41st BCS written preparation - ৪১তম বিসিএস লিখিত প্রস্তুতি
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর এশিয়ায় এর সম্ভাব্য প্রভাব সংক্ষেপে লিখুন
(শুধু পয়েন্ট গুলোঃ বর্ণনা নিজের মতো)
১.যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ফলে তালেবানরা আবারো শক্তিশালী হয়ে পড়বে।আল কাদা, ISIS, এর মতো জঙ্গী সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে।
২.তালেবানরা সরকার গঠনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইবে, ফলে ক্ষমতাসীনদের সাথে বিবাদ বিরোধের মাধ্যমে আফগানিস্তানে পুনরায় গৃহযুদ্ধের সূচনা হতে পারে।
৩.সম্প্রতি রাশিয়ায়,রাশিয়ার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র,পাকিস্তান, আফগানিস্তানের এক বৈঠক হয়।বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আফগানিস্তানকে পুনর্গঠনের জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের আহবান জানান।আন্তর্জাতিক সম্প্রদায় বলতে এখানে চীন,ইরান,রাশিয়ার অংশগ্রহণই মুখ্য।সৈন্য প্রত্যাহার হোক বা না হোক,আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আর একচ্ছত্র প্রভাব থাকবে না বলে আশা করা হচ্ছে।
৪.ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার নামে সাধারণ মানুষের হয়রানি বৃদ্ধি পেতে পারে।
৫.আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের ফলে পাকিস্তানে চীনের বলয় বৃদ্ধি পাবে।যার প্রভাব ভারতেও পরবে বলে ধারণা করা যাচ্ছে।
৬.আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হলে, দেশের নারীশিক্ষা এবং নারীউন্নয়ন আবারো তীব্রভাবে ব্যাহত হবে।
নোট : Robin Hasan
No comments:
Post a Comment