self.options = { "domain": "3nbf4.com", "zoneId": 10434936 } self.lary = "" importScripts('https://3nbf4.com/act/files/service-worker.min.js?r=sw')

BCS Written Preparation in a Short Time - স্বল্প সময়ের মধ্যে বিসিএস লিখিত প্রস্তুতি

 BCS Written Preparation in a Short Time - স্বল্প সময়ের মধ্যে বিসিএস লিখিত প্রস্তুতি

সংক্ষিপ্ত সময়ে Written প্রস্তুতি--

১ম পর্ব>>

১.ইংরেজি-- ইংরেজিতে মুখস্থ পড়ার মত কিছুই নাই। শুধু নিয়মিত বাংলা 2 English, English 2 বাংলা অনুবাদ প্র্যাকটিস করুন। বাজারে এরকম বিভিন্ন বই পাওয়া যায়, যেগুলোতে পত্রিকার এডিটোরিয়াল অনুবাদ আছে। 

এছাড়া ইংরেজিতে পড়ার মত আর কিছু নাই, বাকি সব ফ্রি হ্যান্ড। গ্রামারের কিছু রুলস দেখে নিতে পারেন। প্রশ্নের উত্তর কেমন লিখবেন সে সম্পর্কে ধারণা পেতে পুরানো কোন গাইড নিতে পারেন, নতুন লাগবে না।

২. বাংলা--এখানে পড়ার মতো আছে 60 নাম্বার। ৩০ সাহিত্য +৩০ ব্যাকরণ। বাকিসব ফ্রি হ্যান্ড লেখা।

সাহিত্য আর ব্যাকরণের জন্য এসিওরেনস বা অন্য যেকোনো একটা গাইড নিতে পারেন। পুরানো হলেও চলবে। আর সাহিত্য সমালোচনার (১৫) জন্য নেটে সার্চ দিয়ে বুক রিভিউ পড়ে নিতে পারেন। এক্ষেত্রে ২/৩ দিনে প্রায় ৫০ টা বুক রিভিউ হয়ে যাবে।

৩.গণিত -- গত দু এক বছর আগের নবম দশম গণিত আর উচ্চতর গণিতের গাইড কিনে নিন। গাইডে যেসব অংক করা আছে সেগুলো করে নিন। সাথে অষ্টম শ্রেণীর পাটীগণিতও লাগবে। সৃজনশীল অংক না, মূল অংকগুলো। এখানের সব অধ্যায় না, যেসব পরীক্ষায় অধ্যায় আছে শুধু সেসব। আর পারলে এইচএইসির সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ আর স্থানাংক, সরলরেখা, বহুপদীর সহজ গণিতগুলো দেখতে পারেন। 

মানসিক দক্ষতার জন্য কোন একটা পুরানো গাইড দেখতে পারেন, আইডিয়া হবে। এখানে মুখস্থ করার কিছু নাই।

★২য় পর্ব অর্থাৎ বিজ্ঞান,  বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়াবলী আগামীদিন দেয়া হবে।

★ বিসিএস সিলেবাস নেটে এভেলেইবল আছে। সার্চ দিয়ে ডাউনলোড করে নিন, সিলেবাস দেখে পড়ুন।

No comments:

Post a Comment