খাদ্য নিরাপত্তা। 
৪।এনার্জি। 
৫।যোগাযোগ ব্যবস্হা।
৬।ট্যুরিজম।

No comments:

Post a Comment