Context: D-8 (Developing Eight) - প্রসঙ্গঃ ডি-৮ (D-8 or Developing Eight)

Context: D-8 (Developing Eight) - প্রসঙ্গঃ ডি-৮ (D-8 or Developing Eight)



• গতকাল ৮ এপ্রিল, ২০২১ তারিখে ১০ম সম্মেলন অনুষ্ঠিত হল ভার্চুয়ালি। সম্মেলনের স্থান- ঢাকা, বাংলাদেশ।  

• আগামী ২ বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্বে থাকবে বাংলাদেশ। 

• এবারের সম্মেলনে 'ঢাকা ঘোষণা ২০২১' এবং ডি-৮ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে আগামি ১০ বছরের রূপরেখা গৃহীত হয়েছে। 

• ঢাকা ঘোষণায় ভ্যাক্সিন উৎপাদনকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে আলোচনায় সহযোগিতা করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। 

• এবারের সম্মেলনে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় ডি-৮ ইয়ুথ সামিট। 

• ইরানে ডি-৮ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সদস্য দেশগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। 

একনজরে ডি-৮ এর সদস্য দেশগুলো- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক। 

একনজরে ডি-৮ সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা- 

বাংলাদেশ-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

মিশর- রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ সিসি 

ইন্দোনেশিয়া- রাষ্ট্রপতি জোকো উইডোডো 

ইরান- রাষ্ট্রপতি হাসান রুহানি

মালয়েশিয়া- প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন 

নাইজেরিয়া- রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি 

পাকিস্তান- প্রধানমন্ত্রী ইমরান খান 

তুরস্ক- রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান

সুত্রঃ কালেরকণ্ঠ (৯ এপ্রিল, ২০২১)

No comments:

Post a Comment